দ্রবণ ও অরবিটালের আকৃতি - রসায়ন ১ম পত্র, অধ্যায় ২ | এইচএসসি ২০২৪
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ২
৭৪. অধিক পরিমাণ দ্রবণকে ধীরে ধীরে ঠান্ডা করলে কী হয়?
ক. অতিসম্পৃক্ত দ্রবণ
খ. কঠিন পদার্থ
গ. সম্পৃক্ত দ্রবণ
ঘ. জৈব যৌগ
৭৫. যদি দ্রবণ তাপ ধনাত্মক হয়, তাহলে তাপমাত্রা বৃদ্ধিতে পদার্থের দ্রাব্যতার ক্ষেত্রে নিচের কোনটি ঘটবে?
ক. দ্রাব্যতা বাড়বে
খ. দ্রাব্যতা কমবে
গ. দ্রাব্যতা সমান থাকবে
ঘ. দ্রাব্যতা শূন্য হবে
৭৬. দ্রাব্যতা নির্ভর করে—
i. দ্রাবকের প্রকৃতির ওপর
ii. তাপমাত্রার ওপর
iii. চাপের ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৭. দ্রাব্যতা গুণফল নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য?
ক. অধিক দ্রবণীয় সমযোজী যৌগ
খ. অধিক দ্রবণীয় তড়িৎযোজী যৌগ
গ. স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগ
ঘ. স্বল্প দ্রবণীয় সমযোজী যৌগ
৭৮. সমআয়ন প্রভাবে—
i. দ্রাব্যতা হ্রাস পায়
ii. দ্রাব্যতা গুণফল বৃদ্ধি পায়
iii. আয়নিক গুণফল বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৯. কোন আয়ন শনাক্তকরণে নেসলার বিকারক ব্যবহৃত হয়?
ক. Cu2+ খ Zn2+
গ. NH4+ ঘ. Fe2+
৮০. Ca2+ আয়ন কোন দ্রবণে শনাক্ত করা হয়?
ক. অ্যামোনিয়াম অক্সালেট
খ. অ্যামোনিয়াম ক্লোরাইড
গ. সোডিয়াম ক্লোরাইড
ঘ. নাইট্রিক অ্যাসিড
৮১. সবচেয়ে ক্ষুদ৶ তরঙ্গ দৈর্ঘ্য কোনটি ?
ক.গামা রশ্মি খ. অতিবেগুনি রশ্মি
গ. রঞ্জন রশ্মি ঘ. মহাজাগতিক রশ্মি
৮২. p–অরবিটালের আকৃতি কেমন?
ক. বর্তুলাকার খ. গোলাকার
গ. ডাম্বেল ঘ. ডাবল ডাম্বেল
৮৩. হাইড্রোজেন বর্ণালিতে অতিবেগুনি অঞ্চলে কোন সিরিজ উৎপন্ন হয়?
ক. লাইম্যান খ. বামার
গ. প্যাশ্চেন ঘ. ফান্ড
৮৪. কোয়ান্টাম সংখ্যা বাড়লে কী ঘটে?
ক. পরমাণুর আকার কমে
খ. পরমাণুর ব্যাসার্ধ কমে
গ. পরমাণুর শক্তি বাড়ে
ঘ. কেন্দ্রমুখী বল কমে
৮৫. নিচের কোন অরবিটাল হুন্ডের নীতি প্রদর্শনে অক্ষম?
ক. s খ. p
গ. d ঘ. f
৮৬. ইলেকট্রোম্যাগনেটিক বর্ণালিতে নিচের কোনটির তরঙ্গদৈর্ঘ্য দীর্ঘ?
ক. UV–রশ্মি খ. TV–রশ্মি
গ. IR–রশ্মি ঘ. X–রশ্মি
৮৭. নিচের কোন পদ্ধতিটি তাপোৎপাদী?
ক. ঘনীভবন ঘ. বন্ধন বিভাজন
গ. গলন ঘ. বাষ্পীভবন
৮৮. বোর পরমাণু মডেল কোনটির বর্ণালি ব্যাখ্যা করতে পারে?
ক. He+ খ. H-
গ. He2+ ঘ. H+
৮৯. কোন রশ্মিটি শক্তি সর্বাধিক?
ক.গামা রশ্মি
খ. অতিবেগুনি রশ্মি
গ. অবলোহিত রশ্মি
ঘ. মহাজাগতিক রশ্মি
৯০. ইলেকট্রনের চার্জ কত কুলম্ব?
ক. 1.6 × 10-20 C
খ. 1.6× 10-19 C
গ. 4.8× 10-10 C
ঘ. 4.8× 10-9 C
সঠিক উত্তর
অধ্যায় ২: ৭৪. ক ৭৫. ক ৭৬. ঘ ৭৭. গ ৭৮. খ ৭৯. গ ৮০. ক ৮১. ঘ ৮২. গ ৮৩. ক ৮৪. ঘ ৮৫. ক ৮৬. খ ৮৭. ক ৮৮. ক ৮৯. ক ৯০. খ
এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা