[পূর্ববর্তী লেখার পর]
অধ্যায় ৩
নিচের নমুনা থেকে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ, অনুসর্গ, যোজক ও আবেগ—আট শ্রেণির শব্দ চিহ্নিত করো।
বাংলাদেশের একেবারে দক্ষিণের জেলা কক্সবাজার। পর্যটকদের আকর্ষণের জন্য এখানে রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত। প্রতিদিন অসংখ্য দেশি-বিদেশি পর্যটক এ সৈকতে বেড়াতে আসেন। আর এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে বলেন, ‘বাহ্! কী সুন্দর!’
কক্সবাজার সমুদ্রসৈকতের সবচেয়ে আকর্ষণীয় দিক এর ঢেউ। সব সময় বড় বড় ঢেউ তৈরি হয় সাগরে। আর সেই ঢেউ তীরে এসে জোরে জোরে আছড়ে পড়ে। অনেক মানুষ গা ভেজাতে সৈকতে নামে। তাদের কেউ কেউ ঢেউ দেখে আনন্দে লাফ দেয়। অনেকেই ভেজা বালু দিয়ে ঘর বানায়। ঢেউ এসে সেই ঘর ভেঙে দেয়। তবু তারা হাসিমুখে আবার ঘর বানাতে থাকে। কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্সের নাম থেকে। হিরাম কক্স ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন অফিসার। এর আগে কক্সবাজারের নাম ছিল পালংকি। হিরাম কক্স আঠারো শতকের শেষ দিকে পালংকির পরিচালক নিযুক্ত হন। তাঁর মৃত্যুর পর একটি বাজার প্রতিষ্ঠা করা হয়, যার নাম দেওয়া হয় কক্স সাহেবের বাজার।
পর্যটনশিল্পকে কেন্দ্র করে কক্সবাজারে গড়ে উঠেছে অনেক প্রতিষ্ঠান। বাংলাদেশ পর্যটন করপোরেশন এখানে কয়েকটি মোটেল নির্মাণ করেছে। এ ছাড়া বেসরকারি উদ্যোগে অনেক হোটেল তৈরি হয়েছে। সৈকতের কাছে ছোট-বড় অনেক হোটেল আছে। পর্যটকদের জন্য এখানে গড়ে উঠেছে নানা ধরনের দোকান। দোকানগুলোতে বাহারি জিনিসপত্র পাওয়া যায়।
কক্সবাজার সমুদ্রসৈকত থেকে ১২ কিলোমিটার দূরে রয়েছে হিমছড়ি পর্যটনকেন্দ্র। পাহাড়ের কোল ঘেঁষে হিমছড়ি সমুদ্রসৈকতেও প্রতিদিন হাজার হাজার মানুষ বেড়াতে যায়। কক্সবাজার থেকে হিমছড়ি যাওয়ার পথটি সুন্দর ও রোমাঞ্চকর। কক্সবাজার ও আশপাশের পর্যটন স্থানগুলোতে ঘোরার সময়ে কেবলই মনে হয়, আহা! কত সুন্দর আর বৈচিত্র্যময় আমাদের বাংলাদেশ।
নমুনা উত্তর:
বিশেষ্য: বাংলাদেশ, জেলা, কক্সবাজার, পর্যটক, পৃথিবী, সমুদ্রসৈকত, সৌন্দর্য, মানুষ, আনন্দ, বালু, ঘর, ক্যাপ্টেন হিরাম কক্স, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অফিসার, পালংকি, পরিচালক, প্রতিষ্ঠান, বাংলাদেশ পর্যটন করপোরেশন, মোটেল, হোটেল, দোকান, জিনিসপত্র, হিমছড়ি পর্যটনকেন্দ্র, পাহাড়।
সর্বনাম: এর, তাদের, কেউ কেউ, তারা, তার, যার।
বিশেষণ: সবচেয়ে, আকর্ষণীয়, একজন, ছোট- বড়, বাহারি, সুন্দর, রোমাঞ্চকর, বৈচিত্র্যময়।
ক্রিয়া: আছড়ে পড়ে, এসেছে, ছিলেন, ছিল, নিযুক্ত হন, করা হয়, দেওয়া হয়, গড়ে উঠেছে, নির্মাণ করেছে, তৈরি হয়েছে, আছে, পাওয়া যায়, রয়েছে, বেড়াতে যায়।
ক্রিয়া বিশেষণ: জোরে জোরে, আনন্দে, প্রতিদিন।
অনুসর্গ: দিয়ে, থেকে, আগে, করে, কাছে, জন্য।
যোজক: আর, তবু, এ ছাড়া, ও, কি।
আবেগ: বাহ্, আহা।
জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]