বাংলা ২য় পত্র - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

পরিচ্ছেদ ১

১. ‘ব্রেইল ভাষা’ কারা ব্যবহার করেন?

ক. শ্রবণশক্তিহীনরা

খ. দৃষ্টিশক্তিহীনরা

গ. মানসিক শক্তিহীনরা

ঘ. শারীরিক শক্তিহীনরা

২. মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা?

ক. চতুর্থ খ. পঞ্চম

গ. ষষ্ঠ ঘ. সপ্তম

৩. বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় কোথায়?

ক. মহাভারতে

খ. চর্যাপদে

গ. বৈষ্ণব পদাবলিতে

ঘ. মঙ্গলকাব্যে

৪. ইশারা–ভাষা ব্যবহার করে কারা?

ক. দৃষ্টিশক্তিহীনরা

খ. শারীরিক শক্তিহীনরা

গ. শ্রবণশক্তিহীনরা

ঘ. বাক্​শক্তিহীনরা

৫. এক বা একাধিক ধ্বনি দিয়ে কী তৈরি হয়?

ক. বাক্য খ. শব্দ

গ. ভাষা ঘ. পদ

৬. বাংলা কোন ভাষা-পরিবারের সদস্য?

ক. ইন্দো-ইউরোপীয়

খ. চীন-তিব্বতীয়

গ. আফ্রিকীয়

ঘ. দ্রাবিড়ীয়

৭. বাংলালিপিতে মূল বর্ণের সংখ্যা কয়টি?

ক. ১১টি খ. ৩৯টি

গ. ৫০টি ঘ. ৫১টি

৮. ভাষার মূল উপাদান কী?

ক. ধ্বনি খ. বাক্য

গ. শব্দ ঘ. বর্ণ

৯. মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়?

ক. কলমের সাহায্যে

খ. ঠোঁটের সাহায্যে

গ. অঙ্গপ্রত্যঙ্গের সাহায্যে

ঘ. বাগ্​যন্ত্রের সাহায্যে

১০. মনের ভাব প্রকাশক বাক্যের সমষ্ঠিকে কী বলে?

ক. ধ্বনি খ. শব্দ

গ. বাক্য ঘ. ভাষা

১১. বর্তমানে পৃথিবীতে কত কোটি লোকের ভাষা বাংলা?

ক. প্রায় ২০ কোটি

খ. প্রায় ২৫ কোটি

গ. প্রায় ৩০ কোটি

ঘ. প্রায় ৫০ কোটি

১২. পৃথিবীতে বাংলা ভাষায় কথা বলে কত সংখ্যক মানুষ?

ক. প্রায় ১৫ কোটি

খ. প্রায় ২১ কোটি

গ. প্রায় ৩০ কোটি

ঘ. প্রায় ৩৭ কোটি

১৩. বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সর্বজনীন ভাষা বাংলা?

ক. আসাম খ. পশ্চিমবঙ্গ

গ. গুজরাট ঘ. উত্তর প্রদেশ

১৪. আঞ্চলিক ভাষার অপর নাম কী?

ক. কথ্য ভাষা খ. উপভাষা

গ. সাধু ভাষা ঘ. চলিত ভাষা

১৫. ‘চর্যাপদ’ আবিষ্কার করেন কে?

ক. হরপ্রসাদ শাস্ত্রী

খ. মুহম্মদ শহীদুল্লাহ

গ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

ঘ. অমিতকুমার বন্দ্যোপাধ্যায়।

সঠিক উত্তর

পরিচ্ছেদ ১: ১.খ ২.গ ৩.খ ৪.ঘ ৫.খ ৬.ক ৭.গ ৮.ক ৯.ঘ ১০.ঘ ১১.গ ১২.গ ১৩.খ ১৪.খ ১৫.ক

পরিচ্ছেদ ২

১. ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কে?

ক. উইলিয়াম কেরি

খ. রামমোহন রায়

গ. হরপ্রসাদ শাস্ত্রী

ঘ. নাথানিয়েল ব্রাসি হ্যালহেড

২. ‘গৌড়ীয় ব্যাকরণ’-এর রচয়িতা কে?

ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

খ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

গ. উইলিয়াম কেরি

ঘ. রামমোহন রায়

৩. ভাষার ক্ষুদ্রতম উপাদান কী?

ক. ধ্বনি খ. অক্ষর

গ. শব্দ ঘ. বাক্য

৪. ‘আ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ’ গ্রন্থটি কে রচনা করেন?

ক. মানোএল দা আসসুম্পসাঁউ

খ. নাথানিয়েল ব্রাসি হ্যালহেড

গ. উইলিয়াম কেরি

ঘ. রাজা রামমোহন রায়

৫. বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কোনটি?

ক. আ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ

খ. গৌড়ীয় ব্যাকরণ

গ. বাংলা ভাষার ব্যাকরণ

ঘ. বাঙ্গালা ব্যাকরণ

৬. ‘ব্যাকরণ’ শব্দের অর্থ কী?

ক. বিশেষভাবে জ্ঞাপন

খ. বিশেষভাবে বিশ্লেষণ

গ. বিশেষভাবে বিয়োজন

ঘ. বিশেষভাবে সংযোজন

৭. পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে?

ক. উইলিয়াম কেরি

খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ

গ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

ঘ. মানোএল দা আসসুম্পসাঁউ

৮. যে শব্দকে বা কোনো শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না, তাকে কী বলে?

ক. প্রত্যয় খ. সন্ধি

গ. প্রকৃতি ঘ. সমাস

৯. বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

১০. ‘সন্ধি’ বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

ক. ধ্বনিতত্ত্ব খ. শব্দতত্ত্ব

গ. অর্থতত্ত্ব ঘ. বাক্যতত্ত্ব

১১. রূপতত্ত্বের অপর নাম কী?

ক. বাক্যতত্ত্ব খ. শব্দতত্ত্ব

গ. ধ্বনিতত্ত্ব ঘ. পদক্রম

১২. বাক্যের ক্ষুদ্রতম একক কী?

ক. শব্দ খ. বর্ণ

গ. ধ্বনি ঘ. চিহ্ন

১৩. বাক্যতত্ত্বের অপর নাম কী?

ক. ভাষা খ. প্রাতিপদিক

গ. পদক্রম ঘ. সাধিত শব্দ

১৪. বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?

ক. প্রাতিপদিক খ. বিদেশি শব্দ

গ. দেশি শব্দ ঘ. সাধিত শব্দ

সঠিক উত্তর

পরিচ্ছেদ ২: ১.ঘ ২.ঘ ৩.ক ৪.খ ৫.খ ৬.খ ৭.ঘ ৮.গ ৯.গ ১০.ক ১১.খ ১২.ক ১৩.গ ১৪.ক

আরও পড়ুন

পরিচ্ছেদ ৩

১. বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে কী বলে?

ক. সাধুরীতি খ. লেখ্যরীতি

গ. আঞ্চলিক রীতি ঘ. প্রমিত রীতি

২. বাংলা ভাষায় গদ্যরীতির সূচনা হয় কখন?

ক. প্রাচীন যুগে

খ. মধ্য যুগে

গ. উনিশ শতকের শুরুতে

ঘ. বিশ শতকের শুরুতে

৩. কোনটি ভাষার মূল রূপ?

ক. লেখ্য ভাষারীতি

খ. কথ্য ভাষারীতি

গ. সাধু ভাষারীতি

ঘ. আঞ্চলিক ভাষারীতি

৪. ‘চর্যাপদ’ লেখ্য ভাষারীতির কোন রীতিতে রচিত?

ক. প্রমিতরীতি খ. সাধুরীতি

গ. কাব্যরীতি ঘ. গদ্যরীতি

৫. ‘চর্যাপদ’ কত বছর আগের লিখিত বাংলা ভাষা?

ক. প্রায় সাত শ বছর

খ. প্রায় নয় শ বছর

গ. প্রায় এক হাজার বছর

ঘ. প্রায় দুই হাজার বছর

৬. কিসের ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে থাকে?

ক. কাল ও দেশভেদে

খ. পরিবেশ ও অঞ্চলভেদে

গ. দেশ, কাল ও পরিবেশভেদে

ঘ. কাল ও স্থানভেদে

৭. নিচের কোনটি সাধু ভাষা রীতির বৈশিষ্ট্য?

ক. তৎসম শব্দবহুল

খ. তদ্ভব শব্দবহুল

গ. পরিবর্তনশীল

ঘ. সহজবোধ্য

৮. বিভিন্ন অঞ্চলের উপভাষার কথ্যরীতি সমন্বয়ে শিষ্টজনের ব্যবহৃত ভাষাকে কী বলে?

ক. সাধু ভাষা

খ. মিশ্র ভাষা

গ. আদর্শ চলিত ভাষা

ঘ. আঞ্চলিক ভাষা

৯. বাংলা ভাষার রীতি কয়টি?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

১০. সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি?

ক. গুরুগম্ভীর খ. গুরুচণ্ডালী

গ. অবোধ্য ঘ. দুর্বোধ্য

১১. ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে?

ক. চলতি ভাষা খ. সাধু ভাষা

গ. আঞ্চলিক ভাষা ঘ. প্রাকৃত ভাষা

১২. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?

ক. কথ্য ভাষা খ. লেখ্য ভাষা

গ. সাধু ভাষা ঘ. চলিত ভাষা

সঠিক উত্তর

পরিচ্ছেদ ৩: ১.ঘ ২.গ ৩.খ ৪.গ ৫.গ ৬.গ ৭.ক ৮.গ ৯.ক ১০.ক ১১.খ ১২.গ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]

আরও পড়ুন