বাংলাদেশ ও বিশ্বপরিচয় - পঞ্চম শ্রেণি

পঞ্চম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৫

১১. প্রশ্ন: আমাদের মোট জনসংখ্যার _____ শতাংশ এখনো অক্ষরজ্ঞানহীন।

উত্তর: আমাদের মোট জনসংখ্যার ৩৫ শতাংশ এখনো অক্ষরজ্ঞানহীন।

১২. প্রশ্ন: _____ কারণে অনেক পিতা-মাতা তাঁদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে পারেন না।

উত্তর: দরিদ্রতার কারণে অনেক পিতা-মাতা তাঁদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে পারেন না।

১৩. প্রশ্ন: অনেক শিশু পরিবারকে _____ সাহায্য করতে গিয়ে লেখাপড়া শেষ না করে ঝরে পড়ে।

উত্তর: অনেক শিশু পরিবারকে কাজে সাহায্য করতে গিয়ে লেখাপড়া শেষ না করে ঝরে পড়ে।

১৪. প্রশ্ন: আমাদের দেশে _____ তুলনায় চিকিত্সকের সংখ্যা অনেক কম।

উত্তর: আমাদের দেশে জনসংখ্যার তুলনায় চিকিত্সকের সংখ্যা অনেক কম।

১৫. প্রশ্ন: চাহিদামতো অনেক _____ পর্যাপ্ত চিকিত্সাসেবা পায় না।

উত্তর: চাহিদামতো অনেক মানুষ পর্যাপ্ত চিকিত্সাসেবা পায় না।

আরও পড়ুন

১৬. প্রশ্ন: স্বাস্থ্যহীনতার কারণে অনেকে _____ করতে পারে না।

উত্তর: স্বাস্থ্যহীনতার কারণে অনেকে উপার্জন করতে পারে না।

১৭. প্রশ্ন: অতিরিক্ত _____ ফলে পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে।

উত্তর: অতিরিক্ত জনসংখ্যার ফলে পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে।

১৮. প্রশ্ন: _____ গাছপালা কেটে বাড়িঘর তৈরি করছে।

উত্তর: মানুষ গাছপালা কেটে বাড়িঘর তৈরি করছে।

১৯. প্রশ্ন: অধিক ফসল ফলাতে গিয়ে জমিতে প্রচুর _____ সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে।

উত্তর: অধিক ফসল ফলাতে গিয়ে জমিতে প্রচুর রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে।

২০. প্রশ্ন: ভূগর্ভের পানি উত্তোলনের কারণে পরিবেশ ও জলবায়ুর ওপর _____ প্রভাব পড়ছে।

উত্তর: ভূগর্ভের পানি উত্তোলনের কারণে পরিবেশ ও জলবায়ুর ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে।

রাবেয়া সুলতানা, শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা

আরও পড়ুন