এইচএসসি ২০২৪ - রসায়ন ২য় পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

৫১. নিচের কোনটি লুইস ক্ষার?

ক. NF3 খ. BF3

গ. AlCl3 ঘ. CO2

৫২. অক্ষ–ক্ষারকের ইলেকট্রনীয় মতবাদ কত সালে উপস্থাপন করা হয়?

ক. ১৭২৩ খ. ১৮২৩

গ. ১৮৪৬ ঘ. ১৯২৩

৫৩. লুইস ক্ষারকে কোন ধরনের বন্ধন বিদ্যমান?

ক. আয়নিক বন্ধন

খ. সমযোজী বন্ধন

গ. সন্নিবেশ বন্ধন

ঘ. সন্নিবেশ সমযোজী বন্ধন

৫৪. অ্যাসিডের সংখ্যা বৃদ্ধি পেয়েছে কোন তত্ত্বে?

ক. লুইস তত্ত্বে

খ. ব্রনস্টেড তত্ত্বে

গ. আরহেনিয়াস তত্ত্বে

ঘ. প্রোটনীয় মতবাদে

৫৫. পান করার উপযোগী পানিতে BOD এর গ্রহণযোগ্য মাত্রা কত?

ক. 1-2 ppm খ. 2-3 ppm

গ. 4-6 ppm ঘ. 8-9 ppm

আরও পড়ুন

৫৬. পানির অস্থায়ী খরতার জন্য দায়ী কোনটি?

ক. SO42- খ. CO32-

গ. Cl- ঘ. HCO3-

৫৭. পানীয় জলে WHO কর্তৃক অনুমোদিত pH মান কত?

ক. 3.5 থেকে 6.4

খ. 6.5 থেকে 8.5

গ. 7.5 থেকে 12.0

ঘ. 9.5 থেকে 12.0

৫৮. কৃষিকাজে সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড কোনটি?

ক. TDS খ. pH

গ. COD ঘ. BOD

৫৯. পানিতে অণুজীব বেঁচে থাকার জন্য DO এর পরিমাণ কত?

ক. (2-3) ppm খ. (4-8) ppm

গ. (6-15) ppm ঘ. (20-25) ppm

৬০. WHO এর মানদণ্ড অনুযায়ী পানীয় জলের ক্ষেত্রে আদর্শ pH কত?

ক. 3-5 খ. 4-6

গ. 5.5-7.5 ঘ. 6.5-8.5

সঠিক উত্তর

অধ্যায় ১: ৫১.ক ৫২.ঘ ৫৩.ঘ ৫৪.ক ৫৫.ক ৫৬.ঘ ৫৭.খ ৫৮.খ ৫৯.খ ৬০.ঘ

এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

আরও পড়ুন