বাংলা ২য় পত্র - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

এসএসসি পরীক্ষা ২০২৪ উপলক্ষে বাংলা ২য় পত্রের পরিচ্ছেদ ২০, পরিচ্ছেদ ২১, পরিচ্ছেদ ২২ ও পরিচ্ছেদ ২৩ থেকে বহুনির্বাচনি প্রশ্নগুলো দেখব আজকে।

পরিচ্ছেদ ২০

১. বিশেষণ কার দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে?

ক. বিশেষ্য ও বিশেষণের

খ. বিশেষ্য ও সর্বনামের

গ. বিশেষণ ও ক্রিয়াবিশেষণের

ঘ. বিশেষণ ও অনুসর্গের

২. ‘সবুজ মাঠের পরে আমাদের গ্রাম’—বাক্যটিতে বিশেষণ পদ কোনটি?

ক. মাঠের খ. আমাদের

গ. সবুজ ঘ. পরে

৩. বর্ণবাচক বিশেষণের উদাহরণ কোনটি?

ক. লাল খ. আধা

গ. পাথুরে ঘ. এক

৪. ‘তৃতীয়’ কোন জাতীয় বিশেষণ?

ক. পূরণবাচক খ. পরিমাণবাচক

গ. ক্রমবাচক ঘ. গুণবাচক

৫. যে বিশেষণ দিয়ে রং নির্দেশ করা হয়, তাকে কী বলে?

ক. উপাদানবাচক বিশেষণ

খ. বর্ণবাচক বিশেষণ

গ. ভাববাচক বিশেষণ

ঘ. গুণবাচক বিশেষণ

৬. বাক্যের অন্তর্গত অন্য বিশেষণকে বিশেষিত করে কোন ধরনের বিশেষণ?

ক. অবস্থাবাচক বিশেষণ

খ. বর্ণবাচক বিশেষণ

গ. ভাববাচক বিশেষণ

ঘ. বিধেয় বিশেষণ

৭. যে বিশেষণ দিয়ে গুণ বা বৈশিষ্ট্য বোঝায় তাকে কী বলে?

ক. গুণবাচক বিশেষণ

খ. বর্ণবাচক বিশেষণ

গ. উপাদানবাচক বিশেষণ

ঘ. প্রশ্নবাচক বিশেষণ

৮. ‘আধা কেজি চাল’—এখানে ‘আধা কেজি’ কোন বিশেষণ?

ক. পরিমাণবাচক বিশেষণ

খ. বর্ণবাচক বিশেষণ

গ. অবস্থাবাচক বিশেষণ

ঘ. ক্রমবাচক বিশেষণ

৯. ‘গাড়িটা বেশ জোরে চলছে।’ এই বাক্যে ভাববাচক বিশেষণ কোনটি?

ক. গাড়িটা খ. জোরে

গ. বেশ ঘ. চলছে

সঠিক উত্তর

পরিচ্ছেদ ২০: ১.খ ২.গ ৩.ক ৪.ক ৫.খ ৬.গ ৭.ক ৮.ক ৯.গ

পরিচ্ছেদ ২১

১. বাক্যের উদ্দেশ্য বা কর্তা কী করে বা কর্তার কী ঘটে বা হয়, তা কোন পদের দ্বারা নির্দেশিত হয়?

ক. বিশেষ্য খ. বিশেষণ

গ. ক্রিয়া ঘ. যোজক

২. ধাতুর সঙ্গে কী যুক্ত হয়ে ক্রিয়া হয়?

ক. প্রত্যয় খ. অনুসর্গ

গ. বিভক্তি ঘ. উপসর্গ

৩. ক্রিয়ার রূপ পরিবর্তিত হয় কীভাবে?

ক. পুরুষভেদে খ. শব্দভেদে

গ. বচনভেদে ঘ. লিঙ্গভেদে

৪. নিচের কোন বাক্যটিতে অসমাপিকা ক্রিয়া নেই?

ক. সে গান করে আনন্দ পায়

খ. রাতের বেলা আকাশে চাঁদ ওঠে

গ. ভালো করে পড়াশোনা করবে

ঘ. পড়াশোনা করলে ভালো ফল হবে

৫. ‘রাজীব খেলছে’—এই বাক্যে ‘খেলছে’ শব্দটি কোন পদ?

ক. অব্যয় খ. বিশেষ্য

গ. ক্রিয়া ঘ. সর্বনাম

৬. অন্যকে দিয়ে করা বোঝালে কোন ক্রিয়া হয়?

ক. সরল ক্রিয়া খ. প্রযোজক ক্রিয়া

গ. নাম ক্রিয়া ঘ. যৌগিক ক্রিয়া

৭. সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে, তাকে কী বলে?

ক. সংযোগ ক্রিয়া খ. নাম ক্রিয়া

গ. সরল ক্রিয়া ঘ. যৌগিক ক্রিয়া

৮. ক্রিয়ার প্রথম অংশকে কী বলে?

ক. শব্দ খ. শব্দমূল

গ. ধাতু ঘ. ক্রিয়া বিভক্তি

৯. ‘শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে।’—এটি বাক্যের কোন ধরনের ক্রিয়ার ব্যবহার?

ক. নাম ধাতুর ক্রিয়া

খ. প্রযোজক ক্রিয়া

গ. যৌগিক ক্রিয়া

ঘ. মিশ্র ক্রিয়া

১০. যে ক্রিয়া দিয়ে ভাব সম্পূর্ণ হয়, তাকে কী বলে?

ক. সমাপিকা ক্রিয়া খ. অসমাপিকা ক্রিয়া

গ. অকর্মক ক্রিয়া ঘ. সকর্মক ক্রিয়া

১১. অসমাপিকা ক্রিয়া কয় ধরনের হয়?

ক. ২ ধরনের খ. ৩ ধরনের

গ. ৪ ধরনের ঘ. ৫ ধরনের

১২. বাক্যের মধ্যে কর্মের উপস্থিতির ভিত্তিতে ক্রিয়া কত প্রকার?

ক. ২ প্রকার খ. ৩ প্রকার

গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার

১৩. ‘সে বই পড়ছে।’—এ বাক্যে কোন ধরনের ক্রিয়া ব্যবহৃত হয়েছে?

ক. প্রযোজক ক্রিয়া খ. নাম ক্রিয়া

গ. অকর্মক ক্রিয়া ঘ. সকর্মক ক্রিয়া

১৪. গঠন বিবেচনায় ক্রিয়া কত প্রকার?

ক. ২ প্রকার খ. ৩ প্রকার

গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার

১৫. বিশেষ্য, বিশেষণ বা ধ্বনাত্মক শব্দের শেষে -আ বা -আনো প্রত্যয়যোগে কোন ক্রিয়া গঠিত হয়?

ক. সরল ক্রিয়া খ. নাম ক্রিয়া

গ. সংযোগ ক্রিয়া ঘ. যৌগিক ক্রিয়া

১৬. ‘আকাশে বিদ্যুৎ চমকায়।’—এ বাক্যে কোন ধরনের ক্রিয়া ব্যবহৃত হয়েছে?

ক. সরল ক্রিয়া খ. প্রযোজক ক্রিয়া

গ. যৌগিক ক্রিয়া ঘ. নাম ক্রিয়া

১৭. কিসের পরে করা, কাটা, হওয়া, দেওয়া প্রভৃতি ক্রিয়া যুক্ত হয়ে সংযোগ ক্রিয়া গঠিত হয়?

ক. বিশেষ্য খ. বিশেষণ

গ. ধ্বনাত্মক অব্যয় ঘ. সবগুলোই

১৮. কোন বাক্যটিতে যৌগিক ক্রিয়াপদ রয়েছে?

ক. তুমি এখন এগিয়ে চলো।

খ. আমি এইমাত্র এলাম।

গ. শিক্ষক মহোদয় বাংলা পড়াচ্ছেন।

ঘ. হামিদকে দেখে খুশি হলাম।

১৯. বাক্যের অপরিহার্য পদ কোনটি?

ক. নামপদ খ. ক্রিয়াপদ

গ. কর্মপদ ঘ. কর্তৃপদ

২০. ‘বৃষ্টি হতে পারে।’—এই বাক্যে ‘হতে পারে’ কোন পদের উদাহরণ?

ক. বিশেষ্য খ. সর্বনাম

গ. অব্যয় ঘ. ক্রিয়া

২১. ‘বাজারে সবজির দাম কমছে না।’—এই বাক্যে ‘কমছে’ কোন ক্রিয়া?

ক. প্রযোজক খ. সংযোগ

গ. যৌগিক ঘ. নাম

২২. ‘মরচে ধরা’ কোন ক্রিয়াযোগে গঠিত?

ক. প্রযোজক ক্রিয়া খ. নাম

গ. সংযোগ ক্রিয়া ঘ. যৌগিক ক্রিয়া

সঠিক উত্তর

পরিচ্ছেদ ২১: ১.গ ২.গ ৩.ক ৪.খ ৫.গ ৬.খ ৭.ঘ ৮.গ ৯.খ ১০.ক ১১.খ ১২. খ ১৩. ঘ ১৪. ঘ ১৫. খ ১৬. ঘ ১৭. ঘ ১৮. ক ১৯. খ ২০. ঘ ২১. ঘ ২২. গ

আরও পড়ুন

পরিচ্ছেদ ২২

১. যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে, তাকে কী বলে?

ক. ক্রিয়া–বিশেষ্য খ. ক্রিয়া বিশেষণ

গ. গুণ–বিশেষ্য ঘ. অনুসর্গ

২. কোনটি কালবাচক ক্রিয়া বিশেষণ?

ক. তিনি এখানে এসেছিলেন

খ. ছেলেটি দ্রুত দৌড়ায়

গ. গতকাল তিনি ঘুরে গিয়েছেন

ঘ. একটু ঘুরে আসুন না!

৩. নিচের কোনটি একপদী ক্রিয়া বিশেষণের উদাহরণ?

ক. জোরে জোরে খ. ভয়ে ভয়ে

গ. মরতে মরতে ঘ. যায় যায়

৪. কোনো ক্রিয়া কীভাবে সম্পন্ন হয়, তাকে কোন ধরনের ক্রিয়াবিশেষণ বলে?

ক. ধরনবাচক খ. কালবাচক

গ. নেতিবাচক ঘ. পদাণু

৫. গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণকে কয় ভাগে ভাগ করা যায়?

ক. ২ ভাগে খ. ৩ ভাগে

গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে

৬. ‘মরি তো মরব।’—এ বাক্যে ‘তো’ কোন ধরনের ক্রিয়া বিশেষণ?

ক. কালবাচক খ. নেতিবাচক

গ. পদাণু ঘ. বহুপদী

৭. ‘তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।’—এ বাক্যে ‘কোথাও’ কোন ধরনের ক্রিয়া বিশেষণ?

ক. স্থানবাচক খ. কালবাচক

গ. ধরনবাচক ঘ. বহুপদী

৮. ‘ছেলেটি দ্রুত দৌড়ায়’। এই বাক্যে ‘দ্রুত’ কোন বিশেষণ?

ক. বিশেষ্যের বিশেষণ

খ. অব্যয়ের বিশেষণ

গ. বিশেষণের বিশেষণ

ঘ. ক্রিয়া বিশেষণ

৯. যে ক্রিয়া বিশেষণ ক্রিয়া সম্পাদনের কাল নির্দেশ করে, তাকে কী বলে?

ক. কালবাচক ক্রিয়া বিশেষণ

খ. ধরনবাচক ক্রিয়া বিশেষণ

গ. স্থানবাচক ক্রিয়া বিশেষণ

ঘ. নেতিবাচক ক্রিয়া বিশেষণ

১০. কোন বাক্যে পদাণু ক্রিয়া বিশেষণ আছে?

ক. টিপটিপ বৃষ্টি পড়ছে

খ. সে এখন যাবে না

গ. আমি কি যাব?

ঘ. যথাসময়ে হাজির হও

১১. ‘আমি কি যাব?’ এই বাক্যে কোন ক্রিয়া বিশেষণ রয়েছে?

ক. ধরনবাচক খ. পদাণু

গ. স্থানবাচক ঘ. কালবাচক

সঠিক উত্তর

পরিচ্ছেদ ২২: ১.খ ২.গ ৩.ক ৪.ক ৫.ক ৬.গ ৭.ক ৮.খ ৯.ক ১০.গ ১১.খ

পরিচ্ছেদ ২৩

১. অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায়?

ক. ২ ভাগে খ. ৩ ভাগে

গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে

২. সাধারণ অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে?

ক. মাথার উপরে নীল আকাশ

খ. ভালো করে খেয়ে নাও

গ. মন দিয়ে লেখাপড়া করো

ঘ. বহুদিন ধরে অপেক্ষা করে আছি

৩. নিচের কোনটিতে ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে?

ক. এমন কাজ তোমার দ্বারা হবে না

খ. কার কাছে গেলে জানা যাবে?

গ. সবার সামনে থাকবে

ঘ. তুমি আসবে বলে দাঁড়িয়ে আছি

৪. ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে কোন অনুসর্গ?

ক. ক্রিয়াজাত অনুসর্গ খ. ক্রিয়ামুখী অনুসর্গ

গ. ক্রিয়াধর্মী অনুসর্গ ঘ. ক্রিয়ালগ্ন অনুসর্গ

৫. অনুসর্গ বসে এমন শব্দের শেষে কোন বিভক্তি যুক্ত হতে পারে?

ক. অ, য় খ. কে, রে

গ. কে, র ঘ. এ, তে

৬. সাধারণ অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোন বাক্যে?

ক. ভালো করে খেয়ে নাও

খ. আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা

গ. সে সঙ্গে যাবে বলে তৈরি হয়ে এসেছে

ঘ. মন দিয়ে লেখাপড়া করা দরকার

সঠিক উত্তর

পরিচ্ছেদ ২৩: ১.ক ২.ক ৩.ঘ ৪.ক ৫.গ ৬.খ

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]

আরও পড়ুন