এসএসসি ২০২২ - হিসাববিজ্ঞান | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৭১-৮০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

৭১. স্কেল ও ক্লিপ ক্রয় কোন হিসাবে লিপিবদ্ধ হবে?

ক. অফিস সাপ্লাইজ খ. মনিহারি

গ. অফিস সরঞ্জাম ঘ. ক্রয়

৭২. প্রদেয় বিল কোন শ্রেণির হিসাব?

ক. দায় খ. সম্পদ

গ. আয় ঘ. ব্যয়

৭৩. একই শ্রেণিভুক্ত হিসাব—

i. বেতন

ii. ক্রয় হিসাব

iii. মনিহারি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭৪. হিসাবের ক্রেডিট দিক দ্বারা বোঝায়—

ক. আয় বৃদ্ধি এবং দায় বৃদ্ধি

খ. সম্পদ বৃদ্ধি এবং দায় বৃদ্ধি

গ. আয় বৃদ্ধি এবং ব্যয় বৃদ্ধি

ঘ. দায় হ্রাস ও সম্পদ বৃদ্ধি

৭৫. দায়, মালিকানাস্বত্ব ও আয় বৃদ্ধি পেলে—

ক. লাভ হয় খ. ক্ষতি হয়

গ. ডেবিট ঘ. ক্রেডিট হয়

৭৬. আসবাবের অবচয় ধার্য হলো ১ হাজার টাকা। লেনদেনটির মাধ্যমে প্রভাবিত হয়—

ক. সম্পদ বৃদ্ধি ও ব্যয় বৃদ্ধি

খ. মালিকানাস্বত্ব বৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি

গ. মালিকানা স্বত্ব হ্রাস ও সম্পদ হ্রাস

ঘ. সম্পদ বৃদ্ধি ও আয় হ্রাস

নিচের উদ্দীপকটি পড়ে ৭৭ ও ৭৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।

সাদী ট্রেডার্সের কাছ থেকে রিন ট্রেডার্স ৫০ হাজার টাকার আসবাব কিনলেন। আসবাব আনতে গাড়ি ভাড়া দিলেন ১ হাজার টাকা। তিনি নগদে জীবন বিমার প্রিমিয়াম প্রদান করলেন ৫ হাজার টাকা।

৭৭. আসবাবের প্রকৃত মূল্য কত হবে?

ক. ৫০ হাজার টাকা

খ. ৫৫ হাজার টাকা

গ. ৫১ হাজার টাকা

ঘ. ৫৬ হাজার টাকা

৭৮. সম্পদ বৃদ্ধি পায় নিচের কোনটির কারণে?

ক. নগদে পণ্য বিক্রয় খ. নগদ উত্তোলন

গ. নগদ ক্রয় ঘ. পাওনাদারকে পরিশোধ

৭৯. হিসাব সমীকরণ পদ্ধতিতে মূলধন কোন ধরনের হিসাব?

ক. আয় হিসাব খ. সম্পদ হিসাব

গ. দায় হিসাব ঘ. মালিকানাস্বত্ব হিসাব

৮০. লেনদেন সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে কোন বহিতে লিপিবদ্ধ করা হয়?

ক. খতিয়ান খ. জাবেদা

গ. রেওয়ামিল ঘ. নগদান বহি

সঠিক উত্তর: ৭১.খ ৭২.ক ৭৩.ঘ ৭৪.ক ৭৫.ঘ ৭৬.গ ৭৭.গ ৭৮.ক ৭৯.ঘ ৮০.খ

মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০)