সমাজবিজ্ঞান ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

৪৩. পরিবার কোন ধরনের সংগঠন?

ক. সামাজিক খ. রাজনৈতিক

গ. অর্থনৈতিক ঘ. নৈতিক

৪৪. শিশুর প্রাথমিক শিক্ষা কোথায় হয়?

ক. পরিবারে খ. বিদ্যালয়ে

গ. খেলার মাঠে ঘ. সংঘে

৪৫. বর্তমান বিশ্বে পরিবার হলো—

i. সমাজের অকৃত্রিম একক

ii. মৌলিক সামাজিক একক

iii. রাজনৈতিক একক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৬. পরিবারের সদস্যরা পরস্পর আবদ্ধ—

i. রক্ত–সম্পর্কীয় সূত্রে

ii. আত্মীয়তার সূত্রে

iii. বৈবাহিক সূত্রে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৭. ‘Ancient Law’—গ্রন্থের রচয়িতা কে?

ক. হেনরি সামনার মেইন

খ. ম্যাকাইভার

গ. পেজ

ঘ. জিসবার্ট

৪৮. পিতৃপ্রধান পরিবারই হচ্ছে পরিবারের আদিরূপ—মন্তব্যটি কার?

ক. সামনার মেইনের

খ. বেকোফেনের

গ. জিসবার্টের

ঘ. নিমকফের

৪৯. পরিবারের মধ্যেই শিশু পরিচিত হয় সমাজের প্রচলিত—

i. নৈতিক আদর্শের সঙ্গে

ii. আচার-আচরণের সঙ্গে

iii. নিয়মানুবর্তিতার সঙ্গে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

আরও পড়ুন

৫০. হেনরি মর্গানকে কিসের জনক বলে অভিহিত করা হয়?

ক. রাষ্ট্রবিজ্ঞানের

খ. নৃবিজ্ঞানের

গ. অর্থনীতির

ঘ. সাংস্কৃতিক নৃবিজ্ঞানের

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৪৩.ক ৪৪.ক ৪৫.ক ৪৬.খ ৪৭.ক ৪৮.ক ৪৯.ঘ ৫০.খ

শামসুন নাহার, সহকারী অধ্যাপক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন