সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র

মার্গট রবি
রয়টার্স

কয়েক বছর ধরেই হলিউডের আলোচিত অভিনেত্রীদের একজন মার্গট রবি। তাঁকে দেখা গেছে সুপারহিরো সিনেমা ‘সুইসাইড স্কোয়াড’-এ, আবার করেছেন ইতিহাসনির্ভর ‘মেরি কুইন অব স্কটস’, অথবা টোনিয়া হার্ডিংয়ের বায়োপিক ‘আই, টোনিয়া’। তবে গত বছরটি অস্ট্রেলীয় এই অভিনেত্রীর খুব একটা ভালো যায়নি। তবে বক্স অফিসে সেভাবে সাড়া জাগাতে না পারলেও মার্গট বলছেন ‘ব্যাবিলন’-এ করা চরিত্রটি তাঁর ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং।

‘ব্যাবিলন’–এর প্রিমিয়ারে মার্গট রবি
রয়টার্স

ড্যামিয়েন শ্যাজেলের সিনেমাটি ছিল গত বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি। সিনেমাটিতে ছিলেন মার্গট রবি, ব্র্যাড পিটের মতো তারকা। কিন্তু ছবিটি ব্যবসা করতে পারেনি। তবে সে যা–ই হোক, ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র হওয়ায় সিনেমাটিকে সব সময়ই বিশেষভাবে মনে রাখবেন মার্গট। তিনি বলেন, ‘চরিত্রটি ছিল একটা ঝড়ের মতো, নিজের পাশে যে কাউকে দাঁড়তে দেয় না। চরিত্রটি আমার খুব পছন্দের, যদিও এটি করতে গিয়ে জান প্রায় বের হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল। শারীরিক ও মানসিকভাবে সে আমার সবটা নিংড়ে নিয়েছিল।’

‘ব্যাবিলন’-এ মার্গট রবি
ছবি : সংগৃহীত

সিনেমাটির একটি গানের দৃশ্যের কথা বিশেষভাবে বললেন তিনি, ‘বলা যায়, মাসখানেক ধরে দৃশ্যটিতে ডুবে ছিলাম, নিজের সব শক্তি আমাকে সঞ্চয় করে রাখতে হয়েছিল। কারণ, দৃশ্যটি আমার পুরো সিনেমার মতোই পূর্ণ মনোযোগ দাবি করে।’
মার্গট রবি জানান, সিনেমাটির জন্য এত কষ্ট করেছেন স্বামী টম অ্যাকার্লির প্রেরণায়, ‘প্রথম সপ্তাহ শুটিং শেষে বাড়ি ফিরে বিধ্বস্ত লাগছিল। আমার স্বামীকে বললাম, “এত কষ্ট জীবনে করিনি।” সে বলল, “বল কী! সব সময় তোমার এভাবেই কাজ করা উচিত।” পরিচালক ড্যামিয়েনের কথাও বলতে হয়। অভিনয়শিল্পীদের কাছে সব সময়ই সে অনেক বেশি কিছু আশা করে।’

গত বছরটি ভালো না কাটলেও ২০২৩ সালে মার্গটের সামনে সুযোগ আছে ঘুরে দাঁড়ানোর। চলতি বছর তাঁর দুটি সিনেমা মুক্তি পাবে—‘অ্যাস্টরয়েড সিটি’ ও ‘বার্বি’। প্রথমটির পরিচালক ওয়েস অ্যান্ডারসন; রবির সহ-অভিনেতাদের মধ্যে আছেন টম হ্যাংকস, টিলডা সুইনটন, স্টিভ ক্যারল, স্কারলেট জোহানসন, এডওয়ার্ড নরটনের মতো অভিনেতারা। আর গ্রেটা গারউইগের বার্বিতে আছেন রায়ান গসলিং, সিমু লিউ, উইল ফারেল প্রমুখ।

আরও পড়ুন
আরও পড়ুন