এসএসসি ২০২৪ - ব্যবসায় উদ্যোগ | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৩

৪১. বাংলাদেশের মোট জনসংখ্যার কত ভাগ মানুষ গ্রামে বাস করে?

ক. ৫০ ভাগ খ. ৬৫ ভাগ

গ. ৭৫ ভাগ ঘ. ৮০ ভাগ

৪২. ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে কৃষি খাতের অবদান কত ভাগ?

ক. ১০ % খ. ১৫ %

গ. ২০ % ঘ. ৩০ %

৪৩. ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে শিল্প খাতের অবদান কত ভাগ?

ক. ১৫ % খ. ২০ %

গ. ৩০ % ঘ. ৫০ %

৪৪. ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে সেবা খাতের অবদান কত ভাগ?

ক. ২০% খ. ৪০%

গ. ৫০% ঘ. ৬০%

৪৫. কোনটি উদ্যোক্তা বা কর্মচারীদের মনোভাবের উন্নতি সাধন করে?

ক. সদুপদেশ খ. প্রশিক্ষণ

গ. মুনাফা অর্জন ঘ. সাফল্য

৪৬. প্রশিক্ষণ দরকার—

i. নতুন কর্মীদের ii. পুরোনো কর্মীদের

iii. নতুন উদ্যোক্তার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৭. ব্যবসায়ে লাভের অন্যতম পূর্বশর্ত কোনটি?

ক. অধিক পরিশ্রম খ. সঠিক পণ্য নির্বাচন

গ. অধিক মূলধন ঘ. পূর্ব অভিজ্ঞতা

৪৮. পণ্য নির্বাচনের আগে যথাযথভাবে নিরূপণ করতে হবে এর—

i. চাহিদা

ii. গ্রহণযোগ্যতা

iii. প্রাপ্যতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৯. আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনে বিবেচনা করতে হয়—

i. সঠিক পণ্য

ii. মুনাফার নিশ্চয়তা

iii. পণ্যের চাহিদা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫০. যেসব ব্যবসায় যৌথ উদ্যোগে পরিচালিত হয় সেগুলো কী হয়?

ক. সফল হতে পারে না

খ. বেশি সফল হয়

গ. বিবাদে ভেঙে যায়

ঘ. বেশি দিন টেকে না

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৪১.ঘ ৪২.গ ৪৩.গ ৪৪.গ ৪৫.খ ৪৬.ঘ ৪৭.খ ৪৮.ক ৪৯.ঘ ৫০.খ

মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা