আসল বিয়ের জন্য একটু রিহার্সাল করলাম...

বেশির ভাগ তরুণ শিল্পী ইনস্টাগ্রামে বেশ সরব। দীঘি, আইশা খান, তটিনী, সাদিয়া আয়মান থেকে সুনেহরা তাসনিম—ইনস্টাগ্রামে কে কী ছবি পোস্ট করলেন? দেখে নিতে পারেন।

১ / ৬
দিন দুয়েক আগে ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেত্রী আইশা খান লিখেছেন, ‘তারা বলল, আমি নাকি অনেক বদলে গেছি। আমি বললাম, অনেক কিছুই আমাকে বদলে দিয়েছে।’
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
২ / ৬
সমুদ্রপাড়ে তোলা ছবিটি আজ ইনস্টাগ্রামে পোস্ট করে ভালোবাসার ইমোজি জুড়ে দেন অভিনেত্রী তটিনী
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৩ / ৬
ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে অভিনেত্রী সাদিয়া আয়মান লিখেছেন, ‘রোদ আর ফুলই যেন আমার পুরো ব্যক্তিত্ব।’
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৪ / ৬
কাপ্তাইয়ে তোলা ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী দীঘি। সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের গান থেকে ধার করে ক্যাপশনে লিখেছেন, ‘দেখো না এই অকাল শ্রাবণ, নেমেছে আজ হাজার বারণ জেনে।’
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
৫ / ৬
মুখে হাসি, হাতে ফুল—ভালোবাসার ইমোজি দিয়ে ছবিটি পোস্ট করেছেন তরুণ অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৬ / ৬
‘মেহেন্দি’ গানের ভিডিও চিত্রের মডেল হিসেবে দেখা গেছে কনটেন্ট ক্রিয়েটর সুনেহরা তাসনিমকে। শুটিংয়ে তোলা ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমার আসল বিয়ের জন্য শুধু রিহার্সাল করলাম।’
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে