এসএসসি ২০২২ - হিসাববিজ্ঞান | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১২১-১৩০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

১২১. কোনটি পরিচালন আয়?

ক. উপভাড়া

খ. শিক্ষানবিশ সেলামি

গ. সেবা আয়

ঘ. বিনিয়োগের সুদ

১২২. আমদানি শুল্ক কোন ব্যয়ের অন্তর্ভুক্ত?

ক. পরিচালন ব্যয়

খ. বিক্রীত পণ্যের ব্যয়

গ. পরোক্ষ ব্যয়

ঘ. অন্যান্য ব্যয়

১২৩. বিক্রীত পণ্যের ব্যয়ের সঙ্গে মোট মুনাফা যোগ করলে কী পাওয়া যায়?

ক. বিক্রয় মূল্য

খ. ক্রয় মূল্য

গ. পরিচালন মুনাফা

ঘ. নিট মুনাফা

১২৪. বিশদ আয় বিবরণীতে কোনটি লিপিবদ্ধ হয়?

ক. মুনাফাজাতীয় আয় ও ব্যয়

খ. মূলধনজাতীয় আয় ও ব্যয়

গ. মুনাফাজাতীয় প্রাপ্তি

ঘ. মূলধনজাতীয় প্রাপ্তি

১২৫. কোনটি প্রত্যক্ষ খরচ?

ক. বাট্টা খ. প্রশিক্ষণ ভাতা

গ. বহিঃপরিবহন ঘ. জাহাজভাড়া

১২৬. নিচের কোনটি পরিচালন ব্যয়?

ক. আমদানি শুল্ক

খ. রপ্তানি শুল্ক

গ. বিবিধ ক্ষতি

ঘ. ঋণের সুদ

১২৭. কোনটি অন্যান্য খরচ?

ক. ঋণের সুদ খ. ভাড়া

গ. অফিস খরচ ঘ. কমিশন

১২৮. শিক্ষানবিশ সেলামি ও বিমা সেলামি—

ক. দুটির একই অর্থ

খ. দুটির অর্থই ভিন্ন

গ. উভয়টিই খরচ

ঘ. পরোক্ষ পরিচালন ব্যয়

১২৯. ডেবিট নোট কে তৈরি করে?

ক. ক্রেতা খ. বিক্রেতা

গ. সরবরাহকারী ঘ. উৎপাদক

১৩০. বিক্রয় ফেরত জাবেদার উৎস দলিল কোনটি?

ক. চালান খ. ডেবিট নোট

গ. ক্রেডিট নোট ঘ. ভাউচার

সঠিক উত্তর

১২১.গ ১২২.খ ১২৩.ক ১২৪.ক ১২৫.ঘ ১২৬.খ ১২৭.ক ১২৮.খ ১২৯.ক ১৩০.গ

মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১১-১২০)