ঈদে ‘নিঃসঙ্গ’ বুবলী, কোথাও খবরে নেই—কিন্তু কেন

চিত্রনায়িকা শবনম বুবলীছবি : বুবলীর ফেসবুক থেকে

আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী অভিনয়ের এক দশকে পা রাখছেন। ২০১৬ সালের ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল ঈদে জোড়া ছবি ‘বসগিরি’ ও ‘শুটার’। এই ছবি দুটি দিয়ে ঢালিউডে অভিষেক ঘটে এই তারকার। শাকিব খানের বিপরীতে অভিনীত এই দুটি ছবি দিয়ে বুবলী রাতারাতি আলোচনায় আসেন। এর পর থেকে প্রায় প্রতি ঈদেই তাঁর কোনো না কোনো ছবি মুক্তি পেয়েছে, অনেক সময় একাধিক ছবি নিয়ে হাজির হয়েছেন বড় পর্দায়। তবে কোভিড মহামারির সময় বাদ দিলে, এমন কোনো ঈদ ছিল না—যেখানে তাঁর একটিও ছবি মুক্তি পায়নি। এবারই প্রথমবারের মতো সেই ব্যতিক্রম ঘটল।

শবনম বুবলী

পেশাগতজীবনের শুরুতে শবনম বুবলী উড়োজাহাজের কেবিন ক্রু ছিলেন। এরপর সংবাদপাঠিকা হিসেবেও দীর্ঘদিন কাজ করেন। বড় বোন বিনোদন অঙ্গনে কাজ করতেন। একটা সময় এসে বড় বোনের মতো শবনম বুবলীও বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন, তবে বোনের মতো গায়িকা হিসেবে নয়, নায়িকা হিসেবে। ২০১৬ সালে পথচলার শুরুটা হয়, যা এখনো চলছে। এ সময়ের মধ্যে অভিনয় করেছেন ২৩টির মতো চলচ্চিত্রে। ঈদের মতো উৎসবে এক বা একাধিক ছবি নিয়ে দর্শকের সামনে হাজির হওয়া শবনম বুবলী এবার ঈদুল আজহায় নিঃসঙ্গ ছিলেন।

ঈদুল আজহায় বুবলীর দুটি ছবি মুক্তির গুঞ্জন ছিল। ‘সর্দারবাড়ির খেলা’ ও ‘পিনিক’ নামের ছবিগুলো নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহও তৈরি হয়েছিল। শুরুর দিকে দুটি ছবি মুক্তির সম্ভাবনার কথা শোনা গেলেও, পরে সিদ্ধান্ত হয়, কেবল ‘সর্দারবাড়ির খেলা’ ছবিটি মুক্তি পাবে। কিন্তু শেষ মুহূর্তে এসে সেই ছবির প্রযোজকও মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসেন। ফলে এবারের ঈদে বুবলীর কোনো ছবিই মুক্তি পায়নি, যা তাঁর পেশাগত জীবনে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা।

আরও পড়ুন
‘সর্দারবাড়ির খেলা’ ছবির ফার্স্ট লুক পোস্টারে শবনম বুবলী

এদিকে নতুন ছবি মুক্তি না পাওয়াতে সামাজিক যোগাযোগমাধ্যমেও একরকম নীরবতা পালন করছেন শবনম বুবলী। কেউ কেউ বলছেন, ছবি মুক্তি না পাওয়ার প্রভাব যেন পড়েছে তাঁর ব্যক্তিগত এই যোগাযোগমাধ্যমেও। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ সক্রিয় থাকা বুবলী, ঈদের এই পুরো সময়েই ছিলেন একেবারেই নীরব। ছেলে শেহজাদ খান বীরের সঙ্গেও কোনো স্থিরচিত্র পোস্ট করেননি। ঈদের কোনো শুভেচ্ছাবার্তাও দেননি তিনি।

সর্বশেষ বুবলী ১ জুন ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। নিজের একাধিক স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে শবনম বুবলী লিখেছিলেন, ‘ভবিষ্যতে পুরোদমে কৃষিকাজ করব। ফুল, ফল, শাকসবজি চাষ করব। হাঁস–মুরগি, গরু–ছাগল পালব। কারণ, প্রকৃতি একটু বেশিই সুন্দর, তাই প্রকৃতির খুব কাছে থাকতে চাই।’ এর পর থেকে তাঁর ফেসবুক পেজ বা প্রোফাইলে আর কোনো নতুন পোস্ট দেখা যায়নি। ঈদ উপলক্ষে অন্য শিল্পীরা যখন প্রচারণা বা অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, সেখানে বুবলীর এমন নীরবতা ভক্তদের মধ্যেও নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।

আরও পড়ুন
‘পিনিক’ ছবির ফার্স্ট লুক পোস্টারে শবনম বুবলী
বুবলীর ফেসবুক থেকে

ঈদুল আজহায় নতুন ছবি মুক্তি না পেলেও ঈদের আগে থেকে শবনম বুবলী ভারতের সীমান্তবর্তী এলাকা শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ীর দাউধারা গ্রামে নতুন একটি ছবির শুটিং শেষ করেছেন। রাশেদা আক্তার লাজুক পরিচালিত, এখনো নাম ঠিক না হওয়া সেই ছবিতে তিনি অভিনয় করছেন সজলের বিপরীতে।

নতুন ছবি মুক্তি না পেলেও ঈদকেন্দ্রিক টেলিভিশন অনুষ্ঠানগুলোতে অনেক তারকার উপস্থিতি দেখা যায়। কিন্তু শবনম বুবলী ছিলেন এ ক্ষেত্রেও প্রায় অনুপস্থিত। কোনো টক শো, গেম শো বা বিশেষ সাক্ষাৎকারেও তাঁকে দেখা সেভাবে দেখা যায়নি, যেমনটা অন্য সময়ে দেখা যায়। সব মিলিয়ে এবারের ঈদে বিনোদন অঙ্গন থেকে বুবলী যেন স্বেচ্ছায় নির্বাসনে রয়েছেন বলেও মনে করছেন কেউ কেউ।

আরও পড়ুন
শবনম বুবলী
ছবি : বুবলীর ফেসবুক

শবনম বুবলীর অভিনয়জীবনের এক দশকে চড়াই-উতরাই কম হয়নি। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে যেমন আলোচনার তুঙ্গে যেমন উঠেছিলেন, তেমনি ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা বিতর্কে তিনি ছিলেন সংবাদের শিরোনামে। তবে সামনে এই তারকা কী পদক্ষেপ নিয়ে ভক্তদের চমকে দেন, সেটাই এখন দেখার বিষয়।
চলচ্চিত্রে শবনম বুবলীর অভিনয়ের শুরুটা শাকিব খানের হাত ধরে। ১০ বছরে শাকিবের সঙ্গে ১২টি চলচ্চিত্রে অভিনয় করেন। এসব ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি আলোচনায় আসেন। ‘লিডার আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রের পর শাকিবের সঙ্গে আর দেখা যায়নি বুবলীকে। এখন অন্য নায়কদের সঙ্গে নিয়মিত কাজ করছেন। গত ঈদে এই নায়িকার ‘জংলি’ ছবিটি মুক্তি পায়। সিয়ামের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন বুবলী।