এইচএসসি ২০২২ - সমাজকর্ম ১ম পত্র | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

২১. জাকাতের অর্থ ব্যয়ের খাত কয়টি?

ক. ৬টি খ. ৭টি

গ. ৮টি ঘ. ৯টি

২২. এতিমখানা প্রতিষ্ঠার গুরুত্ব হলো—

i. অনাথ শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা

ii. পরিত্যক্ত শিশুদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে সহায়তা করে

iii. এতিম শিশুদের আনন্দ বিলাসে সহায়তা করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৩. ধর্মগোলা প্রতিষ্ঠা করা হয়েছিল—

i. স্থানীয় পর্যায়ে দুর্ভিক্ষ মোকাবিলার লক্ষ্যে

ii. স্থানীয় কৃষকদের মধ্যে শস্য বিতরণ

iii. স্থানীয় পর্যায়ে খাদ্যভাব মোকাবিলার লক্ষ্যে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৪. হাজী মুহসীনকে বঙ্গের হাতেম বলে আখ্যায়িত করেছেন কে?

ক. কাজী নজরুল ইসলাম

খ. গোলাম মোস্তফা

গ. কায়কোবাদ

ঘ. ফররুখ আহমেদ

২৫. হিন্দু আইনে স্বীকৃত কোনটি?

ক. ধর্মগোলা খ. ওয়াকফ

গ. সরাইখানা ঘ. দেবোত্তর

২৬. লঙ্গরখানার বাংলা প্রতিশব্দ কী?

ক. সরাইখানা খ. ধর্মগোলা

গ. অন্নছত্র ঘ. এতিমখানা

২৭. বর্তমান সময়ের সমাজসেবা কেমন?

ক. সংকীর্ণ ও সীমাবদ্ধ

খ. সংগঠিত ও পরিকল্পিত

গ. রক্ষণশীল ও পরিকল্পিত

ঘ. অযাচিত ও সীমাবদ্ধ

২৮. বেগম রোকেয়া কোন গ্রন্থটি অসমাপ্ত রেখে যান?

ক. নারীর অধিকার খ. পদ্মরাগ

গ. মতিচূর ঘ. অবরোধবাসিনী

২৯. ছিয়াত্তরের মন্বন্তরে এ দেশের কতজন লোক অনাহারে ও পীড়ায় মৃত্যুবরণ করে?

ক. এক-তৃতীয়াংশ খ. দুই-তৃতীয়াংশ

গ. দুই-চতুর্থাংশ ঘ. এক-চতুর্থাংশ

৩০. কোনটির ইংরেজি প্রতিশব্দ Inn?

ক. ধর্মগোলা খ. লঙ্গরখানা

গ. সরাইখানা ঘ. বায়তুল মাল

সঠিক উত্তর

অধ্যায় ৪: ২১.গ ২২.ক ২৩.খ ২৪.খ ২৫.ঘ ২৬.গ ২৭.খ ২৮.ক ২৯.ক ৩০.গ

মাহমুদ বিন আমিন, প্রভাষক, মুন্সীগঞ্জ সরকারি কলেজ, মুন্সীগঞ্জ.

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)