‘আমার নাকটা ঠিকঠাক নয়’
নিজেদের রং-রূপ নিয়ে নানান সময়ে নানাভাবে কটাক্ষের শিকার হয়েছেন বিটাউনের একাধিক নায়িকা। কিন্তু এসবকে মোটেও পাত্তা দেননি তাঁরা, প্রতিভার জোরে বলিউড সাম্রাজ্যে নিজের জমি পাকাপোক্ত করেছেন। তাঁদেরই একজন ইয়ামি গৌতম। ক্যারিয়ারের শুরুর দিকে এই বিটাউন রূপসীকেও নিজের রূপ নিয়ে নানাভাবে হেনস্তা হতে হয়েছিল। অথচ এখন ইয়ামির সৌন্দর্যে ৯ থেকে ৯০—সবাই কুপোকাত।
ইয়ামি গৌতম সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয়সফর নিয়ে কিছু কথা বলেছেন। ক্যারিয়ারের গোড়ার দিকে নিজের লুক নিয়ে তাঁকে অনেক সমালোচনা শুনতে হয়েছে বলে জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে ইয়ামি বলেছেন, ‘আমার অভিনয়সফর শুরুর দিকে যাঁর সঙ্গেই দেখা হতো, তিনি আমার নাক আর “টোল” নিয়ে কিছু একটা মন্তব্য করতেনই। অনেকের মতে, আমার টোল ঠিক জায়গায় নেই। নাকটা ঠিকঠাক নয়। এমনকি অনেকে বলেছেন যে আমি দেখতে সুন্দর, তবে লুক ভীষণই সাধারণ।’
এই বলিউড তারকা বলেছেন যে এ ধরনের মন্তব্যে শুরুতে তিনি হতাশ হতেন। পরে আর এসবকে বিন্দুমাত্র পাত্তা দিতেন না। শুধু নিজের কাজটা করে গেছেন। আর তাই নবাগতদের উদ্দেশে ইয়ামি বলেছেন, ‘যাঁরা অভিনয়কে নিজের ক্যারিয়ার বানাতে চান, তাঁরা যেন এ ধরনের মন্তব্যকে গুরুত্ব না দেন। প্রত্যেকের নিজের প্রতিভার ওপর বিশ্বাস রাখা উচিত। আর তা সম্মান করা প্রয়োজন।’
ইয়ামিকে আগামী দিনে একাধিক দারুণ সব ছবিতে দেখা যাবে। ‘দশবী’, ‘লস্ট’, ‘আ থার্সডে’ আর ‘ওহ মাই গড টু’ ছবির মূল চরিত্রে আছেন তিনি। এ বছর ইয়ামি চিত্রপরিচালক আদিত্য ধরকে বিয়ে করেছেন।