অধ্যায় ৬
২৬. বাংলাদেশে প্রধান তিনটি ঋতুর অন্যতম কোনটি?
ক. বসন্ত খ. শরৎ
গ. গ্রীষ্ম ঘ. হেমন্ত
নিচের উদ্দীপকের আলোকে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ড. ফরিদ একজন পরিবেশবিজ্ঞানী। তিনি গবেষণা করে দেখেন, বর্তমানে মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য বিশ্বের তাপমাত্রা এত বেশি বৃদ্ধি পেতে পারে, যার পরিণাম হবে খুবই ভয়াবহ।
২৭. উদ্দীপকে উল্লিখিত বিষয়টি প্রতিরোধের উপায়—
i. যানবাহনের দূষিত গ্যাস নির্গমন বন্ধ করা
ii. সঠিক মাত্রায় জীবাশ্ম জ্বালানি ব্যবহার
iii. অরণ্য নিধন করা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i ও ii ঘ. ii ও iii
২৮. উদ্দীপকে উল্লিখিত বিষয়টির প্রভাবে—
i. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে
ii. প্রাকৃতিক দুর্যোগ বাড়বে
iii. রোগব্যাধি কমে যাবে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i ও ii ঘ. i ও iii
২৯. বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণ কী?
ক. গ্রিনহাউস প্রভাব
খ. ষড়ঋতুর প্রভাব
গ. জনসংখ্যার বৃদ্ধির প্রভাব
ঘ. কালবৈশাখীর প্রভাব
৩০. পৃথিবীর জলবায়ু অঞ্চলকে প্রধান কয়টি অঞ্চলে ভাগ করা যায়?
ক. ৪ খ. ৫
গ. ৬ ঘ. ৭
৩১. বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত কোথায় হয়?
ক. রাজশাহীতে
খ. সিলেটের লালখানে
গ. চট্টগ্রামে
ঘ. বরিশালে
৩২. সারা বছর পরিচালন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে?
ক. নিরক্ষীয় অঞ্চল
খ. মৌসুমি জলবায়ু
গ. ক্রান্তীয় সমুদ্র উপকূলীয়
ঘ. ক্রান্তীয় মহাদেশীয়
৩৩. সমুদ্রপৃষ্ঠে সৃষ্ট ঘূর্ণিঝড়—
i. টাইফুন
ii. হারিকেন
iii. টর্নেডো
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৪. মৌসুমি অঞ্চলে কোন সময় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়?
ক. গ্রীষ্মকালে খ. বর্ষাকালে
গ. শরৎকালে ঘ. শীতকালে
৩৫. স্পেন কোন জলবায়ুর অন্তর্ভুক্ত?
ক. মৌসুমি খ. ভূমধ্যসাগরীয়
গ. নিরক্ষীয় ঘ. মহাদেশীয়
৩৬. ৫°-১০° অক্ষাংশের মধ্যে কোন জলবায়ু দেখা যায়?
ক. নিরক্ষীয় খ. মৌসুমি
গ. ভূমধ্যসাগরীয় ঘ. তুন্দ্রা
৩৭. কোন অঞ্চলটি ‘অবসাদ অঞ্চল’ নামে পরিচিত?
ক. হিমমণ্ডল
খ. উপক্রান্তীয় চাপবলয়
গ. ক্রান্তীয়
ঘ. নিরক্ষীয়
৩৮. ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কী?
ক. সারা বছর অধিক তাপ ও বৃষ্টিপাত হয়
খ. সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়
গ. সারা বছর রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়া
ঘ. ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বায়ুর দিক পরিবর্তন হয়
৩৯. মৌসুমি অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত সে.মি.?
ক. ১৫০-২০০ খ. ২০০-২৫০
গ. ২০০-৩০০ ঘ. ১২৫-২০০
৪০. নিরক্ষীয় জলবায়ু অঞ্চল কত ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে অবস্থিত?
ক. ৫°-১০° খ. ১০°-১৫°
গ. ১০°-২০° ঘ. ২০°-২৫°
৪১. রোগব্যাধি ও মহামারি কী কারণে বেড়ে যেতে পারে?
ক. তাপমাত্রা বৃদ্ধিতে
খ. বায়ুপ্রবাহ বৃদ্ধিতে
গ. বৃষ্টিপাত বৃদ্ধিতে
ঘ. বায়ুর আর্দ্রতা বৃদ্ধিতে
৪২. উভয় নাতিশীতোষ্ণমণ্ডলের বিস্তৃতি কত কিলোমিটার?
ক. ৪০০০ খ. ৪৮০০
গ. ৫২০০ ঘ. ৬৪০০
৪৩. ভ্লাদিমির কোপেন পৃথিবীপৃষ্ঠের উষ্ণতা ও আর্দ্রতা অনুযায়ী পৃথিবীকে কয়টি জলবায়ু অঞ্চলে ভাগ করেন?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
নিচের উদ্দীপকটি পড়ে ৪৪ ও ৪৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ঢাকার ছেলে সুমন বৃত্তি নিয়ে সুইডেনে উচ্চশিক্ষার জন্য যায়। কিন্তু কয়েক মাস থাকার পর অতিরিক্ত শীতের কারণে আর থাকতে না পেরে দেশে ফিরে আসে।
৪৪. উদ্দীপকের দেশটির সঙ্গে কোন তাপমণ্ডলের সাদৃশ্য রয়েছে?
ক. উত্তর হিমমণ্ডল
খ. উত্তর নাতিশীতোষ্ণমণ্ডল
গ. দক্ষিণ হিমমণ্ডল
ঘ. দক্ষিণ নাতিশীতোষ্ণমণ্ডল
৪৫. সুমনের নিজে দেশে ফিরে আসার যৌক্তিক কারণ হচ্ছে—
i. তুষার জলবায়ু
ii. পর্যাপ্ত সৌরকিরণ
iii. তির্যক সৌরকিরণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৬. যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে কোন ধরনের জলবায়ু দেখা যায়?
ক. নাতিশীতোষ্ণ খ. চরমভাবাপন্ন
গ. ভূমধ্যসাগরীয় ঘ. নিরক্ষীয়
৪৭. কিলিমাঞ্জারো পর্বত নিরক্ষরেখায় অবস্থিত হওয়া সত্ত্বেও সেখানকার তাপ সর্বদা হিমাঙ্কের নিচে থাকে কেন?
ক. ঢালের কারণে
খ. উষ্ণতার কারণে
গ. সমুদ্র থেকে দূরত্বের কারণে
ঘ. উচ্চে অবস্থানের কারণে
৪৮. বাংলাদেশের জলবায়ুকে কয়টি ঋতুতে ভাগ করা হয়েছে?
ক. ১ খ. ২
গ. ৩ ঘ. ৪
৪৯. বৃষ্টিবহুল শীতকাল ও বৃষ্টিহীন গ্রীষ্মকাল কোন জলবায়ুর বৈশিষ্ট্য?
ক. মৌসুমি খ. নিরক্ষীয়
গ. ভূমধ্যসাগরীয় ঘ. মেরুদেশীয়
৫০. কোন কোন মাস বাংলাদেশে গ্রীষ্মকাল?
ক. নভেম্বর ও ফেব্রুয়ারি
খ. মার্চ থেকে মে মাস
গ. জুন থেকে অক্টোবর
ঘ. ফেব্রুয়ারি ও মার্চ
সঠিক উত্তর
অধ্যায় ৬: ২৬.গ ২৭.গ ২৮.গ ২৯.ক ৩০.খ ৩১.খ ৩২.ক ৩৩.ঘ ৩৪.ক ৩৫.খ ৩৬.ক ৩৭.ঘ ৩৮.গ ৩৯.ঘ ৪০.ক ৪১.ক ৪২.খ ৪৩.ঘ ৪৪.ক ৪৫.খ ৪৬.গ ৪৭.ঘ ৪৮.গ ৪৯.গ ৫০.খ
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা