নবম শ্রেণি - বাংলা ২য় পত্র | পরিচ্ছদ ১৩ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

নবম শ্রেণির পড়াশোনা

পরিচ্ছেদ ১৩

১. পাশাপাশি ধ্বনির মিলনকে কী বলে?

ক. একত্রীকরণ খ. সন্নিবেশ

গ. সমাস ঘ. সন্ধি

২. স্বরের সঙ্গে স্বরের যে সন্ধি হয়, তাকে কী সন্ধি বলে?

ক. স্বরসন্ধি খ. ব্যঞ্জনসন্ধি

গ. বিসর্গসন্ধি ঘ. স্বর–ব্যঞ্জনসন্ধি

৩. ব্যঞ্জনসন্ধি কতভাবে হতে পারে?

ক. এক খ. দুই

গ. তিন ঘ. চার

৪. ‘অহর্নিশ’ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. অহঃ + নিশ খ. অহঃ + নিশা

গ. অহ + নিশা ঘ. অহ + নিশ

৫. ‘যথার্থ’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. যথা + অর্থ খ. যথো + অর্থ

গ. যথা + আর্থ ঘ. যথঃ + অর্থ

আরও পড়ুন

৬. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?

ক. শুভেচ্ছা খ. একাদশ

গ. তিরোধান ঘ. সমান

৭. কোনটি বিসর্গসন্ধির উদাহরণ?

ক. সংরক্ষণ খ. সংসার

গ. শঙ্কা ঘ. ধনুষ্টংকার

৮. নিচের কোনটি ব্যতিক্রম?

ক. পো + ইত্র = পবিত্র

খ. পো + অন = পবন

গ. তনু + ঈ = তন্বী

ঘ. গো + অক্ষ = গবাক্ষ

৯. নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি কোনটি?

ক. নায়ক খ. পিত্রালয়

গ. শুভেচ্ছা ঘ. একাদশ

১০. ‘শীতার্ত’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. শীত + ঋত খ. শীত + আর্ত

গ. শিত + ঋত ঘ. শিত + অর্ত

সঠিক উত্তর

পরিচ্ছেদ ১৩: ১.ঘ ২.ক ৩.গ ৪.খ ৫.ক ৬.খ ৭.ঘ ৮.ঘ ৯.ঘ ১০.ক

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

আরও পড়ুন