জীববিজ্ঞান ২য় পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

২৬. Echinodermata পর্বের সব প্রাণীই সামুদ্রিক। এ প্রাণীদের রয়েছে—

i. কাঁটাময় ত্বক

ii. পানি সংবহনতন্ত্র

iii. সুগঠিত রক্ত সংবহনতন্ত্র

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৭. শ্রেণিবিন্যাসের নীতি হলো—

i. প্রতিটি প্রাণীর বৈশিষ্ট্য প্রথমেই পর্যবেক্ষণ ও লিপিবদ্ধ করা

ii. নিয়মানুযায়ী শ্রেণিবিন্যস্ত নমুনাটি যথাযথভাবে সংরক্ষণ করা

iii. নমুনাটিকে শ্রেণিবিন্যাসের একটি ধাপে স্থাপন করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।

একটি বিশেষ বিজ্ঞানসম্মত নিয়মে পৃথিবীর সব প্রাণীকে তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্দিষ্ট কিছু দলে বিভক্ত করা হয়।

২৮. উক্ত প্রক্রিয়াটির নাম কী?

ক. শ্রেণিবিন্যাস খ. অভিব্যক্তি

গ. প্রতিসাম্যতা ঘ. খণ্ডকায়ন

২৯. উল্লিখিত প্রক্রিয়ার মাধ্যমে জানা যায়—

i. প্রাণীর উপকারী ভূমিকা

ii. ভূতাত্ত্বিক ঘটনাবলি

iii. প্রাণীর জাতিত্ব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩০. কোনটি শীতল রক্তবিশিষ্ট প্রাণী?

ক. Cavia procellus

খ. Naja naja

গ. Copsychus Saularis

ঘ. Panthera tigris

আরও পড়ুন

৩১. এপিডার্মাল আঁশ কোন প্রাণীদের ক্ষেত্রে পাওয়া যায়?

ক. সরীসৃপ খ. অস্থিময় মাছ

গ. উভচর ঘ. তরুণাস্থিময় মাছ

৩২. প্রাণিজগতের কোন পর্বের প্রাণীর মধ্যে অপ্রকৃত সিলোম পাওয়া যায়?

ক. Platyhelminthes

খ. Nematoda

গ. Mollusca

ঘ. Annelida

৩৩. জীবের নামকরণের ক্ষেত্রে দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তন কে?

ক. জন রে

খ. ক্যারোলাস লিনিয়াস

গ. গ্রেগর জোহান মেন্ডেল

ঘ. মাদাম কুরি

নিচের চিত্রটি দেখে ৩৪ ও ৩৫ নম্বর প্রশ্নের

উত্তর দাও।

৩৪. চিত্রের উভয় প্রাণীর সাধারণ বৈশিষ্ট্য কোনটি?

ক. অস্থি নির্মিত অন্তঃকঙ্কাল

খ. লেজ হেমোসার্কাল

গ. দেহ প্ল্যাকয়েড আঁশ দ্বারা আবৃত

ঘ. ফুলকারন্ধ্র উন্মুক্ত

৩৫. চিত্র ক–এর প্রাণীর—

i. পুচ্ছ পাখনা হোমোসার্কাল

ii. মুখছিদ্র প্রান্তীয়

iii. পটকা ফুসফুসের ন্যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৬. কোনটি মলাস্কা পর্বের প্রাণীতে পাওয়া যায়?

ক. রেডুলা

খ. নেফ্রিডিয়া

গ. ট্রকোফোর লার্ভা

ঘ. ট্যাগমাটা

৩৭. Scoliodon laticaudus-এর আঁশ কোন ধরনের?

ক. সাইক্লয়েড খ. প্ল্যাকয়েড

গ. টিনয়েড ঘ. গ্যানয়েড

সঠিক উত্তর

অধ্যায় ১: ২৬.ক ২৭.ঘ ২৮.ক ২৯.ঘ ৩০.খ ৩১.ক ৩২.খ ৩৩.খ ৩৪.ক ৩৫.ক ৩৬.ক ৩৭.খ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন