বাংলা ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

ফেব্রুয়ারি ১৯৬৯

৪৩. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় থরে থরে কোন ফুল ফুটেছে?

ক. শিউলি খ. বকুল

গ. কৃষ্ণচূড়া ঘ. জবা

৪৪. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কার রক্তে দুঃখিনী মাতার চোখে অশ্রুজল?

ক. ঘাতকের খ. সালামের

গ. বীরের ঘ. ছেলের

৪৫. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কৃষ্ণচূড়া শহরের পথে ফুটে আছে কীভাবে?

ক. নিবিড় হয়ে খ. সুশৃঙ্খল হয়ে

গ. সারি সারি হয়ে ঘ. থরে থরে

৪৬. ওরা শহিদের ঝলকিত রক্তের বুদ্​বুদ— ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় ওরা কারা?

ক. সংগ্রামীরা খ. স্বৈরাচারেরা

গ. কৃষ্ণচূড়া ঘ. বাঙালিরা

৪৭. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় দুঃখিনী মাতার চোখে অশ্রুজল কেন?

ক. পুত্রের শোকে খ. দুঃখী বলে

গ. বীরের রক্তে ঘ. শারীরিক অসুস্থতায়

৪৮. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় সালামের চোখ কেন আলোচিত ঢাকা?

ক. সংগ্রামী চেতনায় খ. জীবনের উচ্ছ্বাসে

গ. কৃষ্ণচূড়া ফুল দেখে ঘ. রাজপথে জনগণ দেখে

৪৯. কবি শামসুর রাহমানের কাছে ‘কৃষ্ণচূড়া স্মৃতিগন্ধে ভরপুর’ কোনটি?

ক. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের

খ. ১৯৬৯ সালের গণ-আন্দোলনের

গ. ১৯৫২ সালের ভাষা আন্দোলনের

ঘ. মুক্তিযুদ্ধে নিহতদের

সঠিক উত্তর

ফেব্রুয়ারি ১৯৬৯: ৪৩.গ ৪৪.গ ৪৫.ক ৪৬.গ ৪৭.গ ৪৮.ক ৪৯.গ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা