এসএসসি ২০২২ - জীববিজ্ঞান | অধ্যায় ১১ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১১

নিচের চিত্রটি দেখে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও

২১. A চিহ্নিত অংশটির নাম কী?

ক. গর্ভাশয় খ. গর্ভদণ্ড

গ. গর্ভমুণ্ড ঘ. গর্ভপত্র

২২. B চিহ্নিত অংশটি—

i. গর্ভদণ্ড

ii. গর্ভমুণ্ড

iii. গর্ভপত্রের একটি অংশ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৩. পতঙ্গপরাগী ফুল কোনটি?

ক. ধান খ. সরিষা

গ. তাল ঘ. মাদার

২৪. প্রাণিপরাগী ফুল কোনটি?

ক. ধান খ. পাতাশেওলা

গ. সরিষা ঘ. কদম

২৫. পরাগরেণু বিভাজনের ফলে উৎপন্ন বৃহৎ কোষটিকে কী বলে?

ক. নালিকোষ

খ. জেনারেটিভ কোষ

গ. পরাগনালি

ঘ. রেণুরন্ধ্র

২৬. সস্যকোষের প্রকৃতি কী রূপ?

ক. হ্যাপ্লয়েড

খ. ডিপ্লয়েড

গ. ট্রিপ্লয়েড

ঘ. টেট্রাপ্লয়েড

২৭. গর্ভযন্ত্রে কতটি সহকারী কোষ থাকে?

ক. ১ খ. ২

গ. ৩ ঘ. ৪

২৮.‘হাতিশুঁড়’ কী ধরনের ফুল?

ক. অবৃন্তক খ. বৃন্তক

গ. একলিঙ্গ ঘ. উভলিঙ্গ

২৯. সবুজ বৃতি কী কাজে অংশ নেয়?

ক. অক্সিজেন তৈরিতে

খ. খাদ্য তৈরিতে

গ. পোকামাকড় আকর্ষণ করতে

ঘ. কার্বন ডাই–অক্সাইড গ্রহণে

৩০. পাপড়ি সাধারণত—

i. রঙিন হয়

ii. রোদ–বৃষ্টি থেকে রক্ষা করে

iii. পরাগায়নে সাহায্য করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১১: ২১.গ ২২.খ ২৩.খ ২৪.ঘ ২৫.ক ২৬.গ ২৭.খ ২৮.ক ২৯.খ ৩০.ঘ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, রূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন