মেডিকেল ভর্তি পরীক্ষা: পূর্ণাঙ্গ মডেল টেস্ট-২
বিশেষ নির্দেশনা: এখানে মোট ১০০টি প্রশ্ন আছে। নিচে দেওয়া নির্দেশনা মতো মডেল টেস্ট দিন। এই মডেল টেস্টটি তৈরি করেছেন ঢাকা মেডিকেলের প্রাক্তন পাঁচজন মেধাবী শিক্ষার্থী, যারা হলেন:
ডা. রিজভী তৌহিদ (জাতীয় মেধায় ১ম, ২০১৬-১৭)
ডা. মাইনুল ইসলাম সফল (জাতীয় মেধায় ১০ম, ২০১৬-১৭)
ডা. শেখ সাদী (জাতীয় মেধায় ১৫ তম, ২০১৬-১৭)
ডা. অন্তর সাহা (জাতীয় মেধায় ৩৭ তম, ২০১৬-১৭)
ডা. নাইমুল ইসলাম রাহাত (জাতীয় মেধায় ৮৫ তম, ২০১৬-১৭)
মডেল টেস্ট ৩ প্রকাশিত হবে প্রথম আলোর পড়াশোনা পাতায় ৩০ জানুয়ারি ২০২৪
যেভাবে মডেল টেস্টটি দিবেন: ঘড়ি ধরে ১ ঘন্টার একটি সময় ঠিক করে নিন। খাতা কলম নিয়ে বসুন। মডেল টেস্ট দেওয়া শুরু করলে খাতায় প্রশ্নের নম্বর লিখুন এবং এর পাশে শুধু সঠিক অপশনটি লিখুন (যেমন: 1.b)। এভাবে পুরো ১০০টি প্রশ্নের উত্তর লিখুন। সময় দেখে কতক্ষণ লাগল সেটাও লিখে রাখতে পারেন। নিচে সঠিক উত্তর দেওয়া আছে, সেটির সঙ্গে আপনার খাতায় লিখে রাখা উত্তর মিলিয়ে নিন। আগামীকাল প্রকাশিত হবে মডেল টেস্ট ২-এর সঠিক উত্তরের সাথে ব্যাখ্যা। সেখান থেকে প্রয়োজনে উত্তরের সঙ্গে দেওয়া ব্যাখ্যাও দেখে নিতে পারেন।
১. দুটি পাশাপাশি কোষের প্রোটোপ্লাজম কী দ্বারা যুক্ত থাকে?
ক. মাইক্রোভিলাই
খ. প্লাজমা মেমব্রেন
গ. ডেসমোসম
ঘ. প্লাজমোডেসমাটা
২. গোলাকার ক্লোরোপ্লাস্ট কোথায় পাওয়া যায়?
ক. Chlamydomonas
খ. Ulothrix
গ. Pithophora
ঘ. Zygnema
৩. DNA–এর কার্যকরী একককে কী বলে?
ক. রেকন
খ. সিস্ট্রন
গ. এক্সন
ঘ. ইনট্রন
৪. পাশাপাশি দুটি মনোনিউক্লিওটাইডের দূরত্ব কত?
ক. 20A°
খ. 0.2A°
গ. 34A°
ঘ. 3.4A°
৫. কোনটির জাইলেম ইংরেজি Y বা V আকৃতির মতো?
ক. একবীজপত্রী কাণ্ডে
খ. একবীজপত্রী মূলে
গ. দ্বিবীজপত্রী কাণ্ডে
ঘ. দ্বিবীজপত্রী মূলে
৬. যে ক্রোমোজোমের বাহুদ্বয় সমদৈর্ঘ্য বিশিষ্ট, তাকে কী বলা হয়?
ক. মধ্যকেন্দ্রিক
খ. উপমধ্যকেন্দ্রিক
গ. প্রান্তকেন্দ্রিক
ঘ. উপপ্রান্তকেন্দ্রিক
৭. নিম্নের কোনটি শ্বসন অঞ্চল নয়?
ক. শ্বসন ব্রঙ্কিওল
খ. প্রান্তীয় ব্রঙ্কিওল
গ. অ্যালভিওলাস
ঘ. অ্যাট্রিয়াম
৮. হাইড্রার দেহের ক্ষুদ্রতম নেমাটোসিস্ট কোনটি?
ক. স্টিনোটিল
খ. ভলভেন্ট
গ. স্ট্রেপটোলিন
ঘ. স্টেরিওলিন
৯. অ্যাম্পুলা অব ভ্যাটার কোথায় উন্মুক্ত হয়?
ক. পিত্তথলিতে
খ. ডিওডেনামে
গ. যকৃতে
ঘ. অগ্ন্যাশয়
১০. রুই মাছের ভেন্ট্রাল অ্যাওর্টার গোড়া স্ফীত হয়ে কী তৈরি করে?
ক. বাল্বাস আর্টারিওসাস
খ. বাল্বাস ভেন্ট্রিওল
গ. সাইনাস ভেনোসাস
ঘ. ব্রঙ্কিয়াল ধমনী
১১. স্বাভাবিক অবস্থায় রক্ত জমাট বন্ধ না হওয়ার জন্য দায়ী প্রোটিনটি কোথা থেকে নিঃসৃত হয়?
ক. মনোসাইট
খ. হেপারিন
গ. ইওসিনোফিল
ঘ. বেসোফিল
১২. প্রথম কশেরুকার অপর নাম কী?
ক. অ্যাক্সিস
খ. অ্যাটলাস
গ. লাম্বার
ঘ. স্যাক্রাল
১৩. দুধ দাঁতে অনুপস্থিত থাকে কোনটি?
ক. ইন্সিসর
খ. ক্যানাইন
গ. প্রিমোলার
ঘ. মোলার
১৪. মাকড়সার জাল কোন ধরনের প্রোটিন দ্বারা নির্মিত?
ক. গ্লাইকোপ্রোটিন
খ. স্ক্লেরোপ্রোটিন
গ. ফসফোপ্রোটিন
ঘ. সালফোপ্রোটিন
১৫. কোনটি মানবদেহে প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করে?
ক. ত্বক
খ. B - কোষ
গ. মাস্ট কোষ
ঘ. ম্যাক্রফেজ
১৬. মিয়োসিসে বাইভেলেন্ট হোমোলোগাস ক্রোমোজোম তৈরি শুরু হয় কোন পর্যায়ে?
ক. লেপ্টোটিন
খ. জাইগোটিন
গ. প্যাকাইটিন
ঘ. ডিপ্লোটিন
১৭. Molecular scissors বলা হয় কোনটিকে?
ক. DNA ligase
খ. Reverse
গ. DNA gyrase
ঘ. Restriction endonuclease
১৮. কোনটি নন–রিডিউসিং সুগার?
ক. গ্লুকোজ
খ. সুকরোজ
গ. ফ্রুকটোজ
ঘ. ল্যাকটোজ
১৯. কাইটিনসমৃদ্ধ কোষপ্রাচীর কোথায় দেখা যায়?
ক. ব্যাকটেরিয়া
খ. ছত্রাক
গ. শৈবাল
ঘ. ফার্ন
২০. রক্ততঞ্চনকাল কত মিনিট?
ক. 1-8
খ. 1-4
গ. 3-8
ঘ. 4-5
২১. হৃৎপিণ্ডের অবস্থা বা কার্যক্ষমতা ভালোভাবে জানা যায় কোনটির মাধ্যমে?
ক. এক্স–রে
খ. ইসিজি
গ. ইটিটি
ঘ. BNP
২২. AB ব্লাড গ্রুপকে কী বলা হয়?
ক. Universal donor
খ. Universal receiver
গ. International donor
ঘ. International receiver
২৩. ডিম্বকে নিষেক–পরবর্তী দশা কোনটি?
ক. ভ্রূণ
খ. ফল
গ. বীজ
ঘ. পোড়ার
২৪. ঘাসফড়িংয়ের শ্রবণাঙ্গ কোনটি?
ক. টিমপেনাম
খ. এন্টেনা
গ. ম্যাক্সিলারি পাল্প
ঘ. প্লানুলা প্যাড
২৫. সালোকসংশ্লেষণের সময়ে পানি থেকে ইলেকট্রন পরিবহন করতে কোন আয়নগুলো সহায়তা করে?
ক. Fe,Cu
খ. Na,Mg
গ. Na,Cl
ঘ. Mn, Cl
২৬. রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক বলা হয় কাকে?
ক. Liver
খ. Spleen
গ. heart
ঘ. Stomach
২৭. নিচের কোন উদ্ভিদে হাইডাথোড দেখা যায়?
ক. শসা
খ. বেগুন
গ. কচু
ঘ. মরিচ
২৮. হৃৎপেশির কোষে নিউক্লিয়াস সংখ্যা কত?
ক. 1
খ. 2
গ. 3
ঘ. 4
২৯. জীবন্ত জীবাশ্ম বলা হয় কাকে?
ক. Cycas
খ. Gnetum
গ. Pteris
ঘ. Selaginella
৩০. নিচের কোন উদ্ভিদের সালোকসংশ্লেষণের প্রথম স্থায়ী পদার্থ ৩-ফসফোগ্লিসারিক অ্যাসিড?
ক. ইক্ষু
খ. ভুট্টা
গ. চিনা ঘাস
ঘ. আম
৩১. ক্যালরি একক গ্যাস ধ্রুবকের মান কত?
ক. 8.314 Jmol-1K-1
খ. 0.082 cal mol-1K-1
গ. 1.987 cal mol-1K-1
ঘ. 8.32x107 erg mol-1K-1
৩২. নিচের কোন যৌগে নাইট্রাইল কার্যকরী মূলকটি বিদ্যমান?
ক. CH3NO
খ. CH3CN
গ. NH4CO
ঘ. CH3NH2
৩৩. নিচের কোন পরীক্ষা দ্বারা কার্বনিল মূলক শনাক্ত করা যায়?
ক. Br2 দ্রবণ
খ. 2:4-DNP
গ. অ্যাক্রোলিন পরীক্ষা
ঘ. লুকাস বিকারক
৩৪. নিচের কোনটি নিউক্লিওফাইলের অন্তর্ভুক্ত নয়?
ক. NH₃
খ. SO₂
গ. H₂O
ঘ. AICI₃
৩৫. নিচের কোনটি সবল তড়িৎ বিশ্লেষ্যের অন্তর্ভুক্ত?
ক. KOH
খ. CH3COOH
গ. HF
ঘ. CCl4
৩৬. নিচের কোনটির ক্ষেত্রে বোর পরমাণু মডেল বর্ণালির ব্যাখ্যা দিতে পারে?
ক. Li2+
খ. Br2+
গ. H+
ঘ. He2+
৩৭. ওজোন স্তর ক্ষয়ের একক বলা হয় কোনটিকে?
ক. থমসন
খ. ডবসন
গ. পিপিএম
ঘ. পাউন্ড
৩৮. WHO অনুযায়ী পানির গ্রহণযোগ্য BOD–এর মান কত?
ক. 6.5-8.5 ppm
খ. 10 ppm
গ. 6.0 ppm
ঘ. 100 ppm
৩৯. নিচের কোনটি গাঠনিক সমানুতা নয়?
ক. অবস্থান সমানুতা
খ. কার্যকরী মূলক সমানুতা
গ. মেটামারিজম
ঘ. জ্যামিতিক সমানুতা
৪০. কোন যৌগটি ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শন করে না?
ক. মিথান্যাল
খ. অ্যাসিট্যালডিহাইড
গ. ট্রাইমিথাইল অ্যাসিট্যালডিহাইড
ঘ. বেনজালডিহাইড
৪১. নিচের কোন শর্তে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে?
ক. E₀cell > 0
খ. E₀cell <0
গ. E₀cell = 0
ঘ. E₀cell=-1
৪২. একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের সর্বোচ্চ কয়টি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না?
ক. 1
খ. 3
গ. 2
ঘ. 4
৪৩. কোন আলোকরশ্মির ফ্রিকোয়েন্সি বেশি হবে?
ক. UV-ray
খ. X-ray
গ. IR-ray
ঘ. Radio Wave
৪৪. অ্যাক্রোলিন পরীক্ষা দ্বারা কোনটি শনাক্ত করা হয়?
ক. ইথান্যাল
খ. ইথানল
গ. গ্লিসারিন
ঘ. গ্লুকোজ
৪৫. ক্লিমেনসেন বিজারণে বিজারক কোনটি?
ক. Zn-Hg + HCl (গাঢ়)
খ. Ni/Pt চূর্ণ + H₂
গ. Zn(OH)2 + HCI
ঘ. LiAlH4
৪৬. কোন যৌগটি বেশি ক্ষারধর্মী হয়?
ক. অ্যানিলিন
খ. প্রাইমারি অ্যামিন
গ. টারশিয়ারি অ্যামিন
ঘ. সেকেন্ডারি অ্যামিন
৪৭. 4g He–এর জন্য আদর্শ গ্যাস সমীকরণ কোনটি?
ক. PV=RT
খ. 2PV=RT
গ. PV=4RT
ঘ. PV=2RT
৪৮. নিচের কোনটি প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্টের অন্তর্ভুক্ত নয়?
ক. বিটা-ক্যারোটিন
খ. টকোফেরল
গ. সেলেনিয়াম
ঘ. সালফাইট লবণ
৪৯. নিচের কোন মৌলটিকে চুম্বকে পরিণত করা যায়?
ক. Ti
খ. Ni
গ. Mn
ঘ. Cu
৫০. 32g O2 গ্যাসে কয়টি অণু থাকে?
ক. 6875×1019 টি
খ. 011×1023 টি
গ. 6.02×1023 টি
ঘ. 24.088×1023 টি
৫১. কোনটি প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার?
ক. ক্যালোমেল তড়িৎদ্বার
খ. গ্যাস তড়িৎদ্বার
গ. হাইড্রোজেন তড়িৎদ্বার
ঘ. জারণ-বিজারণ তড়িৎদ্বার
৫২. কোনটি লুইস অ্যাসিড?
ক. H2O
খ. CN
গ. NH3
ঘ. LiCl
৫৩. কোনটি জৈব যৌগের প্রাচুর্যের কারণ নয়?
ক. ক্যাটেনেশন
খ. সমানুতা
গ. বিভাজন
ঘ. পলিমারকরণ
৫৪. নিচের কোনটি উভধর্মী অক্সাইডের অন্তর্ভুক্ত নয়?
ক. BeO
খ. PbО2
গ. Al2O3
ঘ. BaO
৫৫. SN1 বিক্রিয়া কয় ধাপে ঘটে?
ক. 1
খ. 2
গ. 3
ঘ. 4
৫৬. বয়েলের সূত্রে কোনটি অপরিবর্তিত থাকে?
ক. তাপমাত্রা
খ. চাপ
গ. আয়তন
ঘ. এনট্রপি
৫৭. একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ায় এর দোলনকালের কী রকম পরিবর্তন হবে?
ক. বৃদ্ধি পাবে
খ. অপরিবর্তিত
গ. হ্রাস পাবে
ঘ. কোনোটি নয়
৫৮. পোস্ট অফিস বক্স নিচের কোন নিয়মটি মেনে চলে?
ক. ওহমের সূত্র
খ. জুলের সূত্র
গ. হুইটস্টন ব্রিজের নীতি
ঘ. ফ্যারাডের সূত্র
৫৯. দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়ে একটি অণু যেই পথ অতিক্রম করে তাকে কী বলে?
ক. মুক্তপথ
খ. গড় মুক্তপথ
গ. সংকট পথ
ঘ. ক্রান্তি পথ
৬০. দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব তিন গুণ হলে বলে কত গুণ হবে?
ক. 9 গুণ
খ. 3 গুণ
গ. 1/9 গুণ
ঘ. ⅓ গুণ
৬১. তড়িৎ প্রাবল্যের একক কী?
ক. Nm
খ. V
গ. N
ঘ. NC-1
৬২. কার্নো চক্রের প্রথম ধাপের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
ক. তাপমাত্রা স্থির থাকে
খ. অন্থস্থ শক্তি বৃদ্ধি পায়
গ. তাপ স্থির থাকে
ঘ. তাপমাত্রা হ্রাস পায়
৬৩. বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম হলে বাষ্পায়ন—
ক. একই হবে
খ. তাড়াতাড়ি হবে
গ. ধীরে হবে
ঘ. হবেই না
৬৪. নিচের কোনটি মৌলিক রাশি?
ক. চার্জ
খ. তড়িৎ প্রবাহ
গ. কুলম্ব
ঘ. চাপ
৬৫. সান্দ্রতাঙ্কের মাত্রা কোনটি?
ক. ML-2T-1
খ. MLT-1
গ. ML-1T-1
ঘ. MLT
৬৬. ফ্রনহফার শ্রেণির অপবর্তন সৃষ্টি করা হয় কোনটি দ্বারা?
ক. খাড়া ধার
খ. একক রেখা ছিদ্র
গ. সরু তার
ঘ. অল্প পরিসর ছিদ্র
৬৭. কোন প্রকার কণার পারস্পরিক বিনিময়ের দ্বারা সবল নিউক্লীয় বল ক্রিয়াশীল হয়?
ক. ফোটন
খ. বোসন
গ. মেসন
ঘ. গ্রাভিটন
৬৮. সবচেয়ে বেশি আধান থাকে আহিত বস্তুর—
ক. কেন্দ্রে
খ. অবতল তলে
গ. সমতল তলে
ঘ. উত্তল তলে
৬৯. নিউক্লীয় বিক্রিয়ায় নিচের কোন ভৌত রাশিটি সংরক্ষিত হয় না?
ক. রৈখিক ভরবেগ
খ. কৌণিক ভরবেগ
গ. ক্ষমতা
ঘ. সমতা
৭০. নিচের কোনটি প্যারাচৌম্বক পদার্থ?
ক. ক্রোমিয়াম
খ. কোবাল্ট
গ. নিকেল
ঘ. বিসমাথ
৭১. কাজের অভিকর্ষীয় একক নিচের কোনটি?
ক. জুল
খ. নিউটন - মিটার
গ. কেজি - মিটার
ঘ. নিউটন/মিটার
৭২. নিচের কোনটি দিক রাশি?
ক. ভর
খ. বৈদ্যুতিক বিভব
গ. বল দ্রুতি
ঘ. বল
৭৩. বিষুব অঞ্চলে g এর মান কত?
ক. 9.790 ms-2
খ. 9.780ms-2
গ. 9.7835 ms-2
ঘ. 9.832 ms
৭৪. সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত?
ক. 0 sec
খ. 0.5 sec
গ. 1 sec
ঘ. 2 sec
৭৫. 1kwH= কত জুল?
ক. 1.6×106
খ. 1000
গ. 3.6×106
ঘ. 3600
৭৬. Choose the correct spelling:
ক. inflammation
খ. inflemation
গ. inflarnetion
ঘ. Infllamation
৭৭. Have you ever been ____ New York? Which is the correct use of preposition?
ক. in
খ. to
গ. Of
ঘ. for
৭৮ . The synonym of 'genesis' is-
ক. quenching
খ. expedition
গ. discarding
ঘ. beginning
৮৯. Passive form of 'He gave me a pen' is-
ক. A pen was given to me by him.
খ. A pen is given to me by him.
গ. A pen was being given to me by him.
ঘ. A pen is being given to me by him.
৮০. Change the narration of He said, "Good morning, can you help me."
ক. He wished him good morning and asked whether he could help him.
খ. He wished him good morning and asked for help him
গ. He told good morning and asked whether he can help him.
ঘ. He wished him good morning and requested to help him.
৮১. Choose the simple form of the sentence: If you help me, I will help you.
ক. In case you help me I will help you.
খ. In case of your helping me I will help you.
গ. By your help I will help you.
ঘ. Despite your help, I will help you.
৮২. He heard the girl ____ in a melodious voice.
ক. Sing
খ. Singing
গ. Sang
ঘ. have sung
৮৩. What is the verb form of “union”?
ক. Unite
খ. Unity
গ. Unit
ঘ. Uniteness
৮৪. “I will not let him escape”. In this sentence “escape” is-
ক. Bare infinitive
খ. Gerund
গ. Participle
ঘ. Verbal noun
৮৫. “The teacher has repeated herself twice.” here “herself” is-
ক. Verb
খ. Adverb
গ. Adjective
ঘ. Pronoun
৮৬. Translate: কখন থেকে বৃষ্টি হচ্ছে?
ক. From when is it raining?
খ. Since when is it raining?
গ. Since when has it been raining?
ঘ. From when has it been raining?
৮৭. Choose the correct sentence:
ক. All that glitters is to be not gold.
খ. All that glitters is not gold.
গ. All that glitters are not gold.
ঘ. All that glitter are not gold.
৮৮. Synonym of ‘Pertinent’—
ক. Particular
খ. Disturbed
গ. Relevant
ঘ.Penetrate
৮৯. You are prone __ idleness.
ক. For
খ. To
গ. with
ঘ. After
৯০. ‘At dagger's drawn’ means—
ক. Very slowly
খ. In disorder
গ. On the point of fighting
ঘ. In a nutshell
৯১. স্বাধীনতা স্তম্ভ কোথায় অবস্থিত?
ক. মেহেরপুর
খ. সোহরাওয়ার্দী উদ্যান
গ. ঢাকা সেনানিবাস
ঘ. রাজশাহী বিশ্ববিদ্যালয়
৯২. বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ওপর ভিত্তি করে যে ছায়াছবি নির্মিত হয়েছে তার নাম কী?
ক. ওরা 11 জন
খ. আলোর মিছিল
গ. অস্তিত্বে আমার দেশ
ঘ. জন্মভূমি
৯৩. আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে?
ক. জগজিৎ সিং অরোরা
খ. বঙ্গবন্ধু
গ. তাজউদ্দীন আহমদ
ঘ. এ কে খন্দকার
৯৪. বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা কে?
ক. অ্যালেন গিনেসবার্গ
খ. ডব্লিউ এইচ ওডারল্যান্ড
গ. জর্জ হ্যারিসন
ঘ. মাইক রবিন
৯৫. স্বাধীনতার পর প্রকাশিত প্রথম স্মারক ডাকটিকিটে কিসের ছবি ছিল?
ক. কেন্দ্রীয় শহীদ মিনার
খ. স্মৃতিসৌধ
গ. ভাষাশহীদদের অবয়ব
ঘ. বাংলাদেশের মানচিত্র
৯৬. মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী সচিবালয় (সদর দপ্তর) কোথায় ছিল?
ক. মুজিবনগর
খ. বেনাপোল
গ. করিমগঞ্জ
ঘ. ৮ নং থিয়েটার, কলকাতা
৯৭. ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতাটির রচয়িতা কে?
ক. অ্যালেন গিনসবার্গ
খ. উইলিয়াম ওডারল্যান্ড
গ. উইলিয়াম নেদারল্যান্ড
ঘ. জর্জ হ্যারিসন
৯৮. শেখ মুজিবুর রহমান কবে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন?
ক. ১৯৫৫
খ. ১৯৬৩
গ. ১৯৭২
ঘ. ১৯৬৬
৯৯. জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তব্য দেন?
ক. স্বস্তি পরিষদে
খ. সাধারণ পরিষদের অধিবেশনে
গ. ইউনেসকোতে
ঘ. ইকোসোকে
১০০. বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত?
ক. মেঘনার মোহনায়
খ. সুন্দরবনের দক্ষিণে
গ. পদ্মা ও যমুনার সংযোগস্থলে
ঘ. টেকনাফের দক্ষিণে
উত্তর:
১.ঘ, ২.গ, ৩.খ, ৪.ঘ, ৫.ক, ৬.ক, ৭.খ, ৮.ঘ, ৯.খ, ১০.ক,
১১.ঘ, ১২.খ, ১৩.গ, ১৪.খ, ১৫.ক, ১৬.খ, ১৭.ঘ, ১৮.খ, ১৯.খ, ২০.ঘ,
২১.গ, ২২.খ, ২৩.গ, ২৪.ক, ২৫.ঘ, ২৬.খ, ২৭.গ, ২৮.ক, ২৯.ক, ৩০.ঘ,
৩১.গ, ৩২.খ, ৩৩.খ, ৩৪.ঘ, ৩৫.ক, ৩৬.ক, ৩৭.খ, ৩৮.গ, ৩৯.ঘ, ৪০.খ,
৪১.ক, ৪২.দ, ৪৩.খ, ৪৪.গ, ৪৫.ক, ৪৬.ঘ, ৪৭.ক, ৪৮.ঘ, ৪৯.খ, ৫০.গ,
৫১.গ, ৫২.ঘ, ৫৩.গ, ৫৪.ঘ, ৫৫.খ, ৫৬.ক, ৫৭.ক, ৫৮.গ, ৫৯.ক, ৬০.গ,
৬১.ঘ, ৬২.ক, ৬৩.খ, ৬৪.খ, ৬৫. গ, ৬৬.খ, ৬৭.গ, ৬৮.ঘ, ৬৯.গ, ৭০.ক,
৭১.গ, ৭২.ঘ, ৭৩.খ, ৭৪.খ, ৭৫.গ, ৭৬.ক, ৭৭.খ, ৭৮.ঘ, ৭৯.ক, ৮০.ক,
৮১.খ, ৮২.খ, ৮৩.ক, ৮৪.ক, ৮৫.ঘ, ৮৬.গ, ৮৭.খ, ৮৮.গ, ৮৯.খ, ৯০.গ,
৯১.খ, ৯২.গ, ৯৩.ঘ, ৯৪.খ, ৯৫.ক, ৯৬.ঘ, ৯৭.ক, ৯৮.ঘ, ৯৯.খ, ১০০.খ