এইচএসসি ২০২৩ - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১২১-১৩০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

১২১. অফিস অটোমেশনের ফলে যেসব সুবিধা পাওয়া যায়—

i. কাজের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি পায়

ii. কর্মীদের জবাবদিহি নিশ্চিত করা যায়

iii. কর্মপরিবেশ উন্নত হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১২২. স্মার্ট হোম কী?

ক. বহুতল ভবন

খ. আধুনিক সুবিধাসমৃদ্ধ অফিস

গ. হোম অটোমেশন সিস্টেম

ঘ. স্থানান্তর করা যায় এমন বাড়ি

১২৩. একটি স্মার্ট হোমে যেসব সুবিধা পাওয়া যায়–

i. দরজা–জানালা স্বয়ংক্রিয়ভাবে খোলা ও বন্ধ করা যায়

ii. কমান্ডের সাহায্যে ওভেন, ফ্রিজ, ওয়াশিং মেশিন ইত্যাদি চালানো যায়

iii. বাসার বাইরে থেকে কমান্ড দিয়ে হিটিং বা কুলিং সিস্টেম চালু করা যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১২৪. কোনটি ই-কমার্সের অন্তর্ভুক্ত নয়?

ক. বিপণন খ. সরবরাহ

গ. লেনদেন ঘ. কুরিয়ার

১২৫. ই-কমার্সের সুবিধা কোনটি?

ক. বিজ্ঞাপন ও বিপণন

খ. আইন প্রণয়ন ও প্রয়োগ

গ. লেনদেনের নিরাপত্তা

ঘ. পণ্যের গুণগত মান যাচাই

১২৬. তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিনোদনের জগৎকে যেভাবে সমৃদ্ধ করে—

i. বহু প্রাচীন শিল্পনিদর্শন ও সাহিত্যকে অনলাইনে সংরক্ষণ করে

ii. শিল্প ও সাহিত্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়ে

iii. গ্রাহক সেবার মান বাড়িয়ে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১২৭. ইন্টারনেটের মাধ্যমে অতি সহজে বিভিন্ন দেশের সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার ফলে–

i. দেশীয় সংস্কৃতির পরিবর্তন হচ্ছে

ii. বিজাতীয় সংস্কৃতির চর্চা বৃদ্ধি পাচ্ছে

iii. দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১২৮. ভার্চ্যুয়াল রিয়েলিটি ব্যবহারের ফলে মানুষ–

i. কানে কম শুনতে পারে

ii. বাস্তবতা বিবর্জিত হয়ে উঠতে পারে

iii. মনুষ্যত্ব হারিয়ে ফেলতে পারে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১২৯. রোবট ব্যবহৃত হয়—

i. বাসাবাড়িতে গৃহস্থালি কাজে

ii. পরিকল্পনা প্রণয়নে

iii. খনির অভ্যন্তরীণ কাজে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৩০. কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোণ পর্যন্ত ঘোরানো যায়?

ক. ৯০ ডিগ্রি খ. ১৮০ ডিগ্রি

গ. ২৭০ ডিগ্রি ঘ. ৩৬০ ডিগ্রি

সঠিক উত্তর

অধ্যায় ১: ১২১.ঘ ১২২.গ ১২৩.ঘ ১২৪.ঘ ১২৫.ক ১২৬.ক ১২৭.ঘ ১২৮.ঘ ১২৯.খ ১৩০.ঘ

এস কে এম মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা