এইচএসসি ২০২২ - ভূগোল ১ম পত্র | অধ্যায় ৬ : বহুনির্বাচনি প্রশ্ন (৮১-৯০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৬

৭১. কোন ঋতুতে জলবায়ুর কিছুটা তারতম্য পরিলক্ষিত হয়?

ক. শীত খ. গ্রীষ্ম

গ. বর্ষা ঘ. প্রত্যেক

৭২. জলবায়ু পরিবর্তনের ফলে—

i. মানুষের পেশাগত পরিবর্তন ঘটেছে

ii. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে

iii. বিভিন্ন প্রজাতির প্রাণী বিপন্ন হচ্ছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭৩. ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য হলো—

i. বৃষ্টিবহুল শীতকাল ও বৃষ্টিহীন গ্রীষ্মকাল

ii. মহাদেশগুলোর পশ্চিমাংশে এ জলবায়ু দেখা যায়

iii. রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়া

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭৪. কলকারখানার ধোঁয়া থেকে নির্গত হয় কোনটি?

ক. নিয়ন

খ. কার্বন

গ. জেনন

ঘ. আর্গন

৭৫. ভূমধ্যসাগরীয় অঞ্চলে গ্রীষ্মকালে রাতের তাপমাত্রা অনেক কমে যায় কেন?

ক. মেঘমুক্ত থাকে বলে

খ. মেঘ থাকে বলে

গ. প্রচুর বৃষ্টিপাতের কারণে

ঘ. সাগরের কাছে বলে

৭৬. গ্রিনহাউস প্রভাব প্রথম কে আবিষ্কার করেন?

ক. জোসেফ ফোবিয়ার

খ. সোয়াতে আরহেনিয়াম

গ. একস লি পিচেন

ঘ. স্যার ন্যাপিয়ার শ

নিচের উদ্দীপকটি পড়ে ৭৭ ও ৭৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।

মানুষ তার বিলাসী জীবনের বিভিন্ন চাহিদা মেটাতে এমন সব কর্মকাণ্ড করছে, যার জন্য বায়ুমণ্ডলের তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে দেখা দিচ্ছে মানবজীবনে বিভিন্ন দুর্যোগ।

৭৭. উদ্দীপকে উল্লেখিতভাবে তাপমাত্রা বেড়ে যাওয়ার বিষয়টিকে কী বলে?

ক. পরিবেশ দূষণ

খ. বিশ্ব উষ্ণায়ন

গ. বায়ুদূষণ

ঘ. পানিদূষণ

৭৮. উক্ত ঘটনার প্রভাবে—

i. সমুদ্রপৃষ্ঠের পানি স্ফীত হবে

ii. জীববৈচিত্র্য ধ্বংস হবে

iii. পৃথিবীর নিম্নাঞ্চলের বসতবাড়িসমূহ পানিতে তলিয়ে যাবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭৯. কোনটিকে সুদানি জলবায়ু বলা হয়?

ক. ক্রান্তীয় মহাদেশীয়

খ. ক্রান্তীয় মৌসুমি

গ. নিরক্ষীয়

ঘ. উষ্ণ মরু

৮০. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল কত ডিগ্রি অক্ষাংশে অবস্থিত?

ক. ৩০° -৪৫° খ. ৩০° -৫৫°

গ. ৩৫° -৪৪° ঘ. ৩০° -৪৪°

সঠিক উত্তর

অধ্যায় ৬: ৭১.ঘ ৭২.ঘ ৭৩.ঘ ৭৪.খ ৭৫.ক ৭৬.খ ৭৭.খ ৭৮.ঘ ৭৯.ক ৮০.ঘ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৭১-৮০)