এইচএসসি ২০২২ - বাংলা ২য় পত্র | বাক্য শুদ্ধ করে লেখো (২৬-৩০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

বাক্য শুদ্ধ করে লেখো

২৬। অশুদ্ধ: প্রয়াত কবিকে আমরা সবাই অশ্রুজ্বলে বিদায় দিলাম।

শুদ্ধ: প্রয়াত কবিকে আমরা সবাই অশ্রুসিক্ত নয়নে বিদায় দিলাম।

২৭। অশুদ্ধ: শিল্পায়নের সাহায্যে দেশ সমৃদ্ধশালী হতে পারে।

শুদ্ধ: শিল্পায়নের সাহায্যে দেশ সমৃদ্ধ (বা সমৃদ্ধিশালী) হতে পারে।

২৮। অশুদ্ধ: সে কৌতুক করার কৌতুহল সম্বরণ করতে পারল না।

শুদ্ধ: সে কৌতুক করার কৌতূহল সংবরণ করতে পারল না।

২৯। অশুদ্ধ: সে অপমান হইয়াছে।

শুদ্ধ: সে অপমানিত হয়েছে।

৩০। অশুদ্ধ: সে সংকট অবস্থায় পড়েছে।

শুদ্ধ: সে সংকটজনক অবস্থায় পড়েছে।

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

◀ বাক্য শুদ্ধ করে লেখো (২০-২৫)