পাকিস্তানের সিনেমায় অভিনয়ে আপত্তি নেই বলিউড তারকার

রেড সি ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসবে রণবীর কাপুর
ছবি : এএফপি

বছরজুড়েই আলোচনায় ছিলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। বিয়ে, ছবি, সন্তান নিয়ে ইতিবাচক আলোচনায় থাকলেও এবার একটা মন্তব্যের জেরে পড়লেন সমালোচনার মুখে। পাকিস্তানের ছবিতে অভিনয় করার কথা বললে বিতর্কের সৃষ্টি হয়। তাঁর এই মন্তব্যের জেরে খেপে গেছেন অনেক ভারতীয়। নেতিবাচক মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একপ্রকার ধুয়েই দিচ্ছেন রণবীরকে।

সম্প্রতি সৌদি আরবের জেদ্দায় রেড সি ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসবে উপস্থিত হন রণবীর কাপুর। সেখানে দর্শকের মুখোমুখি হলে এক পাকিস্তানি পরিচালক প্রশ্ন করেন, যদি সুযোগ থাকে তাহলে পাকিস্তানের সিনেমায় অভিনয় করবেন কি না? এই প্রশ্নের উত্তরে রণবীর বলেন, ‘কেন নয়? অবশ্যই করব।’ তিনি আরও জানান, পাকিস্তানি ছবিতে অভিনয় করতে তাঁর কোনো আপত্তি নেই।

রণবীর কাপুর

এ সময় তিনি পাকিস্তানি ছবি ফাওয়াদ খান অভিনীত ‘দ্য লেজেন্ড অব মওলা জাট’–এর প্রশংসাও করেন। ছয় বছর আগেও ভারত-পাকিস্তানের অভিনয়শিল্পীরা একজন অন্য দেশের ছবিতে অভিনয় করতে পারতেন। কিন্তু রাজনৈতিক কারণে এখন আর সেই সুযোগ নেই। এ প্রসঙ্গে রণবীর বলেন, ‘সংস্কৃতির আদান-প্রদানে শিল্পের সমৃদ্ধি ঘটে। শিল্প এবং শিল্পীর কাজের মধ্যে কাঁটাতার বাধা হতে পারে না।’

‘দ্য লিজেন্ড অব মওলা জাট’-এ মাহিরা ও ফাওয়াদ

এরপরই নেটিজেনরা রণবীরের ওপর ক্ষোভ ঝাড়েন। কেউ বলছেন, এখন রণবীর আর আলিয়ার উচিত পাকিস্তানে চলে যাওয়া। আবার কেউ কেউ কটাক্ষ করছেন মহেশ ভাটের ‘যোগ্য জামাই’ বলে। যদিও নেটিজেনদের এসব মন্তব্যের বিপরীতে এখনো কোনো কিছু বলেননি তিনি। ফুটবলপ্রেমী রণবীর এখন ব্যস্ত তাঁর মেয়ে রাহা এবং টিভিতে বিশ্বকাপের খেলা দেখা নিয়ে।

চলতি বছর বলিউডে সর্বোচ্চ আয় করা ছবি রণবীর কাপুর অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন তাঁরই সহধর্মিণী আলিয়া ভাট। সামনে তাঁকে দেখা যাবে শ্রদ্ধা কাপুরের সঙ্গে লাভ রঞ্জন পরিচালিত ‘তু ঝুটি ম্যা মাক্কার’ ছবিতে। এই ছবির পর এই বলিউড তারকাকে আর কোনো রোমান্টিক দৃশ্যে দেখা যাবে না। কেননা কদিন আগেই তিনি আর কোনো ছবিতে রোমান্টিক দৃশ্যে অভিনয় না করার ঘোষণা দেন।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন