২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বাংলা ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

সিরাজউদ্দৌলা

৩৮. ‘অর্থসম্পদের চেয়ে সততা অধিক মূল্যবান’—‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন চরিত্রের বিপরীত বৈশিষ্ট্য ফুটে উঠেছে?

ক. লুৎফুন্নেসা খ. ক্লেটন

গ. মীরমদন ঘ. উমিচাঁদ

৩৯. ক্লাইভ কীভাবে উমিচাঁদকে ঠকানোর ব্যবস্থা করেন?

ক. ভুল বুঝিয়ে খ. বিশ্বাসঘাতকতা করে

গ. সুচারু কৌশলে ঘ. লোভ দেখিয়ে

৪০. ‘আমি গভর্নর ড্রেকের ধ্বংস দেখতে চাই’—উক্তিটি কে কাকে উদ্দেশ করে বলেছে?

ক. উমিচাঁদ, ক্লেটনকে

খ. মানিকচাঁদ, ক্লেটনকে

গ. মানিকচাঁদ, হলওয়েলকে

ঘ. উমিচাঁদ, হলওয়েলকে

৪১. ইংরেজের হয়ে কোম্পানির টাকার জন্য যুদ্ধ করেন কে?

ক. উমিচাঁদ খ. মানিকচাঁদ

গ. রায়দুর্লভ ঘ. ওয়ালি খান

৪২. ‘আমার শেষ যুদ্ধ পলাশীতেই’—উক্তিটি কার?

ক. মোহনলালের খ. সিরাজউদ্দৌলার

গ. মীরমদনের ঘ. সাঁফ্রের

৪৩. ‘এবার আমি আঘাত হানবই’–উক্তিটি কার?

ক. মিরনের খ. মোহনলালের

গ. মীরজাফরের ঘ. সিরাজউদ্দৌলার

আরও পড়ুন

৪৪. ‘গুপ্তচরের সহায়তা ছাড়া আমরা এক পাও এগোতে পারতাম না’—সংলাপটি কার?

ক. মীরজাফরের খ. উমিচাঁদের

গ. রাজবল্লভের ঘ. জগৎশেঠের

৪৫. ঘসেটি বেগমের জীবনযাপন কেমন ছিল?

ক. জাঁকজমকপূর্ণ খ. উচ্ছৃঙ্খল

গ. সাদামাটা ঘ. নিম্নশ্রেণির

৪৬. রাইসুল জুহালা চরিত্রে কোন বৈশিষ্ট্যটি দেখা য়ায়?

ক. ক্লাইমেক্স খ. ভাবগাম্ভীর্য

গ. হাস্যরস ঘ. দুঃখবোধ

৪৭. ফরাসি সৈনিক সাঁফ্রের চারিত্রিক বৈশিষ্ট্য কোনটি?

ক. উচ্ছৃঙ্খল খ. বিশ্বাসঘাতকতা

গ. ন্যায়পরায়ণতা ঘ. দায়িত্বশীলতা

৪৮. ওয়ালি খান ইংরেজদের হয়ে যুদ্ধ করেছেন কেন?

ক. নিজে নবাব হওয়ার জন্য

খ. ব্রিটিশদের মর্যাদা রক্ষার জন্য

গ. কোম্পানির টাকার জন্য

ঘ. বাঙালির বীরত্ব প্রমাণের জন্য

৪৯. ‘আপনিই এখন কমান্ডার ইন চিফ’—উমিচাঁদ কার উদ্দেশে এ সংলাপ বলেছেন?

ক. ক্লেনটনকে খ. হলওয়েলকে

গ. ওয়াটসকে ঘ. মিনচিনকে

৫০. পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার কটি কামান ছিল?

ক. ৩০টি মতো খ. ৪০টির মতো

গ. ৪৫টির মতো ঘ. ৫৩টির মতো

৫১. নবাব সিরাজউদ্দৌলার মুর্শিদাবাদে পালিয়ে আসার কারণ কী?

ক. প্রাণের ভয়ে

খ. গুপ্তচরের পরামর্শে

গ. যুদ্ধের কৌশল আঁটতে

ঘ. রাজ্যের স্বাধীনতা রক্ষায়

৫২. সিরাজউদ্দৌলা কোথায় বন্দী হয়েছেন?

ক. আলীনগরে খ. কলকাতায়

গ. পলাশীতে ঘ. ভগবানগোলায়

৫৩. ‘সিরাজউদ্দৌলা এখন কয়েদি, ওয়ার ক্রিমিনাল’—উক্তিটি কার?

ক. মীরজাফরের খ. লর্ড ক্লাইভের

গ. মিরনের ঘ. ওয়াটসের

৫৪. নিচের কে কৃতঘ্ন?

ক. মোহাম্মদী বেগ খ. মোহনলাল

গ. উমিচাঁদ ঘ. মানিকচাঁদ

সঠিক উত্তর

সিরাজউদ্দৌলা: ৩৮.ঘ ৩৯.গ ৪০.ঘ ৪১.ঘ ৪২.ক ৪৩.গ ৪৪.ঘ ৪৫.ক ৪৬.গ ৪৭.ঘ ৪৮.গ ৪৯.খ ৫০.ঘ ৫১.গ ৫২.ঘ ৫৩.খ ৫৪.ক

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

আরও পড়ুন