শক্তিস্তর ও ইলেকট্রন বিন্যাস - রসায়ন ১ম পত্র, অধ্যায় ২ | এইচএসসি ২০২৪
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ২
১২. আকাশি আলোর তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে ছোট তরঙ্গদৈর্ঘ্যের আলো কোনটি?
ক. নীল খ. সবুজ
গ. কমলা ঘ. লাল
১৩. অবিশুদ্ধ বেনজয়িক অ্যাসিডকে বিশোধন করার পদ্ধতির নাম কী?
ক. আংশিক পাতন খ. বাষ্পপাতন
গ. ঊর্ধ্বপাতন ঘ. নিম্নচাপ পাতন
১৪. কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে আউফবাউ নীতির ব্যতিক্রম দেখা যায়?
ক. Cu খ. Co
গ. Mn ঘ. Fe
১৫. অজৈব লবণের ক্ষারীয়মূলক বিশ্লষণে কোন শিখা ব্যবহৃত হয়?
ক. অনুজ্জ্বল
খ. অন্তঃস্থ নীল বিজারণ শিখা
গ. বিজারণ শিখা ঘ. উজ্জ্বল
১৬. শিখা পরীক্ষায় কোন মৌলটি বর্ণ দেখায়?
ক. Be খ. K
গ. Mg ঘ. Zn
১৭. রিডবার্গ ধ্রুবক RH এর মান কত?
ক. 109678 cm-1 খ. 10967.8 cm-1
গ. 109678 m-1 ঘ. 109678 mm-1
১৮. চৌম্বকক্ষেত্র দ্বারা কোনটির বিচ্যুতি ঘটে?
ক. আলফা রশ্মি খ. X–রশ্মি
গ. গামা রশ্মি ঘ. আলোক রশ্মি
১৯. পরমাণুতে অরবিটালের ধারণা নিচের কোনটি থেকে পাওয়া যায়?
ক. বোর পরমাণু মডেল
খ. রাদারফোর্ড পরমাণু মডেল
গ. কোয়ান্টাম বলবিদ্যা
ঘ. আউফবাউ নীতি
২০. নিউক্লিয়াসের ব্যাস কোনটি?
ক. 10-5 cm খ. 10-13 cm
গ. 10-12 cm ঘ. 10-15 cm
২১. কোনটি রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা?
ক. বর্ণালির ব্যাখ্যা দিতে না পারা
খ. পরমাণুর চার্জশূন্যতা
গ. পরমাণুর ভর সঞ্চারণ
ঘ. নিউক্লিয়াসের ভরই পরমাণুর ভরের সমান
২২. বোর পরমাণু মডেলের ভিত্তি কোন তত্ত্ব?
ক. কোয়ান্টাম তত্ত্ব
খ. স্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ
গ. রাদারফোর্ডের মডেল
ঘ. থমসনের পুডিং মডেল
২৩. তড়িৎক্ষেত্র বর্ণালি রেখাগুচ্ছের বিভাজনকে কী বলা হয়?
ক. ফটো–ইলেকট্রিক প্রভাব
খ. স্টার্ক প্রভাব
গ. জিম্যান প্রভাব
ঘ. তড়িৎ চৌম্বকীয় প্রভাব
২৪. পরমাণুতে অরবিটালের ধারণা নিচের কোনটি থেকে পাওয়া যায়?
ক. আউফবাউ নীতি
খ. কোয়ান্টাম বলবিদ্যা
গ. বোর পরমাণু মডেল
ঘ. রাদারফোর্ড পরমাণু মডেল
২৫. কোনটি শক্তিস্তরে অরবিটালসংখ্যা নির্ণয়ের সূত্র?
ক. 2(2n+1) খ. 2n+1
গ. 2n2 ঘ. n2
২৬. একটি অরবিটালে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকে?
ক. ২টি খ. ৬টি
গ. ১০টি ঘ. ১৪টি
২৭. পরমাণুর তৃতীয় শক্তিস্তরে মোট অরবিটাল সংখ্যা কত?
ক. ৩টি খ. ৪টি
গ. ৮টি ঘ. ৯টি
২৮. পরমাণুর f উপস্তরের চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান কয়টি?
ক. একটি খ. তিনটি
গ. পাঁচটি ঘ. সাতটি
২৯. প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা জানা যায় কোনটি?
ক. পরমাণুর আকার
খ. ইলেকট্রনের ঘূর্ণন
গ. ত্রিমাত্রিক দিকবিন্যাস
ঘ. পরমাণুর আকৃতি
৩০. কোনো শক্তিস্তরে উপস্তরের সংখ্যা কয়টি?
ক. nটি খ. n2টি
গ. 2nটি ঘ. (2n+1)টি
৩১. অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা কী প্রকাশ করে?
ক. দিক খ. ঘনত্ব
গ. আকার ঘ. আকৃতি
৩২. ইলেকট্রনের অরিয়েন্টেশন বোঝানোর জন্য কোন কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়?
ক. প্রধান কোয়ান্টাম সংখ্যা
খ. সহকারী কোয়ান্টাম সংখ্যা
গ. চৌম্বক কোয়ান্টাম সংখ্যা
ঘ. স্পিন কোয়ান্টাম সংখ্যা
৩৩. ইলেকট্রনের ত্রিমাত্রিক বিন্যাস কিসের ওপর নির্ভর করে?
ক. চৌম্বক ক্ষেত্র
খ. মহাকর্ষীয় বিভব
গ. দুর্বল নিউক্লিও বল
ঘ. সবল নিউক্লিও বল
৩৪. চৌম্বক ক্ষেত্রে বর্ণালির সূক্ষ্ণ রেখার বিভক্তিকে কী বলে?
ক. জি–ম্যান প্রভাব খ. হুন্ডের নীতি
গ. আউফবাউ নীতি ঘ. পলির বর্জন নীতি
৩৫. কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে?
ক. 6p খ. 5d
গ. 4f ঘ. 7s
৩৬. কোন অরবিটালের শক্তি সর্বাধিক?
ক. 3p খ. 3d
গ. 4s ঘ. 3f
৩৭. কোন বিজ্ঞানী কোয়ান্টাম উপস্তর সম্পর্কে ধারণা দেন?
ক. জন ডালটন খ. রাদারফোর্ড
গ. সমারফিল্ড ঘ. নীলস বোর
৩৮. ‘ইলেকট্রন উপবৃত্তাকার পথে আবর্তন করে’— এই মতবাদ প্রদান করেন কোন বিজ্ঞানী?
ক. সমারফিল্ড খ. থমসন
গ. রাদারফোর্ড ঘ. নীলস বোর
৩৯. অরবিটাল কী?
ক. প্রধান শস্তিস্তর খ. তরঙ্গ ফাংশন
গ. পরমাণুর অবস্থানক্ষেত্র
ঘ. প্রোটনের অবস্থানক্ষেত্র
৪০. ইলেকট্রনের ত্রিমাত্রিক গতি নির্দেশ করে কোনটি?
ক. অরবিট
খ. সহকারী কোয়ান্টাম সংখ্যা
গ. অরবিটাল
ঘ. প্রধান কোয়ান্টাম সংখ্যা
৪১. অরবিটালসমূহ—
i. গোলাকার
ii. ডাম্বেলাকার
iii. ডাবল ডাম্বেলাকার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ২: ১২. ক ১৩. গ ১৪. ক ১৫. ক ১৬. খ ১৭. ক ১৮. ক ১৯. ক ২০. গ ২১. ক ২২. ক ২৩. খ ২৪. খ ২৫. ঘ ২৬. ক ২৭. ঘ ২৮. ঘ ২৯. ক ৩০. ক ৩১. ঘ ৩২. গ ৩৩. ক ৩৪. ক ৩৫. গ ৩৬. খ ৩৭. গ ৩৮. ক ৩৯. খ ৪০. গ ৪১. ঘ
এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা