এইচএসসি ২০২২ - হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৮ : বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৮

৬১. তেলের খনি, কয়লার খনি, গ্যাস খনির অবচয় ধার্য করা হয় কোন পদ্ধতি মোতাবেক?

ক. শূন্যকরণ পদ্ধতি

খ. যন্ত্রঘণ্টা হার পদ্ধতি

গ. বিমাপত্র পদ্ধতি

ঘ. প্রতিস্থাপন ব্যয় পদ্ধতি

৬২. কোন পদ্ধতিতে হিসাব রাখার ক্ষেত্রে ‘অবচয় তহবিল’ গঠন করা হয়?

ক. প্রতিস্থাপন ব্যয় পদ্ধতি

খ. স্থির কিস্তি পদ্ধতি

গ. অবচয় ভান্ডার পদ্ধতি

ঘ. বিমাপত্র পদ্ধতি

৬৩. সম্পত্তির অর্জনমূল্যকে সম্পদের পরিমাণ দিয়ে ভাগ করে এককপ্রতি অবচয়ের হার নির্ণয় করা হয় কোন পদ্ধতি অনুসারে?

ক. স্থির কিস্তি পদ্ধতি

খ. ক্রমহ্রাসমান পদ্ধতি

গ. অবচয় ভান্ডার পদ্ধতি

ঘ. শূন্যকরণ পদ্ধতি

৬৪. সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করার সময় কোনটি বিবেচিত হয় না?

ক. বার্ষিক মুদ্রা স্থিতির সূচক

খ. সম্পত্তির আনুমানিক নিঃশেষিত মূল্য

গ. সম্পত্তির ক্রয়মূল্য

ঘ. সম্পত্তির আনুমানিক কার্যকাল

৬৫. কোন খরচটির জন্য নগদ অর্থ ব্যয় হয় না?

ক. বেতন খ. ভাড়া

গ. বিমা প্রিমিয়াম ঘ. নিঃশেষকরণ

৬৬. অবচয় খরচের সমন্বয় কী?

ক. দায় বৃদ্ধি ও সম্পত্তি বৃদ্ধি

খ. সম্পত্তি বৃদ্ধি ও আয় বৃদ্ধি

গ. সম্পত্তি হ্রাস ও খরচ বৃদ্ধি

ঘ. দায় বৃদ্ধি ও খরচ বৃদ্ধি

৬৭. সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করার সময় কোনটি বিবেচিত হয় না?

ক. বার্ষিক মুদ্রাস্ফীতির সূচক

খ. সম্পত্তির আনুমানিক নিঃশেষিত মূল্য

গ. সম্পত্তির ক্রয়মূল্য

ঘ. সম্পত্তির আনুমানিক কার্যকাল

৬৮. চলতি নয়, এমন সম্পত্তির ওপর বাৎসরিক অবচয় ধার্য করার ভিত্তিমূল্য কী?

ক. সম্পত্তির ক্রয়মূল্য

খ. সম্পত্তির পুনঃস্থাপন মূল্য

গ. সম্পত্তির আদায়যোগ্য মূল্য

ঘ. সম্পত্তি যে উদ্দেশ্যে কেনা হচ্ছে, তার জন্য মোট ত্যাগকৃত সম্পদ

৬৯. অবচয় হিসাবের সমন্বয় জাবেদা করা না হলে কম দেখানো হবে?

ক. নিট মুনাফা খ. মালিকানা স্বত্ব

গ. মোট ব্যয় ঘ. মোট সম্পদ

৭০. নিচের কোনটি দ্বারা লেনদেনের অদৃশ্য পরিবর্তন ঘটানো যায়?

ক. সুদ খ. কুঋণ

গ. অবলোপন ঘ. বাট্টাসঞ্চিতি

সঠিক উত্তর

অধ্যায় ৮: ৬১.ক ৬২.গ ৬৩.ঘ ৬৪.গ ৬৫.ঘ ৬৬.গ ৬৭.ক ৬৮.ক ৬৯.গ ৭০.গ

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)