গল্পে গল্পে জ্যামিতি-৭

বছরজুড়ে গণিত অলিম্পিয়াডের প্রস্তুতি

পড়ানো শেষ করে রশ্মি ফারিনকে জিজ্ঞাসা করল, তোমার মনে আছে, গতকাল বলেছিলাম তোমার সঙ্গে নতুন একটা জ্যামিতি করব?

জি আপু।

আচ্ছা, তাহলে প্রশ্নটা লিখি।

∆ABC ত্রিভুজের AB = c, BC = a, AC = b বাহুর ওপর যথাক্রমে CE, AF ও BG লম্ব। প্রমাণ করতে হবে, [∆ABC] = pR, যেখানে p হলো ∆EFG ত্রিভুজের অর্ধপরিসীমা এবং R হলো ∆ABC ত্রিভুজের পরিব্যাসার্ধ।

এখন খেয়াল করো, [∆ABC] ত্রিভুজের সঙ্গে R ও p এর সম্পর্ক বের করতে হবে। একটু চিন্তা করলেই বুঝতে পারবে, [∆ABC] ত্রিভুজের সঙ্গে ∆EFG ত্রিভুজের অন্তব্যাসার্ধের সম্পর্ক বের করতে পারলেই আমরা মূল সম্পর্কটা বের করতে পারব। কারণ, আমরা আগেই জেনেছি, কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হলো ওই ত্রিভুজের অর্ধপরিসীমা ও অন্তব্যাসার্ধের গুণফলের সমান।

তবে শুরুতে আমাদের ∆ABC ত্রিভুজের পরিব্যাসার্ধ Rএর সঙ্গে ∆EFG ত্রিভুজের পরিব্যাসার্ধের (X ধরে) সম্পর্ক বের করতে হবে। এবার চিত্রটা এঁকে নিই।

শুরুতে কোণ নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করি। দেখো, ∠GAO = ∠GEO। কারণ, AGOE বৃত্তস্থ চতুর্ভুজ এবং ∠FBO = ∠FEO। কারণ, BFOE বৃত্তস্থ চতুর্ভুজ। আবার,

∠GAO = ∠FBO।(কেন বলো তো!)

∴ ∠GEO = ∠FEO।

একইভাবে,

∠GFO = ∠EFO এবং ∠EGO = ∠FGO

এখন, OE, OF ও OG রেখা বর্ধিত করি, যা বৃত্তকে যথাক্রমে R, P ও Q বিন্দুতে ছেদ করে।

চিত্রে লক্ষ করলে বুঝবে, ∆PQR ও ∆ABC উভয় ত্রিভুজের পরিব্যাসার্ধ একই, অর্থাৎ R।

আবার, ∆PQR ও ∆EFG ত্রিভুজসদৃশ এবং তাদের অনুরূপ বাহুদ্বয়ের অনুপাত 1: 2।

এটা আবার কীভাবে সম্ভব?

দেখো, ∠FAB = ∠BCE ও ∠BCE = ∠BAR (একই চাপ BRএর ওপর দণ্ডায়মান)।

ফলে ∠FAB = ∠BAR এবং AE⊥OR। তাহলে, AE, OR রেখাকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ OE = ER।

একইভাবে, OF = FP, OG = GQ।

তাই ∆PQR ও ∆EFG ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমান্তরাল। বাকিটা তুমিই প্রমাণ করতে পারবে এখন।

তাহলে এখন আমরা বলতে পারি,

X = R/2 …(i),

কেননা দুটি সদৃশ ত্রিভুজের বাহুর অনুপাত 1: 2 হলে তাদের পরিব্যাসার্ধের অনুপাতও 1: 2 হবে।

আচ্ছা ফারিন, তুমি কি ∆EFG ত্রিভুজের পরিব্যাসার্ধ X ও অন্তব্যাসার্ধের (r ধরে) মধ্যে সম্পর্কটা জানো?

হ্যাঁ আপু, গণিত ইশকুলের পাতায় প্রমাণটা দেখেছিলাম।

তাহলে, X = efg/4rp …(ii), যেখানে,

EF = g, FG = e, EG = f এবং p হলো ∆EFGএর অর্ধপরিসীমা।

(i) হতে পাই, R/2 = efg/4rp

বা, efg/2r = pR …(iii)

এখন, ∆AOC~∆EOF, ফলে, b/GO = g/r

∆BOC~∆GOE, ফলে, a/FO = f/r

এবং , ∆AOB~∆GOF, ফলে, c/EO = e/r

∴ abc/(GO.FO.EO) = efg/r3 …(iv)

আবার, গল্পে গল্পে জ্যামিতি-৬ (মনে না থাকলে পড়ে এসো এখনই) থেকে পাই,

GO.FO.EO = efg × ∆[EFG]/p2

এবং (iv) হতে পাই,

abc/(efg × [∆EFG]/p2) = efg/r3

বা, abc = {(efg)2 × [∆EFG]}/p2r3

বা, abc = {(efg)2 × pr}/p2r3

বা, abc = (4/p) × (efg/2r)2

বা, abc = (4/p) × (pR)2 [(iii) হতে]

বা, abc/4R = pR

∴ [∆ABC] = pR

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন