এইচএসসি ২০২৩ - বাংলা ১ম পত্র | সোনার তরী : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
সোনার তরী
১১. রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মূল সুর কোনটি?
ক. মানবধর্মের জয় ও সৌন্দর্যতৃষ্ণা
খ. বিদ্রোহ ও রোমান্টিকতা
গ. মানবধর্ম ও নিসর্গপ্রীতি
ঘ. পল্লিপ্রেম ও সৌন্দর্যচেতনা
১২. ‘Song Offerings’ গ্রন্থটি কার অনূদিত?
ক. সৈয়দ শামসুল হক
খ. শামসুর রাহমান
গ. জীবনানন্দ দাশ
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
১৩. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিত্রাঙ্গদা’ কোন ধরনের রচনা?
ক. ছোটগল্প খ. প্রবন্ধ
গ. কাব্যনাট্য ঘ. উপন্যাস
১৪. চারদিকে কী খেলা করছে?
ক. ছোট ছোট ধানগাছ
খ. বাঁকা জল
গ. ছোট ছোট ছেলেমেয়ে
ঘ. সমুদ্রের ঢেউ
১৫. ধান কাটতে কাটতে কী হলো?
ক. বরষা এল খ. সন্ধ্যা হলো
গ. নৌকা চলে এল ঘ. দুপুর গড়িয়ে গেল
১৬. ‘পরপারে দেখি আঁকা।’— এরপরের চরণটি কী?
ক. গ্রামখানি মেঘে ঢাকা
খ. তরুছায়ামসী মাখা
গ. খরপরশা
ঘ. প্রভাতবেলা
১৭. বাঁকা জল খেলা করছে কোথায়?
ক. উত্তর দিকে খ. দক্ষিণ দিকে
গ. নদীতে ঘ. চারদিকে
১৮. কৃষক কোথায় একা বসে আছে?
ক. মাঠে খ. নৌকায়
গ. কূলে ঘ. বৃষ্টির মধ্যে
১৯. ‘সোনার তরী’ কবিতায় ‘আমি’ শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে?
ক. দুবার খ. তিনবার
গ. চারবার ঘ. পাঁচবার
২০. ভরা নদী কী?
ক. খরপরশা খ. খর বরষা
গ. ক্ষুরধারা ঘ. ক্ষুরদ্বারা
সঠিক উত্তর
সোনার তরী: ১১.ক ১২.ঘ ১৩.গ ১৪.খ ১৫.ক ১৬.খ ১৭.ঘ ১৮.গ ১৯.ক ২০.গ
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা