অধ্যায় ১১
১১. জাতিসংঘের অঙ্গসংগঠন মোট কয়টি?
ক. ৪টি খ. ৫টি
গ. ৬টি ঘ. ৭টি
১২. কোন দুটি শহর আণবিক বোমার আঘাতে বিধ্বস্ত হয়?
ক. হিরোশিমা ও নাগাসাকি
খ. ঢাকা ও ফ্লোরিডা
গ. হিরোশিমা ও দিল্লি
ঘ. কাঠমান্ডু ও নাগাসাকি
১৩. আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত?
ক. নেদারল্যান্ডসে খ. বেলজিয়ামে
গ. ফ্রান্সে ঘ. জার্মানিতে
১৪. জাতিসংঘের প্রশাসনিক বিভাগ কোনটি?
ক. নিরাপত্তা পরিষদ
খ. অছি পরিষদ
গ. সেক্রেটারিয়েট
ঘ. সাধারণ পরিষদ
১৫. কোন সংস্থা জাতিসংঘের প্রশাসনিক কাজ পরিচালনা করে?
ক. সচিবালয়
খ. নিরাপত্তা পরিষদ
গ. সাধারণ পরিষদ
ঘ. সার্ক
১৬. জাতিসংঘের মূল উদ্দেশ্য হলো—
i. জাতিসমূহের মধ্যে সহযোগিতা সৃষ্টি
ii. বিশ্বশান্তি প্রতিষ্ঠা করা
iii. মানবাধিকার নিশ্চিত করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭. কবে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
ক. ১৯৪৫ সালে খ. ১৯৬৯ সালে
গ. ১৯৭২ সালে ঘ. ১৯৭৪ সালে
১৮. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের ভূমিকা কী ছিল?
ক. বাংলাদেশকে সৈন্য দিয়ে সাহায্য করেছিল
খ. মুক্তিযুদ্ধে যোদ্ধাদের যুদ্ধের প্রশিক্ষণ দিয়েছিল
গ. বাংলাদেশি শরণার্থীদের মানবিক সহায়তা করেছিল
ঘ. বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণ করেছিল
১৯. সর্বপ্রথম কোন দেশটিতে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কাজে অংশ নেয়?
ক. কুয়েত খ. নামিবিয়া
গ. সৌদি আরব ঘ. কঙ্গো
২০. বাংলাদেশ প্রথম শান্তি মিশনে সেনা পাঠায় কত সালে?
ক. ১৯৮৮ সালে খ. ১৯৯১ সালে
গ. ১৯৯৯ সালে ঘ. ২০০২ সালে
সঠিক উত্তর
অধ্যায় ১১: ১১.গ ১২.ক ১৩.খ ১৪.গ ১৫.ক ১৬.ঘ ১৭.ঘ ১৮.গ ১৯.খ ২০.ক
শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)