এসএসসি ২০২৩ - বাংলা ১ম পত্র | সেইদিন এই মাঠ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

সেইদিন এই মাঠ

৩১. ‘এশিরিয়া’ কী?

ক. একটি মহাদেশের নাম

খ. একটি সংস্কৃতির নাম

গ. একটি জাতিগোষ্ঠীর নাম

ঘ. একটি সভ্যতার নাম

৩২. ব্যক্তিমানুষের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?

ক. আশাবাদী খ. মরণশীল

গ. পরিবর্তনশীল ঘ. নৈরাশ্যবাদী

৩৩. ‘সেইদিন এই মাঠ’ কবিতার উৎস কী?

ক. মহাকাল খ. মহাপৃথিবী

গ. রূপসী বাংলা ঘ. ঝরাপালক

৩৪. কবি জীবনানন্দ দাশের কবিতার বৈশিষ্ট্য কোনটি?

ক. পল্লির জীবনদর্শন

খ. প্রকৃতির রূপবৈচিত্র্য ও জীবনচেতনা

গ. বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি

ঘ. নাগরিক জীবনের আশা আকাঙ্ক্ষা

৩৫. সেইদিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি—এখানে ‘মাঠ’ বলতে কী বোঝানো হয়েছে?

ক. প্রকৃতি খ. সভ্যতা

গ. ঐশ্বর্য ঘ. সৌন্দর্য

৩৬. নক্ষত্রের তলে সেদিনও কে স্বপ্ন দেখবে?

ক. শিশির খ. পৃথিবী

গ. নদী ঘ. মাঠ

৩৭. কবি ‘স্বপ্নকে’ কিসের সঙ্গে তুলনা করেছেন?

ক. সোনা খ. রুপা

গ. হীরা ঘ. অমৃত

৩৮. চালতা ফুলের গন্ধের ঢেউ কেমন ছিল?

ক. নরম খ. উষ্ণ

গ. শীতল ঘ. সুললিতা

৩৯. ‘সেইদিন এই মাঠ’ কবিতায় কোন পাখির নাম উল্লেখ করা হয়েছে?

ক. মাছরাঙা খ. চাতক

গ. কোকিল ঘ. লক্ষ্মীপ্যাঁচা

৪০. ‘সেইদিন এই মাঠ’ কবিতায় উল্লিখিত গন্ধটা কেমন?

ক. সোঁদা খ. ভিজে

গ. ঝাঁজালো ঘ. মিষ্টি

সঠিক উত্তর

সেইদিন এই মাঠ: ৩১.ঘ ৩২.খ ৩৩.গ ৩৪.খ ৩৫.ক ৩৬.গ ৩৭.ক ৩৮.ক ৩৯.ঘ ৪০.খ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)