ইতিহাস গড়ল ‘আরআরআর’

‘আরআরআর’ ছবির একটি দৃশ্য
ছবি : সংগৃহীত

দিন কয়েক আগেই ৮০তম গোল্ডেন গ্লোবের মনোনয়ন ঘোষণা হয়েছে। যেখানে দুই ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে এস এস রাজামৌলির ‘আরআরআর’। চলতি বছর মুক্তির পর বলিউডের মতো হলিউডেও ব্যাপকভাবে প্রশংসিত হয় ছবিটি। তখনই অনেক বিশ্লেষক আন্দাজ করেছিলেন, পুরস্কার অনুষ্ঠানগুলোয় মনোনয়ন পাবে ছবিটি। সেটিই হচ্ছে। গোল্ডেন গ্লোবের পর এবার ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডসেও মনোনয়ন পেল ছবিটি।

‘আরআরআর’–এর একটি দৃশ্য
ছবি : সংগৃহীত

গতকাল বুধবার ঘোষণা করা হয়েছে ২৮তম ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডসের মনোনয়ন। চমক জাগিয়ে পাঁচটি বিভাগে জায়গা করে নিয়েছে ভারতীয় ছবি ‘আরআরআর’। ভারত থেকে অস্কারের দৌড়ে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত যেতে না পারলেও নিজ উদ্যোগে অস্কারের জন্য লড়ছে ছবির নির্মাতারা। অনেকে মনে করছেন, গোল্ডেন গ্লোবের পর এবার ক্রিটিক চয়েসে মনোনয়ন অস্কারের মনোনয়নের দৌড়ে এগিয়ে দিল ছবিটিকে।
ক্রিটিকস চয়েসে সেরা ছবি, সেরা পরিচালক (রাজামৌলি), সেরা বিদেশি ভাষার ছবি, সেরা ভিজ্যুয়াল ইফেক্টস, সেরা গান (নাটু নাটু) বিভাগে মনোনয়ন পেয়েছে ‘আরআরআর’।

পরিচালক এস এস রাজামৌলি
ছবি : সংগৃহীত

এবারের ক্রিটিক চয়েসে সিনেমা ক্যাটাগরিতে সর্বোচ্চ ১৪টি মনোনয়ন পেয়েছে ‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ান্স’। টিভি ক্যাটাগরিতে সর্বোচ্চ ছয়টি মনোনয়ন পেয়েছে ‘অ্যাবোট এলিমেন্টারি’।

‘আরআরআর’ ছবিটি সিনেমাপ্রেমীদের হৃদয় জয় করেছে

চলতি বছর ভারতের সবচেয়ে সফল ছবি ‘আরআরআর’। ছবিটি বিশ্বব্যাপী প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা আয় করেছে। দুই স্বাধীনতা সংগ্রামী বন্ধুর গল্পে নির্মিত এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রামচরণ এবং এনটিআর জুনিয়র। এর আগে গোল্ডেন গ্লোবে বেস্ট মোশন পিকচার-ফরেন ল্যাঙ্গুয়েজ ও বেস্ট অরিজিনাল সং—দুই ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে ২০২২ সালে ভারতের অন্যতম ব্যবসা সফল সিনেমাটি।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্রিটিক চয়েস অনুষ্ঠিত হবে আগামী ১৫ জানুয়ারি।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন