বাংলা - সপ্তম শ্রেণি

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

বাক্যের শ্রেণি

মনের ভাব অখণ্ড রূপে প্রকাশ করার জন্য আমরা বাক্য ব্যবহার করি।

ভাব প্রকাশের ওপর ভিত্তি করে বাক্য চার প্রকার।

১. বিবৃতিবাচক বাক্য: সাধারণভাবে কোনো কিছু বর্ণনা করা বা বিবরণ প্রকাশ করা হয় যেসব বাক্যে, সেগুলোকে বিবৃতিবাচক বাক্য বলে। যেমন: একটি পাখি আমাদের কাঁঠালগাছে বাসা বেঁধেছে।

২. প্রশ্নবাচক বাক্য: যেসব বাক্যে কোনো কিছু জানতে চাওয়া হয় বা জিজ্ঞাসা প্রকাশিত হয়, সেগুলোকে প্রশ্নবাচক বাক্য বলে। যেমন কোন পাখি তোমাদের কাঁঠালগাছে বাসা বেঁধেছে?

আরও পড়ুন

৩. অনুজ্ঞাবাচক বাক্য: যেসব বাক্যে আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, নির্দেশ ইত্যাদি প্রকাশিত হয়, সেগুলোকে অনুজ্ঞাবাচক বাক্য বলে। যেমন কাঁঠালগাছে একটি হাঁড়ি বেঁধে দাও।

৪. আবেগবাচক বাক্য: যেসব বাক্যে অবাক হওয়ার অনুভূতি প্রকাশিত হয়, সেগুলোকে আবেগবাচক বাক্য বলে। যেমন কী সুন্দর দেখতে সেই পাখিটা!

জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]

আরও পড়ুন