শরীরে আঘাতের চিহ্ন, নতুন ছবিতে ভয়ংকর রূপে হাজির রণবীর

রণবীর কাপুর
ছবি : এএফপি

প্রথম হিন্দি সিনেমা ‘কবীর সিং’ সুপারহিট হলেও ব্যাপক সমালোচিত হয়েছিলেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। ছবিটিতে নারীদের হেয় করা হয়েছে বলে মন্তব্য করেছিলেন অনেক সমালোচক। এ ছাড়া ছবিটিতে নিষ্ঠুরতার দৃশ্য নিয়েও সমালোচনা হয়। তখনই এসবে পাত্তা না দিয়ে পরিচালক বলেছিলেন, পরের ছবিতে আরও বেশি সহিংসতা দেখাবেন তিনি। তার প্রমাণ মিলল এবার।

আগেই জানা গিয়েছিল, সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরের ছবি ‘অ্যানিমেল’-এ অভিনয় করবেন রণবীর কাপুর। এবার প্রকাশ্যে এসেছে ছবিটির ফার্স্ট লুক। যেখানে রণবীরকে দেখা গেছে খুনির লুকে।

ছবিতে দেখা যায়, রণবীরের শরীরে আঘাতের চিহ্ন, পোশাকে রক্ত, বাহুতে আটকানো কুড়াল; যাতে রক্ত লেগে আছে।

রণবীরের এমন লুক অবশ্য পছন্দ করেছেন ভক্তরা। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি শেয়ার করে বলেন, দুর্দান্ত কিছু আসতে চলেছে।
সিনেমাটি দেখতে দর্শকের অবশ্য অপেক্ষা করতে হবে আরও অনেক দিন। ২০২৩ সালের আগস্ট মাসে। ‘অ্যানিমেল’-এ রণবীর ছাড়া আছেন রাশমিকা মান্দানাও।

ছবিটিতে শুরুতে রণবীরের সঙ্গে অভিনয় করার কথা ছিল পরিণীতি চোপড়ার। কিন্তু পরে তিনি ছবিটি থেকে বেরিয়ে আসেন। তবে কেন ছবিটি করেননি, তা নিয়ে কখনোই মুখ খোলেননি পরিণীতি। ‘অ্যানিমেল’-এর বড় অংশের শুটিং হয়েছে ভারতের হিমাচল প্রদেশে।

রণবীর কাপুর

সন্দীপ রেড্ডি ভাঙ্গা দক্ষিণি পরিচালক। বছর কয়েক আগে তাঁর তেলেগু সিনেমা ‘অর্জুন রেড্ডি’ সুপারহিট হওয়ার পর তিনি আলোচনায় আসেন। ছবিটি দিয়ে তারকাখ্যাতি পান অভিনেতা বিজয় দেবরাকোন্ডাও। পরে ‘অর্জুন রেড্ডি’র হিন্দি রিমেক করেন সন্দীপ—‘কবীর সিং’। সেটি ব্যাপকভাবে ব্যবসাসফল হয়।

আরও পড়ুন
আরও পড়ুন