সমাজকর্ম ২য় পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

৫১. সমাজের কল্যাণসাধন কিসের ওপর নির্ভরশীল?

ক. উপযুক্ত শিক্ষা

খ. উপযুক্ত গবেষণা

গ. উপযুক্ত পরিবেশ

ঘ. উপযুক্ত পরিকল্পনা

৫২. সমাজকর্ম কীভাবে জনগণের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে পারে?

ক. গবেষণা করে

খ. পরিকল্পনা করে

গ. অনুশীলন কর

ঘ. বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে

৫৩. বাংলাদেশে কত সালে ইপিআই প্রকল্প গ্রহণ করা হয়েছে?

ক. ১৯৭৫ সালে খ. ১৯৭৬ সালে

গ. ১৯৭৯ সালে ঘ. ১৯৮২ সালে

৫৪. সমাজকর্মীর পেশাগত দক্ষতার সঙ্গে কিসের প্রয়োজনীয়তা সম্পর্কে জনগণকে আগ্রহী করে তোলে?

ক. খাদ্যের খ. বস্ত্রের

গ. বাসস্থানের ঘ. শিক্ষার

৫৫. সমাজকর্মীরা কাদের জন্য কৃষিঋণের ব্যবস্থা করতে পারেন?

ক. কৃষকদের খ. শ্রমিকদের

গ. যুবকদের ঘ. গরিবদের

৫৬. বাসস্থানের জায়গা নির্বাচন ও ব্যবস্থা করতে পারে কারা?

ক. সমাজকর্মীরা খ. ব্যাংকাররা

গ. স্বেচ্ছাসেবকরা ঘ. রাজনীতিবিদরা

৫৭. খাড়াতাইয়া গ্রামে গ্রামীণ ব্যাংকের একটি শাখা রয়েছে। খাড়াতাইয়া গ্রামে যে ব্যাংকটি রয়েছে তার ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য?

ক. ব্যাংকটি সাহায্য দানে নিয়োজিত

খ. ব্যাংকটি উন্নয়নে নিয়োজিত

গ. ব্যাংকটি সুদে লেনদেন করে

ঘ. ব্যাংকটি দারিদ্র্য বিমোচনে নিয়োজিত

৫৮. বাংলাদেশে বস্ত্রের চাহিদা কীভাবে পূরণ করা হয়?

ক. তুলা আমদানি করে

খ. পুরোনো কাপড় আমদানি করে

গ. নতুন কাপড় আমদানি করে

ঘ. টেক্সটাইল মিল প্রতিষ্ঠা করে

৫৯. সমাজকর্মীরা কীভাবে গণশিক্ষার জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারেন?

ক. সামাজিক আইনের মাধ্যমে

খ. সামাজিক কার্যক্রম পদ্ধতির সাহায্যে

গ. সামাজিক মিথষ্ক্রিয়ার মাধ্যমে

ঘ. সামাজিক গতিশীলতার মাধ্যমে

৬০. আমাদের প্রতিবছরই বিদেশ থেকে আমদানি করতে হয়—

i. পাট

ii. সুতা

iii. কাঁচা তুলা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১: ৫১.ঘ ৫২.ঘ ৫৩.গ ৫৪.ঘ ৫৫.ক ৫৬.ক ৫৭.ঘ ৫৮.খ ৫৯.খ ৬০.গ

মাহমুদ বিন আমিন, প্রভাষক, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা