বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০) : অধ্যায় ৩ | অর্থনীতি ২য় পত্র - এইচএসসি ২০২৪
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ৩
উদ্দীপকটি পড়ে ৪১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ওসমান আলী বাংলাদেশের এমন একটি শিল্প নিয়ে গবেষণা করেন যা বৈদেশিক মুদ্রা অর্জনের দিক দিয়ে ৫ম অবস্থানে রয়েছে।
৪১. উদ্দীপকে উল্লিখিত শিল্পের প্রধান সমস্যা—
ক. পর্যাপ্ত মূলধনের অভাব ও প্রক্রিয়াজাতকরণের সমস্যা
খ. মূলধনের অভাব ও প্রকৃতির ওপর নির্ভরশীলতা
গ. মূলধন ও পর্যাপ্ত কাঁচামালের অভাব
ঘ. উৎপাদন খরচ বৃদ্ধি ও বিকল্প দ্রব্যের উপস্থিতি
৪২. BADC পূর্ণরূপ কী?
ক. Bangladesh Agricultural Development Corporation
খ. Bangladesh Agricultural Development Community
গ. Bangladesh Agricultural Department Corporation
ঘ. Bangladesh Association of Development Corporation
৪৩. স্বল্পমেয়াদি কৃষিঋণ পরিশোধ করার মেয়াদ কত দিন?
ক. ৬-১২ মাস খ. ৭-১৩ মাস
গ. ৮-১৪ মাস ঘ. ৯-১৫ মাস
৪৪. দীর্ঘমেয়াদি কৃষিঋণ পরিশোধ করার মেয়াদ কত দিন?
ক. ৫-২৫ বছর খ. ৬-৩০ বছর
গ. ৭-৩৫ বছর ঘ. ৮-৪০ বছর
৪৫. বাংলাদেশে শতকরা কত ভাগ জমিতে সারা বছর ধান চাষ হয়?
ক. ৫০ ভাগ খ. ৬০ ভাগ
গ. ৭০ ভাগ ঘ. ৮০ ভাগ
৪৬. সেচের পানির উৎস কতটি?
ক. ২ টি খ. ৪ টি
গ. ৫ টি ঘ. ৭ টি
৪৭. সামাজিক বনায়নের প্রাথমিক সূচনা হয় কত সালে?
ক. ১৯৬৬ সালে খ. ১৯৬৭ সালে
গ. ১৯৬৮ সালে ঘ. ১৯৬৯ সালে
৪৮. কোন শিল্পের উন্নয়নের মাধ্যমে দেশীয় কাঁচামালের উপযুক্ত ব্যবহার করা যাবে?
ক. বৃহৎ খ. কুটির
গ. হাইটেক ঘ. ক্ষুদ্র
৪৯. ‘অতি ক্ষুদ্র শিল্প’–এর জনবল কত?
ক. ৫ থেকে ১০ জন
খ. ১০ থেকে ১৫ জন
গ. ১০ থেকে ২৪ জন
ঘ. ১০ থেকে ২৮ জন
৫০. কুটিরশিল্প থেকে অপেক্ষাকৃত বড় শিল্প কোনটি?
ক. মাঝারি শিল্প খ. ক্ষুদ্রশিল্প
গ. অতি ক্ষুদ্রশিল্প ঘ. হাইটেক শিল্প
সঠিক উত্তর
অধ্যায় ৩: ৪১.ক ৪২.ক ৪৩.ক ৪৪.ক ৪৫.গ ৪৬.ক ৪৭.খ ৪৮.ঘ ৪৯.গ ৫০.গ
শেখ আবু সাঈদ আবদুল্লাহ্, প্রভাষক, ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা