দশম শ্রেণি - ভূগোল ও পরিবেশ | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৫

৪১. রকি পর্বতের স্থানীয় বায়ুর নাম কী?

ক. খামসিন খ. চিনুক

গ. সাইমন ঘ. বোরা

৪২. বর্তমান পৃথিবীতে পরিবেশগত প্রধান সমস্যাগুলোর মধ্যে অন্যতম কোনটি?

ক. পরিবেশদূষণ খ. বিশ্ব উষ্ণায়ন

গ. পানিদূষণ ঘ. মাটিদূষণ

৪৩. এক শ বছর পূর্বের তাপমাত্রার চেয়ে বর্তমান তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পেয়েছে?

ক. ০.০৬ ডিগ্রি সেলসিয়াস

খ. ০.৬ ডিগ্রি সেলসিয়াস

গ. ০.০৬ ডিগ্রি ফারেনহাইট

ঘ. ০.৬০ ডিগ্রি ফারেনহাইট

৪৪. বৈশ্বিক উষ্ণায়নের ফলে বিশ্বের কত শতাংশ এলাকার মানুষের দুর্ভোগ বাড়বে?

ক. ৫০ শতাংশ খ. ৪০ শতাংশ

গ. ৭০ শতাংশ ঘ. ৬০ শতাংশ

৪৫. ADB-এর মতে, উষ্ণায়নের বর্তমান ধারা ২০৫০ সাল পর্যন্ত চললে দক্ষিণ এশিয়ার কত মানুষ পানি ও খাদ্যের ঝুঁকিতে পড়বে?

ক. ১৫০ কোটির বেশি

খ. ১৬০ কোটির বেশি

গ. ১৬২ কোটির বেশি

ঘ. ১৭০ কোটির বেশি

আরও পড়ুন

৪৬. ২০০৯ সালে বিশ্বব্যাংক বৈশ্বিক উষ্ণায়নের জন্য কয়টি ঝুঁকিপূর্ণ দিক চিহ্নিত করেছে?

ক. ৪টি খ. ৫টি

গ. ৭টি ঘ. ৯টি

৪৭. স্ট্রাটোমণ্ডলের আবহাওয়া শান্ত ও শুষ্ক থাকে কেন?

ক. ধূলিকণা থাকে না বলে

খ. জলীয় বাষ্প থাকে না বলে

গ. গ্যাস থাকে না বলে

ঘ. পদার্থে অনুপস্থিতির জন্য

৪৮. সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি কীভাবে প্রাণিকুল বিনষ্ট করে?

ক. অশ্মমণ্ডলে প্রবেশ করে

খ. গুরুমণ্ডলে প্রবেশ করে

গ. বায়ুমণ্ডলে প্রবেশ করে

ঘ. বায়ুমণ্ডলের বাইরে থেকে

৪৯. পৃথিবীর যেকোনো জায়গার আবহাওয়ার উপাদানগুলো কীরূপ?

ক. স্থির

খ. স্থিতিশীল

গ. নিত্য পরিবর্তনশীল

ঘ. অপরিবর্তনীয়

৫০. নিরক্ষরেখার ওপর সূর্য কীভাবে কিরণ দেয়?

ক. উল্লম্বভাবে খ. তির্যকভাবে

গ. সমান্তরালে ঘ. আড়াআড়িভাবে

সঠিক উত্তর

অধ্যায় ৫: ৪১.খ ৪২.খ ৪৩.খ ৪৪.খ ৪৫.ক ৪৬.খ ৪৭.খ ৪৮.গ ৪৯.গ ৫০.ক

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন