ডিজিটাল প্রযুক্তি - নবম শ্রেণি নতুন শিক্ষাক্রম নতুন বই

নবম শ্রেণির পড়াশোনা

শিখন অভিজ্ঞতা ১

সেশন-৯: বুলেটিন উদ্বোধন

আমরা নিজেরা নিজেদের অভিনন্দন জানাতে পারি। নবম শ্রেণির শুরু থেকেই একটু একটু কাজ করে আজ আমরা নিজেদের একটি বুলেটিন প্রকাশ করতে যাচ্ছি। আমরা আমাদের কাজগুলো সেশন সময়ে বসে আপলোড দেব। আপলোড দেওয়া শেষ হলে শ্রেণি সময়ের মধ্যে বা পরে অতিথিদের উপস্থিতিতে নিজেদের বুলেটিন পাবলিশ করব। আমাদের এই বুলেটিন তৃতীয় অভিজ্ঞতায় যখন আমাদের বিদ্যালয়ের ওয়েবসাইট বানাব, সেই ওয়েবসাইটের সঙ্গে যুক্ত করে দেব।

আজ বাড়ি ফিরে আমাদের আর্টিকেলটি আমাদের অভিভাবককে দেখাতে পারি। আমাদের বুলেটিনের ওয়েব ঠিকানা অভিভাবকদের পাঠিয়ে দিলে তাঁরা দেখে নেবেন এবং নিচে মতামত দেবেন। ইন্টারনেট–সুবিধা না থাকলে আমরা কাগজে লিখেও অভিভাবককে দেখাতে পারি।

বিদ্যালয় বুলেটিন সম্পর্কে অভিভাবকের মতামত (লিখে অথবা তারকা চিহ্ন দিয়ে মতামত জানাবেন)

আরও পড়ুন

∎ রূপনগর বিদ্যালয় মিডিয়া বুলেটিনে শ্রেণিতে শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণের তথ্য সমৃদ্ধ হয়েছে।

∎ ছবি যুক্ত করাটি খুবই আকষর্ণীয় ও সামঞ্জস্যপূর্ণ।

আত্মমূল্যায়ন: আমরা বাড়িতে গিয়ে আরেকটি কাজ করব, তা হলো আত্মমূল্যায়ন। নিচের তিনটি ঘরে নিজের মতামত লিখি। এই মতামতগুলো পরবর্তী সময় আমাদের মূল্যায়নের অংশ হবে।

এই অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি নতুন যা শিখলাম

আমি শ্রেণি কার্যক্রমের অংশগ্রহণমূলক কনটেন্ট লিখতে পারছি। একটি ক্লাসরুমে নিয়ম–শৃঙ্খলা থাকলে পড়াশোনার উন্নতি হয় এবং সহপাঠীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নতি হয়।

নতুন শেখা আমার জীবনের যে যে ক্ষেত্রে কাজে লাগবে বলে মনে করি

∎ আত্মবিশ্বাস, ∎ বন্ধুত্বপূর্ণ আচরণ

∎ সহযোগিতামূলক মনোভাব

∎ শৃঙ্খলাবোধ

∎ দায়িত্বশীলতা

∎ সহমর্মিতা

তথ্য যাচাই ও উপস্থাপনে আর কী কী নতুন কৌশল আমি জানতে চাই

∎ লেখনির চিন্তাভাবনা, ∎ কনটেন্ট আপডেট, ∎ সৃজনশীলতা,

∎ সহজবোধ্যতা

সফলভাবে বিদ্যালয় বুলেটিন তৈরির কাজ শেষ করার জন্য সবাইকে অভিনন্দন।

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন