এইচএসসি ২০২৪ - রসায়ন ২য় পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

৩১. ভ্যানডার ওয়ালস সমীকরণ আদর্শ গ্যাসের সমীকরণে পরিণত হয় কোন শর্তে?

ক. চাপ উচ্চ ও তাপমাত্রা নিম্ন

খ. চাপ ও তাপমাত্রা নিম্ন

গ. চাপ খুব নিম্ন ও তাপমাত্রা খুব উচ্চ

ঘ. চাপ উচ্চ

৩২. ভ্যানডার ওয়ালস ধ্রুবক (a ও b) এর মান কোনটির ওপর নির্ভর করে?

ক. গ্যাসের আয়তন

খ. গ্যাসের তাপমাত্রা

গ. গ্যাসের প্রকৃতি

ঘ. গ্যাসের ঘনমাত্রা

৩৩. অ্যাসিড বৃষ্টিতে কোন অ্যাসিডের ভূমিকা সবচেয়ে কম?

ক H2SO4 খ. HNO3

গ. H2CO3 ঘ. HCl

৩৪. স্বাভাবিক বৃষ্টির পানির pH কত?

ক. 1.8-5.5 খ. 5-6

গ. 6-7 ঘ. 7.5-8.5

৩৫. কোনটির প্রভাবে অ্যাসিড বৃষ্টির সৃষ্টি হয়?

ক. SOx খ. NOx

গ. CF2Cl2 ঘ. SOx,NOx

আরও পড়ুন

৩৬. মোটরগাড়িতে ব্যবহৃত জীবাশ্ম জ্বালানির দহনের ফলে কোন গ্যাস উৎপন্ন হয়?

ক. CO খ. SO2

গ. NO ঘ. NO2

৩৭. অ্যাসিড জলীয় দ্রবণে H+ দান করে। এটি কার মতবাদ?

ক. লুইস খ. আরহেনিয়াস

গ. ব্রনস্টেড লাউরি ঘ. ডাল্টন

৩৮. কোনটি পানিতে H+ দান করতে পারে?

ক. PH3 খ. CaO

গ. HClO4 ঘ. NH3

৩৯. আরহেনিয়াস তত্ত্বানুসারে নিচের কোনটি ক্ষার?

ক. Ca(OH)2 খ. NaOH

গ. Fe(OH)2 ঘ. CaO

৪০. আরহেনিয়াস মতবাদের সাহায্যে নিচের কোনটি ব্যাখ্যা করা যায়?

গ. দহন তাপ খ. গঠন তাপ

গ. প্রশমন তাপ ঘ. বিক্রিয়া তাপ

সঠিক উত্তর

অধ্যায় ১: ৩১.গ ৩২.গ ৩৩.ঘ ৩৪.খ ৩৫.ঘ ৩৬.ক ৩৭.খ ৩৮.গ ৩৯.খ ৪০.গ

এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

আরও পড়ুন