সামান আলী চাচার সঙ্গে দেখা হলো, ফেসবুকে মিম
কথা রেখেছেন ‘পরাণ’ সিনেমার শিল্পীরা। বৃহস্পতিবার লুঙ্গি পরে সিনেমা দেখতে আসা প্রবীণ সামান আলী সরকারের সঙ্গে দেখা করেছেন তাঁরা। এদিন সন্ধ্যায় সামানী আলী তাঁর পরিবারসহ স্টার সিনেপ্লেক্সের মিরপুর সনি স্কয়ার শাখায় ‘পরাণ’ ছবিটি দেখছেন। এ সময় সেখানে উপস্থিত হয়েছেন ‘পরাণ’ সিনেমার অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম, শরীফুল রাজসহ কয়েকজন।
নিজের অভিজ্ঞতা জানিয়ে ফেসবুকে মিম লিখেছেন, ‘সামান আলী সরকার চাচার সঙ্গে দেখা হলো। একদম সাদাসিধে একজন মানুষ, ভালো মনের মানুষ। “পরাণ” নিয়ে চাচার উচ্ছ্বাস আমাকে ছুঁয়ে গেছে। সিনেপ্লেক্সকেও ধন্যবাদ ভুল–বোঝাবুঝির এতটা দ্রুত অবসান করায়। “পরাণ” জনমানুষের সিনেমা। “পরাণ” নিয়ে সবার এত উচ্ছ্বাস, আবেগ, দেখতে ভীষণ ভালো লাগছে।’
জানা গেছে, বৃহস্পতিবার স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ সামান আলী সরকারকে ছবি দেখার আমন্ত্রণ জানায়। ফেসবুকে প্রকাশ করা এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন লিখেছেন, ‘আমরা এরই মধ্যে উক্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে ওনাকে ও ওনার পরিবারসহ স্টার সিনেপ্লেক্সে ছবি দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। উনি আমাদের কথা রেখেছেন ও আজ সন্ধ্যায় তিনি তাঁর পরিবারসহ স্টার সিনেপ্লেক্সের মিরপুর সনি স্কয়ার শাখায় “পরাণ” ছবিটি দেখছেন। সম্পূর্ণ স্টার সিনেপ্লেক্স পরিবারের পক্ষ থেকে সামান আলী সরকার এবং তাঁর পরিবারকে আমাদের শ্রদ্ধা ও শুভেচ্ছা আপনাকে খুশি করতে পেরে আমরা আনন্দিত।’ স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের এই আনন্দের সঙ্গে শামিল হয়েছেন ‘পরাণ’ সিনেমার রাজ, মিমরাও।
প্রসঙ্গত, গত বুধবার রাতে ফেসবুকে চলচ্চিত্রসংশ্লিষ্ট কিছু পেজ ও গ্রুপের মাধ্যমে জানা যায়, ঢাকার সনি সিনেমা হলে ‘পরাণ’ সিনেমা দেখতে যান লুঙ্গি পরিহিত এক ব্যক্তি। তাঁর নাম জানা যায়নি। লুঙ্গি পরা থাকায় তাঁর কাছে টিকিট বিক্রি করেনি হল কর্তৃপক্ষ। পরে সেই ব্যক্তি সিনেমা না দেখেই মনে কষ্ট নিয়ে বের হয়ে যান। এমন ঘটনার ভিডিও ফেসবুকে প্রকাশের পর কষ্ট পেয়েছেন ‘পরাণ’ সিনেমার নায়ক, নায়িকা ও পরিচালকেরা। গতকাল রাত থেকেই তাঁরা সেই ব্যক্তিকে খুঁজছেন। বিষয়টি জানার পর কষ্ট পেয়েছেন অভিনেতা শরীফুল রাজ। তিনি রাতেই ফেসবুকে লিখেছেন, ‘এই বৃদ্ধ বাবার সন্ধান দিতে পারবেন কেউ? আমাকে শুধু ইনবক্সে তাঁর নম্বর বা ঠিকানা ম্যানেজ করে দিন প্লিজ। আমি নিজে তাঁর সঙ্গে আমার টিম নিয়ে বসে “পরাণ” দেখব। আমরা ছবিটা দেখব, বাবা-ছেলে গল্প করব। আমাকে কেউ একটু জোগাড় করে দেন প্লিজ।’
আর অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বুধবার ফেসবুকে লিখেছেন, ‘এই বৃদ্ধ বাবার সন্ধান দিতে পারবেন কেউ? আমাকে শুধু ইনবক্সে তাঁর নম্বর বা ঠিকানা ম্যানেজ করে দিন প্লিজ। আমি নিজে তাঁর সঙ্গে বসে “পরাণ” দেখব। আমরা ছবিটা দেখব, বাবা-মেয়ে গল্প করব। আমাকে কেউ একটু জোগাড় করে দিন প্লিজ। আমরা তাঁর সঙ্গে সিনেমা দেখব।’