এইচএসসি ২০২৩ - বাংলা ১ম পত্র | সোনার তরী : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
সোনার তরী
৩১. ‘বাঁকা জল’ কিসের প্রতীক?
ক. ঘোলা জলের
খ. অনন্ত কালস্রোতের
গ. সংকটাপন্ন অবস্থার
ঘ. অন্ধকার জীবনের
৩২. ‘সোনার তরী’ কবিতার অধিকাংশ পঙ্ক্তি কোন মাত্রার পূর্ণপর্বে বিন্যস্ত?
ক. ৭+২ খ. ৮+৫
গ. ৭+৩ ঘ. ৮+২
৩৩. ‘সোনার তরী’ কবিতাটি কোন ছন্দে রচিত?
ক. স্বরবৃত্ত খ. অক্ষরবৃত্ত
গ. মাত্রাবৃত্ত ঘ. মিশ্র
৩৪. ‘সোনার তরী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
ক. চিত্রা খ. সোনার তরী
গ. ক্ষণিকা ঘ. কল্পনা
৩৫. ‘রবীন্দ্রযুগ’ বলতে কী বোঝায়?
ক. রবীন্দ্রনাথের কাব্যের পরিধি
খ. রবীন্দ্রনাথের সাহিত্যসাধনার বৃহৎ কাল
গ. রবীন্দ্রনাথের শিক্ষাজীবন
ঘ. রবীন্দ্রনাথের জীবনকাল
৩৬. রবীন্দ্রনাথ প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণে নিরুৎসাহী ছিলেন কেন?
ক. গণ্ডি ভালো লাগত না বলে
খ. মুক্ত ও উদার মানসিকতার কারণে
গ. অপর্যাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কারণে
ঘ. পারিবারিক সমস্যার কারণে
৩৭. ‘তরুছায়ামসী মাখা’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. গাছপালার কালচে ছায়া
খ. নদীর কালো স্রোত
গ. আকাশের মেঘের ছায়া
ঘ. মেঘের কালো ছায়া
৩৮. মাঝির নৌকা নিয়ে আসাকে অপ্রত্যাশিত বলা হয়েছে কেন?
ক. কারণ, কৃষকের জানা ছিল না মাঝি আসবে
খ. কারণ, মাঝির নৌকা নিয়ে আসা সম্ভব ছিল না
গ. কারণ, কৃষক চিন্তাই করেনি, কেউ নৌকা নিয়ে আসতে পারে
ঘ. কারণ, কৃষক আর মাঝির মধ্যে কোনো সম্পর্ক নেই
৩৯. ‘ওগো, তুমি কোথা যাও কোন বিদেশে’ কথাটি বলার কারণ কী?
ক. মাঝিকে তরী ভেড়ানোর জন্য কৃষকের সনির্বন্ধ অনুনয়
খ. নির্বিকার মাঝিকে দৃষ্টি আকর্ষণের জন্য কৃষকের চেষ্টা
গ. মাঝির তরীতে কবির কর্ম তুলে
দেওয়ার জন্য
ঘ. মাঝির তরীতে কবির ঠাঁই পাওয়ার আকুল ইচ্ছা
৪০. ‘ঠাঁই নাই ঠাঁই নাই, ছোট সে তরী’— বলতে কী বোঝানো হয়েছে?
ক. তরীতে স্থানাভাব
খ. অর্জিত ফসল বহন করার জন্যই ব্যবহৃত
গ. মহাকাল শুধু সৃষ্টিকর্মকে স্থান দেয়, ব্যক্তিকে নয়
ঘ. তরীটি খুবই ছোট ছিল
সঠিক উত্তর
সোনার তরী: ৩১.ঘ ৩২.খ ৩৩.গ ৩৪.খ ৩৫.খ ৩৬.খ ৩৭.ক ৩৮.খ ৩৯.খ ৪০.গ
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা