এসএসসি ২০২৩ - বাংলা ১ম পত্র | আমার পরিচয় : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
সেইদিন এই মাঠ
১. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কোন জাতীয় রচনা?
ক. প্রবন্ধ খ. উপন্যাস
গ. নাটক ঘ. ছোটগল্প
২. ‘আমার পরিচয়’ কবিতায় কতটি নদী কবিকে তাঁর আগমনের স্থান সম্পর্কে জিজ্ঞেস করে?
ক. এগারোশত খ. বারোশত
গ. তেরোশত ঘ. চৌদ্দশত
৩. বাংলার তেরোশত নদী কবিকে কী প্রশ্ন করেছিল?
ক. কোথা থেকে তুমি এলে?
খ. তোমার নিবাস কোথায়?
গ. তোমার প্রধান খাবার কী?
ঘ. তুমি কি মাছে–ভাতে বাঙালি?
৪. ‘কোথা থেকে তুমি এলে?’ কে শুধায়?
ক. গাছ খ. প্রকৃতি
গ. আলপথ ঘ. নদী
৫. ‘আমার পরিচয়’ কবিতার ডিঙার বহরের মালিক কে?
ক. অবন ঠাকুর খ. জয়নুল
গ. হাজী শরীয়ত ঘ. সওদাগর
৬. ‘আমার পরিচয়’ কবিতায় কোন কাহিনির উল্লেখ আছে?
ক. মহুয়ার পালা
খ. বেহুলা লখিন্দর
গ. সাত ভাই চম্পা
ঘ. দেওয়ানা মদিনা
৭. চর্যাপদের পদগুলোর মধ্যে কাদের জীবনচিত্র ফুটে উঠেছে?
ক. উচ্চবিত্ত
খ. মধ্যবিত্ত
গ. অতি সাধারণ মানুষ
ঘ. ভবঘুরে
৮. সৈয়দ শামসুল হক সওদাগরের ডিঙার বহরের কথাটি কেন বলেছেন?
ক. বাঙালির বাণিজ্যের ঐতিহ্য বোঝাতে
খ. নদীমাতৃক বাংলাদেশ বোঝাতে
গ. বাঙালির ব্রিটিশবিরোধী মানসিকতা বোঝাতে
ঘ. বাঙালির অবাধ্যতা বোঝাতে
৯. কবি কার ডিঙার বহর থেকে এসেছেন?
ক. বাউলের খ. সওদাগরের
গ. কৈবর্তের ঘ. সূর্যসেনের
১০. ‘ডিঙার বহর’ কোন ব্যঞ্জনাবাহক?
ক. ডিঙার সমাবেশ
খ. নদীমাতৃক বাংলা
গ. বাণিজ্য–ঐতহ্য
ঘ. প্রবল ব্যক্তিত্ব
সঠিক উত্তর
আমার পরিচয়: ১.গ ২.গ ৩.ক ৪.ঘ ৫.ঘ ৬.ক ৭.গ ৮.ক ৯.খ ১০.গ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা