‘আমার এখন যে বয়স, তাতে কম কাজ করলেও সমস্যা নেই’

পূজা চেরি
ফেসবুক

প্রায় দেড় বছর পর সিনেমার শুটিংয়ে ফিরলেন পূজা চেরি। ছবির ছবির নাম ‘লিপস্টিক’। ৩ থেকে ৭ আগস্ট পর্যন্ত গাজীপুরের লোকেশনে প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। ছবির পরিচালক কামরুজ্জামান রোমান জানিয়েছেন, ১৩ আগস্ট থেকে সাভারে দ্বিতীয় ধাপের কাজ শুরু হবে।

চলতি বছরের ঈদুল ফিতরে পূজা চেরি অভিনীত ‘জ্বীন’ ছবিটি মুক্তি পায়। তবে এটি ছিল আগে শুটিং করা।

পূজা চেরি
ফেসবুক

বিরতি প্রসঙ্গে গতকাল প্রথম আলোকে পূজা চেরি বলেন,‘বেশ আগে থেকেই বলে আসছি ভালো গল্প, ভালো চরিত্র না পেলে কাজ করব না। সেটি এক বছর, দুই বছর বসে থাকতে হলেও থাকব। মধ্যে ওয়েব ফিল্ম “পরী” করেছিলাম। কিন্তু প্রেক্ষাগৃহের সিনেমা করা হয়নি। সে রকম গল্প, চরিত্র পাইনি বলে করিনি। আমার এখন যে বয়স, তাতে কম কাজ করলেও সমস্যা নেই। তাই কাজ কম হোক, সময় নিয়ে ভালো কাজ করব।’

রোমান্টিক-থ্রিলার সিনেমা ‘লিপস্টিক’-এ পূজা অভিনীত চরিত্রটির দুটি রূপ দেখা যাবে—একটি গ্রামের হতদরিদ্র তরুণী ‘বুচী’, অন্যটি বাংলাদেশের সুপারস্টার নায়িকা ‘মাধুরী’।

আরও পড়ুন
আদর আজাদ ও পূজা চেরি
সংগৃহীত
আরও পড়ুন

শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে পূজা বলেন, ‘কাজটি করে বেশ মজা পাচ্ছি। অভিনয়ের জায়গা আছে। সত্যি বলতে, “পোড়ামন ২” ছবিতে কাজ করতে গিয়ে ভালো লাগার যে অনুভূতি পেয়েছিলাম, এ কাজটি যতটুকু করেছি, সেই ফিল পেয়েছি।’

ছবিতে পূজার বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ। এর আগে ‘নাকফুল’ সিনেমাতেও জুটি হয়েছেন তাঁরা। মুক্তির অপেক্ষায় আছে ছবিটি।

আরও পড়ুন
আদর আজাদ ও পূজা চেরি
সংগৃহীত

সহশিল্পী আদরের প্রশংসা করে পূজা বলেন, ‘সৈকত নাসিরের “মাসুদ রানা” ছবির শুটিং সেটে আদর ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। তখন “নাকফুল” ছবির নায়ক খোঁজা হচ্ছিল। সৈকত ভাইয়ের পরামর্শে ওই ছবিতে আমার বিপরীতে তাঁকে নিয়েছিলেন পরিচালক। কাজটি করতে গিয়ে দেখেছি, দারুণ মনোযোগী অভিনেতা আদর ভাই। প্রচুর পরিশ্রম করতে পারেন। সহশিল্পীর অভিনয় ভালো না হলে নিজের অভিনয়ও ভালো করা সহজ হয় না। সেটি আমি আদর ভাইয়ের কাছ থেকে পেয়েছি।’

চিত্রনায়িকা পূজা চেরি
ফেসবুক থেকে নেওয়া
আরও পড়ুন