ষষ্ঠ শ্রেণি - বাংলা ১ম পত্র | মিনু : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

মিনু

৪১. বাবা বিদেশ গেছে—এ খবর মিনুকে কে বলেছিল?

ক. প্রতিবেশীরা খ. পিসেমশাই

গ. পিসিমা ঘ. মাসিমা

৪২. সরু ডালে কখন একটি হলদে পাখি এসে বসল?

ক. ঝড়ের সময়

খ. বসন্তের সময়

গ. মিনুর বাবা বিদেশ থেকে এলে

ঘ. টুনুর বাবা বিদেশ থেকে এলে

৪৩. সরু ডালে হলদে পাখির আগমন কিসের বার্তা বহন করে?

ক. দুঃসময়ের

খ. সুসময়ের

গ. বাবার ফিরে আসার

ঘ. বসন্তের আগমনের

৪৪. ‘খিড়কি’ বলতে কী বোঝায়?

ক. রান্নাঘরে যাওয়ার দরজা

খ. ছাদে যাওয়ার দরজা

গ. বাড়ির পেছনের দরজা

ঘ. বাড়ির সামনের দরজা

৪৫. মিনু রোমাঞ্চিত হয়ে উঠল কেন?

ক. সইয়ের উনুনের আঁচ দেখে

খ. শুকতারা দেখে

গ. হলদে পাখি দেখে

ঘ. লাল পূর্বাকাশ দেখে

৪৬. লোকে কাকে মহৎ লোক বলে জানে?

ক. যোগেন বসাককে

খ. হরলাল দত্তকে

গ. হরিদাশ পালকে

ঘ. হরেন কানাইকে

৪৭. মিনুর সব আশা-ভরসার প্রতীক কী?

ক. হলদে পাখি খ. বোলতা

গ. শুকতারা ঘ. কাঁঠালের ডাল

৪৮. ‘একটি দরকারি কাজ হয়নি’ মিনুর সেই দরকারি কাজ কী?

ক. পানি ভরা খ. ছাদে যাওয়া

গ. কয়লা ভাঙা ঘ. উনুন জ্বালানো

৪৯. যে কানে কম শোনে এক কথায় তাকে বলে?

ক. কানা খ. কালা

গ. বাচাল ঘ. বোবা

৫০. সূর্যকে প্রদক্ষিণকারী জ্যোতিষ্ককে এক কথায় বলে?

ক. উল্কা খ. নক্ষত্র

গ. উপগ্রহ ঘ. গ্রহ

সঠিক উত্তর

মিনু: ৪১.ঘ ৪২.ঘ ৪৩.গ ৪৪.গ ৪৫.গ ৪৬.ক ৪৭.ক ৪৮.খ ৪৯.খ ৫০.ঘ

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)