এইচএসসি ২০২২ - ভূগোল ১ম পত্র | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

২১. বায়ুমণ্ডলের ওজোনস্তরকে ধ্বংস করে কোন গ্যাস?

ক. CFC খ. CH⁴

গ. CO² ঘ. N²O³

২২. বায়ুমণ্ডলের ওজোনস্তরকে ধ্বংস করে কোন গ্যাস?

ক. ওজোন

খ. নাইট্রাইট

গ. সালফার ডাই–অক্সাইড

ঘ. হিলিয়াম

নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

নয়ন তার গ্রাম থেকে ঢাকায় এসে দেখে সেখানে কলকারখানা, যানবাহন সবই বেশি। এ কারণে ঢাকায় বায়ু বেশি দূষিত। এর ফলে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে।

২৩. উদ্দীপকে উল্লিখিত দূষণে কোন গ্যাসটি অধিক দায়ী?

ক. ওজোন

খ. নাইট্রোজেন

গ. সালফার ডাই–অক্সাইড

ঘ. হিলিয়াম

২৪. উক্ত দূষণের ফলে হতে পারে—

i. চক্ষু জ্বালা

ii. ফুসফুসের ব্যাধি

iii. টাইফয়েড

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

২৫. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত?

ক. ২১.০৮% খ. ৭৮.০৮%

গ. ৯৮.০৮% ঘ. ৯৯.০৮%

২৬. কোনটি বায়ুদূষক?

ক. পলিথিন খ. হর্নের শব্দ

গ. দাবানল ঘ. ডিটারজেন্ট

২৭. রেফ্রিজারেটর ব্যবহারে কোন গ্যাস নির্গত হয়?

ক. কার্বন ডাই–অক্সাইড

খ. কার্বন মনোক্সাইড

গ. ক্লোরোফ্লুরো কার্বন

ঘ. মিথেন

২৮. বায়ুমণ্ডলে CO₂ গ্যাসের পরিমাণ কত?

ক. ০.০৩% খ. ০.০৪%

গ. ০.০৫% ঘ. ০.০৯%

২৯. বায়ুর কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে?

ক. আয়নোস্ফিয়ার খ. ট্রপোস্ফিয়ার

গ. মেসোস্ফিয়ার ঘ. স্ট্র্যাটোস্ফিয়ার

নিচের উদ্দীপকটি পড়ে ৩০ ও ৩১ নম্বর প্রশ্নের উত্তর দাও।

বায়ুমণ্ডলের উপাদানগুলোর মধ্যে N₂, O₂, CO₂, N₂O ও Ar উল্লেখযোগ্য। জীবন ধারণের জন্য এই গ্যাসগুলো গুরুত্বপূর্ণ হলেও তাদের অতিরিক্ত মাত্রা জীবকুলের জন্য ক্ষতিকর।

৩০. উদ্দীপকে উল্লিখিত কোন গ্যাসটি উদ্ভিদের খাদ্য তৈরির জন্য অত্যাবশ্যক?

ক. O₂ খ. CO₂

গ. N₂O ঘ. Ar

সঠিক উত্তর

অধ্যায় ৪: ২১.ক ২২.গ ২৩.গ ২৪.ক ২৫.খ ২৬.গ ২৭.গ ২৮.ক ২৯.ক ৩০.খ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)