ব্যবসায় উদ্যোগ - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

২৩. কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহের জন্য নিবন্ধকের নিকট জমা দিতে হয়—

i. বিবরণপত্র

ii. নিবন্ধনপত্র

iii. ন্যূনতম চাঁদা সংগ্রহের ঘোষণাপত্র

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

২৪. মালিকানার ভিত্তিতে ব্যবসায় কত প্রকার?

ক. ৩ প্রকার খ. ৪ প্রকার

গ. ৫ প্রকার ঘ. ৬ প্রকার

২৫. ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ সদস্যসংখ্যা কত?

ক. ১০ জন খ. ২০ জন

গ. ৩০ জন ঘ. ৫০ জন

২৬. কোন অংশীদার ব্যবসায় মূলধন বিনিয়োগ করে না এবং পরিচালনায় অংশগ্রহণ করে না?

ক. সাধারণ অংশীদার

খ. ঘুমন্ত অংশীদার

গ. নামমাত্র অংশীদার

ঘ. সীমিত অংশীদার

আরও পড়ুন

২৭. কোন ধরনের ব্যবসায়ে প্রত্যক্ষ তত্ত্বাবধান সম্ভব?

ক. সমবায় সমিতি

খ. রাষ্ট্রীয় ব্যবসায়

গ. একমালিকানা ব্যবসায়

ঘ. অংশীদারি ব্যবসায়

২৮. কারা পাবলিক লিমিটেড কোম্পানির মালিক?

ক. পরিচালকেরা

খ. কর্মীরা

গ. শেয়ারহোল্ডাররা

ঘ. জনসাধারণ

সঠিক উত্তর

অধ্যায় ৪: ২৩.খ ২৪.গ ২৫.ক ২৬.গ ২৭.গ ২৮.গ

মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]

আরও পড়ুন