রানার
৩১. ‘রানার’ কবিতায় রানারের ছুটে চলার উপমা কোনটি?
ক. বাতাসের আগে ধায়
খ. হরিণের মতো যায়
গ. ট্রেনের আগে ধায়
ঘ. চিতার মতো যায়
৩২. ‘লন্ঠন’ শব্দের অর্থ কী?
ক. লাঠি খ. হারিকেন
গ. বল্লম ঘ. ছাতা
৩৩. ‘ভোর তো হয়েছে—আকাশ হয়েছে লাল’—প্রতীকটি কী বোঝাচ্ছে?
ক. বরাদ্দকৃত সময় শেষ হয়েছে
খ. দুঃখ শেষে সুখ এসেছে
গ. কাজে যাওয়ার সময় হয়েছে
ঘ. দুঃখের দিন শুরু হয়েছে
৩৪. ‘লঘু ও মৃদু ঝমঝম’ শব্দকে এককথায় কী বলে?
ক. ঝুমঝুম খ. গমগম
গ. ঠুকঠুক ঘ. ঠুকঠাক
৩৫. ‘রানার’ কবিতাটি কোন শ্রেণির মানুষদের নিয়ে লেখা?
ক. কর্মজীবী খ. পেশাজীবী
গ. শ্রমজীবী ঘ. বুদ্ধিজীবী
৩৬. রানারের কাজ কোনটি?
ক. শুধু চিঠি গ্রহণ করা
খ. পরিবারের খোঁজখবর দেওয়া
গ. বাড়ি বাড়ি গিয়ে চিঠি সংগ্রহ করা
ঘ. যথাস্থানে ডাক পৌঁছে দেওয়া
৩৭. ‘ছুটছেন তো ছুটছেনই’—কথাটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য?
ক. মন্ত্রীদের খ. যোদ্ধাদের
গ. রানারদের ঘ. খেলোয়াড়দের
৩৮. কোনো কিছু রানারের কাজের বাধা হয়ে ওঠে না কেন?
ক. সে অসীম সাহসী বলে
খ. তাঁর হাতে লাঠি থাকে বলে
গ. সে দায়িত্বশীল বলে
ঘ. সবাই তাঁকে বিশ্বাস করে বলে
৩৯. রানারকে ‘দুর্দম’ বলা হয়েছে কেন?
ক. সে বেপরোয়া
খ. সে অসম সাহসী
গ. ভীতি ও ক্লান্তি তাকে দমাতে পারে না
ঘ. দম বেরিয়ে গেলেও সে চলা থামায় না
৪০. রানার চরিত্রে কী ফুটে উঠেছে?
ক. দায়িত্বশীলতা খ. কঠোর পরিশ্রম
গ. দারিদ্র্য ঘ. কর্মাগ্রহ
সঠিক উত্তর
রানার: ৩১.খ ৩২.খ ৩৩.খ ৩৪.ক ৩৫.গ ৩৬.ঘ ৩৭.গ ৩৮.গ ৩৯.গ ৪০.ক
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা