এ ধরনের সিনেমায় অভিনয় করা ফ্লোরেন্স পিউ যখন মার্ভেলের ‘ব্ল্যাক উইডো’তে নাম লেখান, স্বভাবতই অনেকে অবাক হয়েছিলেন। এ প্রসঙ্গে ফ্লোরেন্স পিউ বলেন, ‘যখন প্রথমবার সিনেমার জন্য মার্ভেলের সঙ্গে চুক্তি করলাম, ইনডিপেনডেন্ট সিনেমার সঙ্গে যুক্ত অনেকেই আমাকে বলেছিলেন, “তুমি কখনো ছোট বাজেটের সিনেমায় ফিরতে পারবে না।” এটা আমাকে সারা জীবন ধরে তাড়িয়ে বেড়াবে।’

বড় বাজেট, বড় প্রযোজনা সংস্থার সিনেমার জগৎ যে পুরোপুরি আলাদা, ফ্লোরেন্স পিউয়ের সেটা ভালোই জানা আছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বড় ছবিগুলো ব্যাপক বিস্তৃত, গল্প বলার ধরন আলাদা, সেটা ডিউন হোক, মার্ভেলের সিনেমাই হোক বা আমার মুক্তির অপেক্ষায় থাকা “ওপেনহাইমার”ই হোক।’ তবে অভিনেত্রী জানান, ইনডিপেনডেন্ট সিনেমা ও বড় প্রযোজনা সংস্থার সিনেমা—সবই করতে চান তিনি, ‘আমি কখনোই ভাবিনি, কেবল একই ধারার সিনেমা করব। সব সময়ই চাই নিজের পরিধি বিস্তৃত করতে।’

২০১৪ সালে ‘দ্য ফলিং’ দিয়ে ক্যারিয়ার শুরু করেন ফ্লোরেন্স পিউ। চলতি বছর অভিনেত্রীর তিনটি সিনেমা মুক্তি পাওয়ার কথা। এর মধ্যে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’ ছাড়া আছে ‘ডিউন’-এর দ্বিতীয় কিস্তি। তবে সবার আগে ২৪ মার্চ প্রেক্ষাগৃহে আসবে ড্রামা ঘরানার সিনেমা ‘আ গুড পারসন’।