এইচএসসি ২০২২ - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

৩১. চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের লাভ–ক্ষতি কীভাবে বণ্টিত হয়?

ক. সমঝোতার ভিত্তিতে

খ. মূলধন অনুপাতে

গ. আদালতের মাধ্যমে

ঘ. সমহারে

৩২. সীমিত অংশীদারি ব্যবসায়ের আদিভূমি কোনটি?

ক. ইংল্যান্ড খ. যুক্তরাষ্ট্র

গ. ইতালি ঘ. জার্মানি

৩৩. একজন নাবালক কোন ধরনের অংশীদার?

ক. সীমাবদ্ধ খ. ঘুমন্ত

গ. প্রতিবন্ধ ঘ. নামমাত্র

৩৪. সীমিত অংশীদারি ব্যবসায়ে কমপক্ষে কত জনের দায় অসীম থাকতে হয়?

ক. একজন খ. দুইজন

গ. তিনজন ঘ. সাতজন

৩৫. ১৯৩২ সালের অংশীদারি আইনের কত ধারায় ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়ের কথা বলা হয়েছে?

ক. ৩০ (১) খ. ৪৯

গ. ৭ ঘ. ৫

৩৬. সাধারণ অংশীদারি ব্যবসায়ে একজন অংশীদারের দায় কত?

ক. ব্যক্তিগত সহায়–সম্পদ পর্যন্ত

খ. বিনিয়োগকৃত মূলধন পর্যন্ত

গ. প্রতিশ্রুত মূলধন পর্যন্ত

ঘ. ব্যবসায়ে তার পাওনা পর্যন্ত

৩৭. অংশীদারি ব্যবসায়ে অংশীদারদের হতে হবে—

i. সাবালক

ii. অভিজ্ঞ

iii. সুস্থ মস্তিষ্কসম্পন্ন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৮. অংশীদারি ব্যবসায় গঠন করতে হলে—

i. চুক্তিপত্র থাকতে হবে

ii. নিবন্ধন থাকতে হবে

iii. কমপক্ষে দুজন ব্যক্তি থাকতে হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৯. অংশীদারি ব্যবসায়ের কোন বৈশিষ্ট্যের কারণে একজন অংশীদার অন্য অংশীদারের সম্পাদিত কাজের জন্য দায়বদ্ধ হয়?

ক. পারস্পরিক আস্থা ও বিশ্বাস

খ. পারস্পরিক প্রতিনিধিত্ব

গ. যৌথ পরিচালনায় সুযোগ

ঘ. আইনগত সত্তার উপস্থিতি

৪০. ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ে সর্বনিম্ন সদস্যসংখ্যা কত?

ক. দুই খ. তিন

গ. সাত ঘ. দশ

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৩১.ঘ ৩২.ক ৩৩.ক ৩৪.খ ৩৫.গ ৩৬.ক ৩৭.খ ৩৮.খ ৩৯.খ ৪০.ক

মো. মাজেদুল হক খান, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)